ETV Bharat / entertainment

Ram Charan on Sania: টেনিস কোর্ট তোমায় মিস করবে ‘প্রিয়বন্ধু’, সানিয়ার সঙ্গে ছবি পোস্ট অভিনেতা রাম চরণের - রাম চরণ

প্রিয়বন্ধু সানিয়া মির্জার বিদায়ী প্রদর্শনী ম্যাচে সস্ত্রীক উপস্থিত হলেন অভিনেতা রাম চরণ ৷ ইনস্টাগ্রামে সানিয়ার সঙ্গে ম্যাচ শেষে পার্টির ছবিও পোস্ট করলেন তিনি ৷ লিখলেন, দেশের ক্রীড়াক্ষেত্রকে গর্বিত করেছেন সানিয়া (Ram Charan on Sania) ৷

Ram Charan on Sania ETV BHARAT
Ram Charan on Sania
author img

By

Published : Mar 6, 2023, 10:41 PM IST

Ram Charan on Sania ETV BHARAT
ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়া মির্জার সঙ্গে সস্ত্রীক ছবি পোস্ট রাম চরণের

হায়দরাবাদ, 6 মার্চ: রবিবার হায়দরাবাদে কাছের বন্ধু এবং পরিবারের সমানে শেষবারের জন্য টেনিস কোর্ট নেমেছিলেন সানিয়া মির্জা ৷ সেই প্রদর্শনী ম্যাচে ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্ব থেকে বলিউড ও দক্ষিণী সিনেমার তারকারাও উপস্থিত ছিলেন ৷ সেখানেই সানিয়ার সঙ্গে সস্ত্রীক একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দক্ষিণী সিনেমার তারকা রাম চরণ (Ram Charan Shares Photo with dearest Buddy Sania Mirza) ৷ হায়দরাবাদেই মাত্র 16 বছর বয়সে টেনিস খেলা শুরু করেছিলেন সানিয়া ৷ তাই নিজের শহরের অনুরাগীদের সামনে শেষবারের মতো ব়্যাকেট হাতে নামলেন ভারতীয় টেনিস সুন্দরী ৷

সানিয়ার এই বিদায়ী প্রদর্শনী ম্যাচে উপস্থিত ছিলেন অভিনেতা রাম চরণ ৷ তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি একটি বার্তা দিয়েছেন বন্ধু সানিয়াকে নিয়ে ৷ তিনি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু সানিয়া, বিশ্বের প্রতিটি টেনিস কোর্ট তোমার অ্যাকশনকে মিস করবে ৷ ভারতীয় ক্রীড়াজগতের জন্য তোমার অবদান অতুলনীয় ৷ তুমি আমাদের সর্বদা গর্বিত করে চলেছে ৷’’

রাম চরণ ইনস্টাগ্রামে সানিয়ার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে অভিনেতা এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনির মাঝে সানিয়াকে দেখা গিয়েছে ৷ রামচরণের পরনে ছিল কালো জ্যাকেট এবং ট্রাউজার ৷ আর তার ভিতরে কালো-সাদা চেক শার্ট ৷ রাম চরণের স্ত্রী উপাসনাকে একটি গোলন্ডেন গাউন পরে দেখা গিয়েছে ৷ আর টেনিস সুন্দরীকে সবসময়ে মতো এলিগেন্ট লাগছিল তাঁর লাল গাউন এবং ভারী গয়নায় ৷ এমনকি এদিন সানিয়া হাতে মেহেন্দি পরেছিলেন ৷

আরও পড়ুন: হোমটাউনে আজ বিদায়ী প্রদর্শনী ম্যাচ খেলবেন সানিয়া

তবে, শুধু রাম চরণ নন ৷ বলিউডের অনেক তারকাই রবিবার সানিয়া মির্জার বিদায়ী প্রদর্শনী ম্যাচ এবং তার পরের পার্টিতে উপস্থিত ছিলেন ৷ সেখানে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার-ডিরেক্টর ফারহা খানকে দেখা গিয়েছে ৷ যিনি সানিয়ার খুব কাছের বন্ধু ৷ দু’জনকে প্রায়শই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করতে দেখা গিয়েছে আগে ৷ এমনকি অনেক রিয়্যালিটি শো-তে সানিয়া এবং ফারহাকে একসঙ্গে দেখা গিয়েছে ৷

Ram Charan on Sania ETV BHARAT
ইনস্টাগ্রাম স্টোরিতে সানিয়া মির্জার সঙ্গে সস্ত্রীক ছবি পোস্ট রাম চরণের

হায়দরাবাদ, 6 মার্চ: রবিবার হায়দরাবাদে কাছের বন্ধু এবং পরিবারের সমানে শেষবারের জন্য টেনিস কোর্ট নেমেছিলেন সানিয়া মির্জা ৷ সেই প্রদর্শনী ম্যাচে ক্রীড়া জগতের বিখ্যাত ব্যক্তিত্ব থেকে বলিউড ও দক্ষিণী সিনেমার তারকারাও উপস্থিত ছিলেন ৷ সেখানেই সানিয়ার সঙ্গে সস্ত্রীক একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দক্ষিণী সিনেমার তারকা রাম চরণ (Ram Charan Shares Photo with dearest Buddy Sania Mirza) ৷ হায়দরাবাদেই মাত্র 16 বছর বয়সে টেনিস খেলা শুরু করেছিলেন সানিয়া ৷ তাই নিজের শহরের অনুরাগীদের সামনে শেষবারের মতো ব়্যাকেট হাতে নামলেন ভারতীয় টেনিস সুন্দরী ৷

সানিয়ার এই বিদায়ী প্রদর্শনী ম্যাচে উপস্থিত ছিলেন অভিনেতা রাম চরণ ৷ তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন ৷ সেখানে তিনি একটি বার্তা দিয়েছেন বন্ধু সানিয়াকে নিয়ে ৷ তিনি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু সানিয়া, বিশ্বের প্রতিটি টেনিস কোর্ট তোমার অ্যাকশনকে মিস করবে ৷ ভারতীয় ক্রীড়াজগতের জন্য তোমার অবদান অতুলনীয় ৷ তুমি আমাদের সর্বদা গর্বিত করে চলেছে ৷’’

রাম চরণ ইনস্টাগ্রামে সানিয়ার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে অভিনেতা এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনির মাঝে সানিয়াকে দেখা গিয়েছে ৷ রামচরণের পরনে ছিল কালো জ্যাকেট এবং ট্রাউজার ৷ আর তার ভিতরে কালো-সাদা চেক শার্ট ৷ রাম চরণের স্ত্রী উপাসনাকে একটি গোলন্ডেন গাউন পরে দেখা গিয়েছে ৷ আর টেনিস সুন্দরীকে সবসময়ে মতো এলিগেন্ট লাগছিল তাঁর লাল গাউন এবং ভারী গয়নায় ৷ এমনকি এদিন সানিয়া হাতে মেহেন্দি পরেছিলেন ৷

আরও পড়ুন: হোমটাউনে আজ বিদায়ী প্রদর্শনী ম্যাচ খেলবেন সানিয়া

তবে, শুধু রাম চরণ নন ৷ বলিউডের অনেক তারকাই রবিবার সানিয়া মির্জার বিদায়ী প্রদর্শনী ম্যাচ এবং তার পরের পার্টিতে উপস্থিত ছিলেন ৷ সেখানে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার-ডিরেক্টর ফারহা খানকে দেখা গিয়েছে ৷ যিনি সানিয়ার খুব কাছের বন্ধু ৷ দু’জনকে প্রায়শই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করতে দেখা গিয়েছে আগে ৷ এমনকি অনেক রিয়্যালিটি শো-তে সানিয়া এবং ফারহাকে একসঙ্গে দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.