ETV Bharat / entertainment

'বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই না', 'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটলের মাঝে সাফ বার্তা রাজকুমারের - Rajkumar Hirani on SRK

Rajkumar Hirani on SRK: 'সালার' ও 'ডাঙ্কি'র বক্স অফিস সমর নিয়ে এখন উত্তাল গোটা দেশ ৷ শাহরুখ খানের ছবি ঠিক কতখানি পিছিয়ে রইল প্রভাসের ছবির থেকে তা দেখার জন্য় মুখিয়ে অনুরাগীরা ৷ তবে এসব নিয়ে মাথা ঘামিয়ে তিনি ছবি বানান না ৷ স্পষ্ট জানিয়ে দিলেন পরিচালক রাজকুমার হিরানি ৷

Shah Rukh Khan the most in Dunki
'সালার'-'ডাঙ্কি' বিগব্যাটেলের মাঝে সাফ বার্তা রাজকুমারের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 8:26 PM IST

মুম্বই, 30 ডিসেম্বর: প্রায় একইসঙ্গে মুক্তি পেয়েছিল প্রশান্ত নীলের তৈরি 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার' ও রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ৷ কিন্তু বক্স অফিসের লড়াইয়ে প্রভাসের ছবির তুলনায় এই মুহূর্তে অনেকটা পিছিয়ে পড়েছে শাহরুখ খানের 'ডাঙ্কি' ৷ গ্লোবালি এখন ক্রমশ 600 কোটির দিকে এগিয়ে চলেছে 'সালার' ৷ সেখানে 'ডাঙ্কি' 400 কোটি ছুঁতেই হিমশিম খাচ্ছে ৷ তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ পরিচালক রাজকুমার হিরানি ৷

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি পরিষ্কার বলেন, "বক্স অফিসের সাফল্যের কথা মাথায় রেখে আমি ছবি বানাই না ৷ আমি কমার্শিয়াল সাফল্য় চাই না এমন নয় ৷ কিন্তু যখনই আপনি এর ওপর খুব বেশি জোর দেবেন আপনার ছবিতে একধরণের রং লেগে যাবে ৷ তখন আপনি ভাবতে পারেন, আমার কাছে এই অভিনেতা আছে তাঁর ফ্যানেরা এই ধরনের ছবিতে তাঁকে দেখতে ভালোবাসেন ইত্যাদি ইত্যাদি ৷" আর এই কারণেই তিনি এসব নিয়ে মাথা ঘামাতে চান না ৷

তিনি এও বলেন, "মানুষের যে রকম প্রতিক্রিয়া দেখছি তাতে আমি বেশ খুশি ৷ কারণ তাঁরা অনেকেই বলছেন, আপনি যথেষ্ট সাহসী তাই এমন একটি সময়ে এই ধরনের ছবি বানাতে পেরেছেন ৷ বিশেষত সবাই যখন অ্যাকশন ভরপুর ছবি তৈরি করছেন তখন আপনি এমন একটা ছবি বানালেন যা গল্পের উপর নির্ভরশীল ৷"

রাজকুমারের ছবি নিয়ে মানুষের চাহিদা তো থাকেই ৷ তা নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ তাঁর মতে, দর্শকের চাহিদা তো থাকেই ৷ অনেকেই মনে করেন আগে যেমন ছবি রাজকুমার হিরানি বানিয়েছেন তেমনই সিনেমা বানান ৷ অথচ তিনি প্রতিটি ছবিতেই ঘরানা বদল করতে ভালোবাসেন ৷ আর তাই দর্শকের চাহিদা আজও কিছুটা ভয়েই থাকেন পরিচালক ৷

রাজকুমার এও জানান, এই ছবি নিয়ে তাঁর কোনও ভয় ছিল না ৷ কারণ তিনি জানেন ভারত একটা বিরাট দেশ ৷ আর এমন একটা দেশে সব ধরণের দর্শক আছে ৷ যেহেতু এই ছবি গল্পটা একেবারে আলাদা তাই ছবির কাহিনি তাঁকে ছুঁয়ে গিয়েছিল ৷ শাহরুখকে নিয়েও কথা বলেছেন রাজকুমার ৷ তিনি বলেন, "আমার ওঁর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে...শাহরুখের সঙ্গে আগে কাজ করিনি ৷ আমার ধারণা ছিল ও খুব ইমপ্রম্পটু অভিনেতা ৷ সেটে এসেই লাইনগুলো ঝালিয়ে নেয় ৷ কিন্তু আমি দেখলাম ওই সবথেকে বেশি মন দিয়ে রিহার্সাল করেছে ৷ বারবার আমাকে ফোন করে নিজের লাইনগুলো শুনিয়েছে ৷"

তিনি জানিয়েছেন, তাঁর পক্ষে সবচেয়ে কঠিন ছিল শাহরুখকে এমন একটি চরিত্র হিসাবে তুলে ধরা যে ইংরাজি বলতে পারে না ৷ কারণ বাকিরা সকলেই পঞ্জাব থেকে এসেছেন ৷ কিন্তু শাহরুখের ব্যাকগ্রাউন্ড একেবারে আলাদা ৷ তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই তাঁর জন্য় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৷

আরও পড়ুন:

  1. 500 কোটি পার করলেন প্রভাস, 'সালার' 'ডাঙ্কি' সম্মুখ সমরে কত পিছিয়ে শাহরুখ ?
  2. রহস্য রোমাঞ্চের জগতে একসঙ্গে পরম-শুভশ্রী, মুক্তি পেল 'ডক্টর বক্সি'র ট্রেলার
  3. বাংলার পর এবার ভারত জুড়ে 'কাবুলিওয়ালা' সাজে মন মাতাতে তৈরি মিঠুন

মুম্বই, 30 ডিসেম্বর: প্রায় একইসঙ্গে মুক্তি পেয়েছিল প্রশান্ত নীলের তৈরি 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার' ও রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ৷ কিন্তু বক্স অফিসের লড়াইয়ে প্রভাসের ছবির তুলনায় এই মুহূর্তে অনেকটা পিছিয়ে পড়েছে শাহরুখ খানের 'ডাঙ্কি' ৷ গ্লোবালি এখন ক্রমশ 600 কোটির দিকে এগিয়ে চলেছে 'সালার' ৷ সেখানে 'ডাঙ্কি' 400 কোটি ছুঁতেই হিমশিম খাচ্ছে ৷ তবে এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ পরিচালক রাজকুমার হিরানি ৷

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি পরিষ্কার বলেন, "বক্স অফিসের সাফল্যের কথা মাথায় রেখে আমি ছবি বানাই না ৷ আমি কমার্শিয়াল সাফল্য় চাই না এমন নয় ৷ কিন্তু যখনই আপনি এর ওপর খুব বেশি জোর দেবেন আপনার ছবিতে একধরণের রং লেগে যাবে ৷ তখন আপনি ভাবতে পারেন, আমার কাছে এই অভিনেতা আছে তাঁর ফ্যানেরা এই ধরনের ছবিতে তাঁকে দেখতে ভালোবাসেন ইত্যাদি ইত্যাদি ৷" আর এই কারণেই তিনি এসব নিয়ে মাথা ঘামাতে চান না ৷

তিনি এও বলেন, "মানুষের যে রকম প্রতিক্রিয়া দেখছি তাতে আমি বেশ খুশি ৷ কারণ তাঁরা অনেকেই বলছেন, আপনি যথেষ্ট সাহসী তাই এমন একটি সময়ে এই ধরনের ছবি বানাতে পেরেছেন ৷ বিশেষত সবাই যখন অ্যাকশন ভরপুর ছবি তৈরি করছেন তখন আপনি এমন একটা ছবি বানালেন যা গল্পের উপর নির্ভরশীল ৷"

রাজকুমারের ছবি নিয়ে মানুষের চাহিদা তো থাকেই ৷ তা নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ তাঁর মতে, দর্শকের চাহিদা তো থাকেই ৷ অনেকেই মনে করেন আগে যেমন ছবি রাজকুমার হিরানি বানিয়েছেন তেমনই সিনেমা বানান ৷ অথচ তিনি প্রতিটি ছবিতেই ঘরানা বদল করতে ভালোবাসেন ৷ আর তাই দর্শকের চাহিদা আজও কিছুটা ভয়েই থাকেন পরিচালক ৷

রাজকুমার এও জানান, এই ছবি নিয়ে তাঁর কোনও ভয় ছিল না ৷ কারণ তিনি জানেন ভারত একটা বিরাট দেশ ৷ আর এমন একটা দেশে সব ধরণের দর্শক আছে ৷ যেহেতু এই ছবি গল্পটা একেবারে আলাদা তাই ছবির কাহিনি তাঁকে ছুঁয়ে গিয়েছিল ৷ শাহরুখকে নিয়েও কথা বলেছেন রাজকুমার ৷ তিনি বলেন, "আমার ওঁর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে...শাহরুখের সঙ্গে আগে কাজ করিনি ৷ আমার ধারণা ছিল ও খুব ইমপ্রম্পটু অভিনেতা ৷ সেটে এসেই লাইনগুলো ঝালিয়ে নেয় ৷ কিন্তু আমি দেখলাম ওই সবথেকে বেশি মন দিয়ে রিহার্সাল করেছে ৷ বারবার আমাকে ফোন করে নিজের লাইনগুলো শুনিয়েছে ৷"

তিনি জানিয়েছেন, তাঁর পক্ষে সবচেয়ে কঠিন ছিল শাহরুখকে এমন একটি চরিত্র হিসাবে তুলে ধরা যে ইংরাজি বলতে পারে না ৷ কারণ বাকিরা সকলেই পঞ্জাব থেকে এসেছেন ৷ কিন্তু শাহরুখের ব্যাকগ্রাউন্ড একেবারে আলাদা ৷ তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই তাঁর জন্য় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৷

আরও পড়ুন:

  1. 500 কোটি পার করলেন প্রভাস, 'সালার' 'ডাঙ্কি' সম্মুখ সমরে কত পিছিয়ে শাহরুখ ?
  2. রহস্য রোমাঞ্চের জগতে একসঙ্গে পরম-শুভশ্রী, মুক্তি পেল 'ডক্টর বক্সি'র ট্রেলার
  3. বাংলার পর এবার ভারত জুড়ে 'কাবুলিওয়ালা' সাজে মন মাতাতে তৈরি মিঠুন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.