ETV Bharat / entertainment

Lala Amarnath Biopic: 'ডানকি'র পর পর্দায় লালাজির গল্প নিয়ে আসছেন রাজকুমার - Lala Amarnath Biopic

লালা অমরনাথের ক্রিকেট জীবনের গল্প এবার পর্দায় নিয়ে আসতে চলেছেন রাজকুমার হিরানী ৷ জানা গিয়েছে, 'ডানকি' ছবির কাজ শেষ হলেই শুরু হবে এই ছবির কাজ(Rajkumar Hirani to make biopic of Lala Amarnath ) ৷

Etv Bharat
লালা অমরনাথের ক্রিকেট জীবনের গল্প এবার পর্দায় নিয়ে আসতে চলেছেন রাজকুমার হিরানী
author img

By

Published : Feb 11, 2023, 1:57 PM IST

Updated : Feb 11, 2023, 2:22 PM IST

মুম্বই, 11 ফেব্রুয়ারি: লালা অমরনাথের জীবনের গল্প এবার আসতে চলেছে রূপোলি পর্দায় ৷ এমএস ধোনি, কপিল দেব, সচিন তেণ্ডুলকর, মিতালী রাজের পর এবার লালাজীর জীবনী আসতে চলেছে পর্দায় ৷ নেপথ্য়ে থাকছেন রাজকুমার হিরানী ৷ পরিচালক রাজকুমার এর আগেও বায়োপিক বানিয়েছেন ৷ সঞ্জয় দত্তের জীবনীর উপর ভিত্তি করে তিনি তৈরি করেন 'সঞ্জু' ছবিটি ৷ আর এবার ক্রিকেটের এই কিংবদন্তির গল্প নিয়ে কাজ করতে চলেছেন তিনি ৷ সূত্রের খবর, অভিনেতা নির্বাচনের কাজ শুরু হয়েছে

এখন রাজকুমার ব্যস্ত শাহরুখের সঙ্গে তাঁর নতুন ছবির কাজ নিয়ে ৷ 'ডানকি' ছবির কাজ শেষ হলে তারপরেই এই ছবির কাজে হাত দেবেন পরিচালক ৷ ক্রিকেটের প্রথম দিকের কিংবদন্তিদের অন্যতম লালার জন্ম 1911 সালে ৷ দেশের হয়ে মাত্র 24টি টেস্টই খেলেছিলেন তিনি ৷ কারণ তখনও সেভাবে ক্রিকেটের স্বর্ণযুগ শুরু হয়নি ৷ তবে লালা 24টি টেস্টেই সংগ্রহ করেন 878 রান ৷ 1টি শতরান এবং 4টি অর্ধশতরানও করেছিলেন তিনি ৷ বল হাতে 45টি উইকেটও ছিল তাঁর (Rajkumar Hirani to Make The Biopic Of Lala Amarnath) ৷ এই সব কথাই উঠে আসবে পর্দায় ।

ক্রিকেটের গল্প তো থাকছেই তার সঙ্গে বিনোদনের রসদও থাকবে ভরপুর ৷ লালার গল্প নিয়ে এমনটাই জানাচ্ছে সূত্র ৷ পরিচালক তাঁর ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দেবেন ৷ লালা অমরনাথের অবদান ভারতীয় ক্রিকেটে অপরিসীম ৷ তিনি শুধু একজন ক্রিকেটার নন বরং ভারতীয় ক্রিকেটের সেই প্রথম যুগের ভগীরথদের একজন যাঁদের হাত ধরে ভারতীয় ক্রিকেট তার আজকের অবস্থানে পৌঁছেছে ৷

রাজকুমার হিরানী এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'ডানকি'র কাজ নিয়ে ৷ অভিবাসীদের গল্পকে ফুটিয়ে তুলবে এই ছবি ৷ এই ছবির জন্য প্রথমবার তিনি জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে ৷ আর কিং খানের বিপরীতে এই ছবিতে দেখাা যাবে তাপসী পান্নুকে ৷ শাহরুখ এখন বিপুল সাফল্য কুড়োচ্ছেন তাঁর নতুন ছবি 'পাঠান'-এর জন্য় ৷ তবে সিনে সমালোচকরা একইভাবে অপেক্ষা করে রয়েছেন তাঁর এই ছবিটির জন্যও ৷

আরও পড়ুন: জন্মদিনে 'মিমি ইন প্যারিস', দেখুন কী কী করছেন নেত্রী ?

মুম্বই, 11 ফেব্রুয়ারি: লালা অমরনাথের জীবনের গল্প এবার আসতে চলেছে রূপোলি পর্দায় ৷ এমএস ধোনি, কপিল দেব, সচিন তেণ্ডুলকর, মিতালী রাজের পর এবার লালাজীর জীবনী আসতে চলেছে পর্দায় ৷ নেপথ্য়ে থাকছেন রাজকুমার হিরানী ৷ পরিচালক রাজকুমার এর আগেও বায়োপিক বানিয়েছেন ৷ সঞ্জয় দত্তের জীবনীর উপর ভিত্তি করে তিনি তৈরি করেন 'সঞ্জু' ছবিটি ৷ আর এবার ক্রিকেটের এই কিংবদন্তির গল্প নিয়ে কাজ করতে চলেছেন তিনি ৷ সূত্রের খবর, অভিনেতা নির্বাচনের কাজ শুরু হয়েছে

এখন রাজকুমার ব্যস্ত শাহরুখের সঙ্গে তাঁর নতুন ছবির কাজ নিয়ে ৷ 'ডানকি' ছবির কাজ শেষ হলে তারপরেই এই ছবির কাজে হাত দেবেন পরিচালক ৷ ক্রিকেটের প্রথম দিকের কিংবদন্তিদের অন্যতম লালার জন্ম 1911 সালে ৷ দেশের হয়ে মাত্র 24টি টেস্টই খেলেছিলেন তিনি ৷ কারণ তখনও সেভাবে ক্রিকেটের স্বর্ণযুগ শুরু হয়নি ৷ তবে লালা 24টি টেস্টেই সংগ্রহ করেন 878 রান ৷ 1টি শতরান এবং 4টি অর্ধশতরানও করেছিলেন তিনি ৷ বল হাতে 45টি উইকেটও ছিল তাঁর (Rajkumar Hirani to Make The Biopic Of Lala Amarnath) ৷ এই সব কথাই উঠে আসবে পর্দায় ।

ক্রিকেটের গল্প তো থাকছেই তার সঙ্গে বিনোদনের রসদও থাকবে ভরপুর ৷ লালার গল্প নিয়ে এমনটাই জানাচ্ছে সূত্র ৷ পরিচালক তাঁর ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দেবেন ৷ লালা অমরনাথের অবদান ভারতীয় ক্রিকেটে অপরিসীম ৷ তিনি শুধু একজন ক্রিকেটার নন বরং ভারতীয় ক্রিকেটের সেই প্রথম যুগের ভগীরথদের একজন যাঁদের হাত ধরে ভারতীয় ক্রিকেট তার আজকের অবস্থানে পৌঁছেছে ৷

রাজকুমার হিরানী এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'ডানকি'র কাজ নিয়ে ৷ অভিবাসীদের গল্পকে ফুটিয়ে তুলবে এই ছবি ৷ এই ছবির জন্য প্রথমবার তিনি জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে ৷ আর কিং খানের বিপরীতে এই ছবিতে দেখাা যাবে তাপসী পান্নুকে ৷ শাহরুখ এখন বিপুল সাফল্য কুড়োচ্ছেন তাঁর নতুন ছবি 'পাঠান'-এর জন্য় ৷ তবে সিনে সমালোচকরা একইভাবে অপেক্ষা করে রয়েছেন তাঁর এই ছবিটির জন্যও ৷

আরও পড়ুন: জন্মদিনে 'মিমি ইন প্যারিস', দেখুন কী কী করছেন নেত্রী ?

Last Updated : Feb 11, 2023, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.