মুম্বই, 10 নভেম্বর: আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য একে অপরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শার্লিন চোপড়া এবং রাখি সাওয়ান্ত (Rakhi Sawant Sherlyn Chopra file cases against each other )৷ শার্লিনের অভিযোগের ভিত্তিতে, রাখি সাওয়ান্ত এবং আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভট্টের বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয়।
পুলিশের তরফে বলা হয়েছে, "অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে রাখি সাওয়ান্ত এবং আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভট্টের বিরুদ্ধে আইপিসি এবং আইটি আইনের একাধিক ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে । অভিনেত্রীর অভিযোগ, এই দুই তারকা একটি সাংবাদিক সম্মেলনের সময় তাঁর একটি আপত্তিকর ভিডিয়ো দেখিয়েছিলেন ৷ আর আপত্তিকর ভাষাও ব্যবহার করেছিলেন (Rakhi Sawant Sherlyn Chopra) ৷
আবার অন্যদিকে, অভিনেত্রী শার্লিন চোপড়ার বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় মামলা করেছেন রাখি সাওয়ান্তও । তাঁর অভিযোগ শার্লিন চোপড়া 6 নভেম্বর তাঁর ইউটিউব এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি ভিডিয়ো আপলোড করেছিলেন, যেখানে শার্লিন তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন এবং অশালীন ভাষা ব্যবহার করেছিলেন। ওশিওয়ারা পুলিশ আইপিসির 500, 504, 506 এবং 509 ধারায় মামলা নথিভুক্ত করে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: 'বহত খুবসুরত হো...' আসমনি পরীর সাজে ঝড় তুললেন চেতনা
এই মাসের শুরু থেকেই শার্লিন এবং রাখির মধ্য়ে এই বিতর্কের সূত্রপাত(Rakhi Sawant Sherlyn Chopra Controversy) ৷ রাখি তাঁর দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এও জানিয়েছেন শার্লিনের আপত্তিকর শব্দ ব্যবহার তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে ৷ কারণ তাঁর প্রেমিক তাঁকে এই নিয়ে প্রশ্ন করা শুরু করেছে ৷