ETV Bharat / entertainment

Rajinikanth's Jailer: হিমালয় থেকে ফিরেই জেলরের সাফল্যের জন্য দারুণ পুরস্কার দেবেন রজনী - রজনীকান্ত

Rajinikanth to reward for the success of Jailer: হিমালয় থেকে ফিরে তাঁর সাম্প্রতিক ছবি জেলরের সাফল্যের জন্য কুশীলবদের দারুণ পুরস্কার দেবেন রজনীকান্ত ৷

Rajinikanth's Jailer
রজনীকান্ত
author img

By

Published : Aug 16, 2023, 7:08 PM IST

চেন্নাই, 16 অগস্ট: জেলর মুক্তির আগেই চলে গিয়েছিলেন হিমালয়ে ৷ তবে ফিরে এসে জেলরের কুশীলবদের দারুণ ট্রিট দেবেন রজনীকান্ত ৷ সৌজন্য জেলরের অভূতপূর্ব সাফল্য ৷

ভারতীয় সিনেমার স্টাইল আইকন রজনীকান্ত । এভারগ্রিন থ্যালাইভার অমোঘ আকর্ষণে গত 40 বছরেরও বেশি সময় ধরে বুঁদ সিনেপ্রেমীরা ৷ যখনই তাঁর একটি চলচ্চিত্র মুক্তি পায়, তখন সেই দিনটি সর্বত্র দীপাবলির মতো উদযাপন করা হয় দেশের বিভিন্ন প্রান্তে । তবে তাঁর সাম্প্রতিক চলচ্চিত্রগুলি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তাঁকে নিয়ে নানা চর্চা শুরু হয়েছিল ।

এই প্রেক্ষাপটেই সম্প্রতি মুক্তি পেয়েছে নেলসন পরিচালিত রজনীকান্তের জেলর । তারপর থেকেই সারা বিশ্বে বিপুল সমাদর পাচ্ছে এই ছবি । নেলসনের শেষ চলচ্চিত্র 'বিস্ট' মিশ্র সাড়া পেয়েছিল ৷ নেলসনের উপর তার প্রভাব পড়ে ৷ এই কারণে জেলরের পরিচালক পরিবর্তনের কথা উঠেছিল । কিন্তু রজনীকান্ত বলেছিলেন, "নেলসনের উচিত আমার পরবর্তী ছবি পরিচালনা করা ।" ভরসা রেখেছিলেন রজনীকান্ত ৷ আর সব বাধা অতিক্রম করে হিট ছবি উপহার দিয়েছেন নেলসন ।

আরও পড়ুন: দেশে 250 কোটি ছুঁতে চলল 'জেলর', সেঞ্চুরির দোরগোড়ায় অক্ষয়ের 'ওএমজি 2'

জেলর নেলসন এবং রজনীকান্ত উভয়ের জন্যই একটি বিশাল হিট । রজনীকান্তের ঘনিষ্ঠ সূত্রগুলি বলছে, এতে তিনি খুবই খুশি । ছবিটি মুক্তির আগেই হিমালয়ে চলে যান তিনি । প্রায় চার বছর পর তিনি হিমালয়ে গিয়েছেন । সেখানে তিনি মন্দির ও আশ্রমে যান এবং ধ্যান করেন ও যোগব্যায়াম করেন । তবে ডিস্ট্রিবিউটর ও থিয়েটার মালিকদের কাছে ডেকে প্রতিনিয়ত ছবিটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন । তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়া শুনে তিনি আনন্দিত । শুধু তাই নয়, জানা গিয়েছে যে তিনি শীঘ্রই চেন্নাই ফিরে আসবেন এবং তারপরে, তিনি সরাসরি ছবিতে কাজ করা অভিনেতা ও টেকনিশিয়ানদের সঙ্গে দেখা করবেন এবং ছবি তুলবেন ।

হিমালয়ে রজনীকান্ত জেলর সম্পর্কে জিজ্ঞাসা করেন বিভিন্ন লোককে । দরবার ও অন্নথা চলচ্চিত্রের ব্যর্থতায় নিরাশ হওয়ার পর, জেলরের সাফল্যে তিনি আবার উদ্যম ফিরে পেয়েছেন । রজনীরও নেলসনের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে ৷ কারণ তাঁর ছবি বিরাট সাফল্য পেয়েছে এবং চলচ্চিত্র শিল্পে রজনীর দীর্ঘ গৌরব বজায় রাখতে তাঁর এই সাফল্যের প্রয়োজন ছিল । রজনীকান্ত চেন্নাই ফেরার পর একটু অন্য রকম ভাবে আনন্দ প্রকাশ করতে চলেছেন বলে জানাচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা ।

চেন্নাই, 16 অগস্ট: জেলর মুক্তির আগেই চলে গিয়েছিলেন হিমালয়ে ৷ তবে ফিরে এসে জেলরের কুশীলবদের দারুণ ট্রিট দেবেন রজনীকান্ত ৷ সৌজন্য জেলরের অভূতপূর্ব সাফল্য ৷

ভারতীয় সিনেমার স্টাইল আইকন রজনীকান্ত । এভারগ্রিন থ্যালাইভার অমোঘ আকর্ষণে গত 40 বছরেরও বেশি সময় ধরে বুঁদ সিনেপ্রেমীরা ৷ যখনই তাঁর একটি চলচ্চিত্র মুক্তি পায়, তখন সেই দিনটি সর্বত্র দীপাবলির মতো উদযাপন করা হয় দেশের বিভিন্ন প্রান্তে । তবে তাঁর সাম্প্রতিক চলচ্চিত্রগুলি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তাঁকে নিয়ে নানা চর্চা শুরু হয়েছিল ।

এই প্রেক্ষাপটেই সম্প্রতি মুক্তি পেয়েছে নেলসন পরিচালিত রজনীকান্তের জেলর । তারপর থেকেই সারা বিশ্বে বিপুল সমাদর পাচ্ছে এই ছবি । নেলসনের শেষ চলচ্চিত্র 'বিস্ট' মিশ্র সাড়া পেয়েছিল ৷ নেলসনের উপর তার প্রভাব পড়ে ৷ এই কারণে জেলরের পরিচালক পরিবর্তনের কথা উঠেছিল । কিন্তু রজনীকান্ত বলেছিলেন, "নেলসনের উচিত আমার পরবর্তী ছবি পরিচালনা করা ।" ভরসা রেখেছিলেন রজনীকান্ত ৷ আর সব বাধা অতিক্রম করে হিট ছবি উপহার দিয়েছেন নেলসন ।

আরও পড়ুন: দেশে 250 কোটি ছুঁতে চলল 'জেলর', সেঞ্চুরির দোরগোড়ায় অক্ষয়ের 'ওএমজি 2'

জেলর নেলসন এবং রজনীকান্ত উভয়ের জন্যই একটি বিশাল হিট । রজনীকান্তের ঘনিষ্ঠ সূত্রগুলি বলছে, এতে তিনি খুবই খুশি । ছবিটি মুক্তির আগেই হিমালয়ে চলে যান তিনি । প্রায় চার বছর পর তিনি হিমালয়ে গিয়েছেন । সেখানে তিনি মন্দির ও আশ্রমে যান এবং ধ্যান করেন ও যোগব্যায়াম করেন । তবে ডিস্ট্রিবিউটর ও থিয়েটার মালিকদের কাছে ডেকে প্রতিনিয়ত ছবিটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন । তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়া শুনে তিনি আনন্দিত । শুধু তাই নয়, জানা গিয়েছে যে তিনি শীঘ্রই চেন্নাই ফিরে আসবেন এবং তারপরে, তিনি সরাসরি ছবিতে কাজ করা অভিনেতা ও টেকনিশিয়ানদের সঙ্গে দেখা করবেন এবং ছবি তুলবেন ।

হিমালয়ে রজনীকান্ত জেলর সম্পর্কে জিজ্ঞাসা করেন বিভিন্ন লোককে । দরবার ও অন্নথা চলচ্চিত্রের ব্যর্থতায় নিরাশ হওয়ার পর, জেলরের সাফল্যে তিনি আবার উদ্যম ফিরে পেয়েছেন । রজনীরও নেলসনের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে ৷ কারণ তাঁর ছবি বিরাট সাফল্য পেয়েছে এবং চলচ্চিত্র শিল্পে রজনীর দীর্ঘ গৌরব বজায় রাখতে তাঁর এই সাফল্যের প্রয়োজন ছিল । রজনীকান্ত চেন্নাই ফেরার পর একটু অন্য রকম ভাবে আনন্দ প্রকাশ করতে চলেছেন বলে জানাচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.