ETV Bharat / entertainment

Ram Charan Pre-Birthday Bash: গোলাপের বৃষ্টি, পাশে কিয়ারা ! আরসি15-এর সেটে রাম চরণের প্রাক-জন্মদিন সেলিব্রেশন

author img

By

Published : Mar 26, 2023, 12:44 PM IST

অভিনেতা রাম চরণকে (Ram Charan Pre-Birthday Bash) চমকে দিলেন তাঁর আসন্ন ফিল্ম আরসি 15-এর সহকর্মীরা ৷ রাম চরণের প্রাক-জন্মদিন সেলিব্রেট করা হল সেই ফিল্মের সেটে (Ram Charan and Kiara Advani)৷

Ram Charan Pre-Birthday Bash ETV Bharat
রাম চরণের প্রাক-জন্মদিনের পার্টি

হায়দরাবাদ, 26 মার্চ: আরআরআর-এর সাফল্যের জোয়ারে এখনও ভাসছেন তার কুশীলবরা ৷ অস্কার জয়ের পর বিশ্বব্যাপী আলোচনার মধ্যমণি হয়ে উঠেছেন রাইস রোর রিভল্টের স্টার রাম চরণ (Ram Charan Pre-Birthday Bash)৷ দেশে ফেরার পর তাঁকে গোলাপের পাপড়ির বৃষ্টিতে স্বাগত জানানোর পাশাপাশি হয়ে গেল তাঁর প্রাক-জন্মদিনের পার্টি ৷ তাঁর জন্মদিনের আগের দিনই তাঁর আপকামিং ফিল্মের সেটে রাম চরণকে নিয়ে মাতলেন তাঁর সহকর্মীরা ৷ আসন্ন ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ অস্থায়ী ভাবে একে আরসি 15 হিসেবেই বলা হচ্ছে (Ram Charan birthday celebration)৷

ফিল্মের সেটে আরসি15-এর অভিনেতারা গোলাপের পাপড়ির বৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানান রাম চরণকে ৷ অভিনেতা একটি কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন । দক্ষিণী অভিনেতার বার্থ ডে সেলিব্রেশনের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ছবিতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা কিয়ারা আডবাণী (Ram Charan and Kiara Advani), আরসি15-এর পরিচালক এস শঙ্কর, প্রযোজক দিল রাজু এবং এই ফিল্মের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটছেন রাম চরণ ৷

আরসি15-এ কুশীলবরা রাম চরণের জন্য একটি সারপ্রাইজ বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন । রাম চরণ এবং কিয়ারা আডবাণী উচ্চ-বাজেটের এই ফিল্মে একটি গানের দৃশ্যের শুটিং করছিলেন ৷ তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় গোলাপের বৃষ্টি ৷ আরআরআর অভিনেতাকে ছবিতে একটি সাধারণ আকাশী শার্ট এবং সানগ্লাসে দেখা গিয়েছে ৷ তাঁর নতুন সোনালি-হাইলাইট করা চুলের স্টাইলও পছন্দ হয়েছে ভক্তদের ৷

আরও পড়ুন: স্ত্রী'র জন্মদিনে আবেগঘন পোস্ট জুনিয়ার এনটিআরের, লক্ষ্মী পেলেন বিদেশের শুভেচ্ছাও

অন্যদিকে, কিয়ারা একটি সাধারণ ছিমছাম পোশাক পরলেও তাঁকে খুবই সুন্দর দেখাচ্ছিল ৷ নীল ডেনিমের সঙ্গে একটি সাদা ক্রপ টপ পরেছিলেন তিনি । আরেকটি ছবিতে রাম চরণের জন্য বিশেষ প্রবেশদ্বারকে চিত্রিত করা হয়েছে ৷ সেখানে তাঁকে ফুলের পাপড়ি, করতালি এবং ঢোলের মাধ্যমে স্বাগত জানানো হয় ।

আসন্ন ছবিতে মগধীরা অভিনেতা একজন আইএএস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, যিনি খুবই রাগী চরিত্রের ৷ মুভিতে কিয়ারা আডবাণী রাম চরণের বিপরীতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেছেন । তামিল সিনেমার অন্যতম বহুমুখী অভিনেতার এসজে সূর্যও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন । আরসি15-এর পরিচালক শঙ্কর এবং ইয়েভাডু অভিনেতার প্রথমবার একসঙ্গে কাজ করছেন ৷

হায়দরাবাদ, 26 মার্চ: আরআরআর-এর সাফল্যের জোয়ারে এখনও ভাসছেন তার কুশীলবরা ৷ অস্কার জয়ের পর বিশ্বব্যাপী আলোচনার মধ্যমণি হয়ে উঠেছেন রাইস রোর রিভল্টের স্টার রাম চরণ (Ram Charan Pre-Birthday Bash)৷ দেশে ফেরার পর তাঁকে গোলাপের পাপড়ির বৃষ্টিতে স্বাগত জানানোর পাশাপাশি হয়ে গেল তাঁর প্রাক-জন্মদিনের পার্টি ৷ তাঁর জন্মদিনের আগের দিনই তাঁর আপকামিং ফিল্মের সেটে রাম চরণকে নিয়ে মাতলেন তাঁর সহকর্মীরা ৷ আসন্ন ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ অস্থায়ী ভাবে একে আরসি 15 হিসেবেই বলা হচ্ছে (Ram Charan birthday celebration)৷

ফিল্মের সেটে আরসি15-এর অভিনেতারা গোলাপের পাপড়ির বৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানান রাম চরণকে ৷ অভিনেতা একটি কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন । দক্ষিণী অভিনেতার বার্থ ডে সেলিব্রেশনের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ছবিতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা কিয়ারা আডবাণী (Ram Charan and Kiara Advani), আরসি15-এর পরিচালক এস শঙ্কর, প্রযোজক দিল রাজু এবং এই ফিল্মের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটছেন রাম চরণ ৷

আরসি15-এ কুশীলবরা রাম চরণের জন্য একটি সারপ্রাইজ বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন । রাম চরণ এবং কিয়ারা আডবাণী উচ্চ-বাজেটের এই ফিল্মে একটি গানের দৃশ্যের শুটিং করছিলেন ৷ তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় গোলাপের বৃষ্টি ৷ আরআরআর অভিনেতাকে ছবিতে একটি সাধারণ আকাশী শার্ট এবং সানগ্লাসে দেখা গিয়েছে ৷ তাঁর নতুন সোনালি-হাইলাইট করা চুলের স্টাইলও পছন্দ হয়েছে ভক্তদের ৷

আরও পড়ুন: স্ত্রী'র জন্মদিনে আবেগঘন পোস্ট জুনিয়ার এনটিআরের, লক্ষ্মী পেলেন বিদেশের শুভেচ্ছাও

অন্যদিকে, কিয়ারা একটি সাধারণ ছিমছাম পোশাক পরলেও তাঁকে খুবই সুন্দর দেখাচ্ছিল ৷ নীল ডেনিমের সঙ্গে একটি সাদা ক্রপ টপ পরেছিলেন তিনি । আরেকটি ছবিতে রাম চরণের জন্য বিশেষ প্রবেশদ্বারকে চিত্রিত করা হয়েছে ৷ সেখানে তাঁকে ফুলের পাপড়ি, করতালি এবং ঢোলের মাধ্যমে স্বাগত জানানো হয় ।

আসন্ন ছবিতে মগধীরা অভিনেতা একজন আইএএস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, যিনি খুবই রাগী চরিত্রের ৷ মুভিতে কিয়ারা আডবাণী রাম চরণের বিপরীতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেছেন । তামিল সিনেমার অন্যতম বহুমুখী অভিনেতার এসজে সূর্যও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন । আরসি15-এর পরিচালক শঙ্কর এবং ইয়েভাডু অভিনেতার প্রথমবার একসঙ্গে কাজ করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.