ETV Bharat / entertainment

Adil Khan Arrested: রাখির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী আদিল! জেনে নিন কী কারণ - রাখির এফআইআরের ভিত্তিতেই আদিল গ্রেফতার

রাখির এফআইআরের ভিত্তিতেই তাঁর স্বামী আদিলকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিনেত্রীর দাবি, অন্য নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর (Rakhi Sawant filed FIR against husband Adil ) ৷

Adil Khan Arrested
রাখির এফআইআরের ভিত্তিতেই তাঁর স্বামী আদিলকে গ্রেফতার করল পুলিশ
author img

By

Published : Feb 7, 2023, 6:38 PM IST

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: গ্রেফতার রাখি সাওয়ন্তের স্বামী আদিল দুরানি খান ৷ রাখির করা এফআইআরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আদিলকে গ্রেফতার করে পুলিশ ৷ বিয়ের কথা সামনে আসার পর থেকেই চর্চায় রয়েছেন এই তারকা দম্পতি ৷ 7 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ এবং তাঁর বয়ান রেকর্ডের জন্য় আদিলকে থানায় নিয়ে যাওয়া হয় (Rakhi Sawant filed FIR against husband Adil) ৷

পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা আজ সকালে আদিলকে গ্রেফতার করেছি ৷ এই মুহূর্তে আমরা নির্দিষ্ট পদ্ধতি মেনে এগিয়ে চলেছি ৷ রাখির এফআইআরের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত শেষ না-হলে এ নিয়ে কিছুই বলা যাবে না ৷ তবে দু'দিন ধরে আমরা আদিলকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম ৷ রাখির অভিযোগ যাই হোক না কেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

নেটপাড়ার সামনে আসা সর্বশেষ ভিডিয়ো অনুযায়ী, আদিল নাকি রাখিকে মারতে সকাল সকাল তাঁর বাড়িতে এসেছিল ৷ রাখি বলেন, "ও কিছু না বলে সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল ৷ আর আমার সঙ্গে ও রীতিমতো জবরদস্তি শুরু করে ৷ আমি এর আগেও দু'বার পুলিশের কাছে আদিলের নামে মামলা করেছি ৷ কিন্তু সংবাদ মাধ্য়মের সামনে কখনও এসব বলিনি ৷"

খবরে প্রকাশ, আদিলের সঙ্গে রাখির বিবাহ নিয়েও ফের ঝামেলা শুরু হয়েছে ৷ রাখি তাঁর স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, অন্য মহিলার সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর ৷ গতবছর 29 মে রাখি বিবাহ-বন্ধনে আবদ্ধ হন স্বামী আদিল দুরানির সঙ্গে ৷ এই বিয়ের জন্য় ইসলাম ধর্মও গ্রহণ করেন রাখি ৷ তখন অবশ্য় পুরো বিষয়ের কিছুই তিনি সেভাবে জানাননি ৷ এরপর তাঁদের বিবাহের কথা সামনে আসে গত মাসে ৷ রাখি তাঁদের বিয়ের কিছু ভিডিয়োও শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ এরই মাঝে তিনি এও জানান, বিয়ের জন্য় নিজের নামও বদলেছেন তিনি ৷ এটাই অবশ্য় রাখির প্রথম বৈবাহিক সম্পর্ক নয় ৷ এর আগে বিগ বস-এর 15তম মরশুমে মঞ্চে রিতেশকে তাঁর স্বামী বলে পরিচয় করিয়ে দেন ৷ সেই সম্পর্কও অবশ্য় দীর্ঘস্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: ভোরের আলোয় অন্য পায়েলকে চেনাবেন পরিচালক সায়ন

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: গ্রেফতার রাখি সাওয়ন্তের স্বামী আদিল দুরানি খান ৷ রাখির করা এফআইআরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আদিলকে গ্রেফতার করে পুলিশ ৷ বিয়ের কথা সামনে আসার পর থেকেই চর্চায় রয়েছেন এই তারকা দম্পতি ৷ 7 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ এবং তাঁর বয়ান রেকর্ডের জন্য় আদিলকে থানায় নিয়ে যাওয়া হয় (Rakhi Sawant filed FIR against husband Adil) ৷

পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা আজ সকালে আদিলকে গ্রেফতার করেছি ৷ এই মুহূর্তে আমরা নির্দিষ্ট পদ্ধতি মেনে এগিয়ে চলেছি ৷ রাখির এফআইআরের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত শেষ না-হলে এ নিয়ে কিছুই বলা যাবে না ৷ তবে দু'দিন ধরে আমরা আদিলকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম ৷ রাখির অভিযোগ যাই হোক না কেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

নেটপাড়ার সামনে আসা সর্বশেষ ভিডিয়ো অনুযায়ী, আদিল নাকি রাখিকে মারতে সকাল সকাল তাঁর বাড়িতে এসেছিল ৷ রাখি বলেন, "ও কিছু না বলে সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল ৷ আর আমার সঙ্গে ও রীতিমতো জবরদস্তি শুরু করে ৷ আমি এর আগেও দু'বার পুলিশের কাছে আদিলের নামে মামলা করেছি ৷ কিন্তু সংবাদ মাধ্য়মের সামনে কখনও এসব বলিনি ৷"

খবরে প্রকাশ, আদিলের সঙ্গে রাখির বিবাহ নিয়েও ফের ঝামেলা শুরু হয়েছে ৷ রাখি তাঁর স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, অন্য মহিলার সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর ৷ গতবছর 29 মে রাখি বিবাহ-বন্ধনে আবদ্ধ হন স্বামী আদিল দুরানির সঙ্গে ৷ এই বিয়ের জন্য় ইসলাম ধর্মও গ্রহণ করেন রাখি ৷ তখন অবশ্য় পুরো বিষয়ের কিছুই তিনি সেভাবে জানাননি ৷ এরপর তাঁদের বিবাহের কথা সামনে আসে গত মাসে ৷ রাখি তাঁদের বিয়ের কিছু ভিডিয়োও শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ এরই মাঝে তিনি এও জানান, বিয়ের জন্য় নিজের নামও বদলেছেন তিনি ৷ এটাই অবশ্য় রাখির প্রথম বৈবাহিক সম্পর্ক নয় ৷ এর আগে বিগ বস-এর 15তম মরশুমে মঞ্চে রিতেশকে তাঁর স্বামী বলে পরিচয় করিয়ে দেন ৷ সেই সম্পর্কও অবশ্য় দীর্ঘস্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: ভোরের আলোয় অন্য পায়েলকে চেনাবেন পরিচালক সায়ন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.