ETV Bharat / entertainment

Rajinikanth: 'বয়সে ছোট হলেও সবসময় যোগীদের পা ছুঁই, এটাই আমার রীতি', আদিত্যনাথকে প্রণাম বিতর্কে সরব রজনী

author img

By

Published : Aug 22, 2023, 2:52 PM IST

কেন পা ছুঁয়ে প্রণাম করলেন যোগী আদিত্যনাথকে? এই বিতর্কে অবশেষে মুখ খুললেন রজনীকান্ত ৷ জানালেন, যোগী বা সন্ন্যাসীদের ক্ষেত্রে বয়সটা তাঁর কাছে বড় নয় ৷ তিনি সবসময় তাঁদের পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করেন এটাই তাঁর রীতি ৷

Pic  Yogi Adityanath Twitter
আদিত্যনাথকে প্রণাম করা নিয়ে তৈরি বিতর্কে মুখ খুললেন রজনী

হায়দরাবাদ, 22 অগস্ট: সুপারস্টার রজনীকান্ত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে চর্চা এখন তুঙ্গে উঠেছে ৷ লখনউতে কয়েকদিন আগেই সাক্ষাৎ হয় দু'জনের ৷ সেখানেই যোগীর পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করেন রজনী আন্না ৷ আর সেই ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল সমালোচনা ৷ এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷

রজনীকান্ত চেন্নাইয়ে আসতেই তাঁকে এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় ৷ সংবাদমাধ্যমকে জবাব দিতে গিয়ে অভিনেতা জানান, তাঁর কাছে বয়সে বড় বা ছোট এটা কোনও বিষয় নয় ৷ সাধারণত সন্ন্যাসী বা যোগীদের পাঁ ছুঁয়ে তিনি তাঁদের সম্মান জানান ৷ এটাই তাঁর রীতি ৷ তিনি বলেন, "যদি তাঁরা বয়সে ছোটও হন তাতেও আমি সবসময় যোগী বা সন্ন্যাসীদের পা ছুঁয়ে প্রণাম করি ৷ আর তাঁদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি ৷"

রজনীর এই বিতর্কিত ছবিটি সামনে এসেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের হাত ধরেই ৷ একটি টুইটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবিটি শেয়ার করে লেখেন, "বিখ্যাত অভিনেতা রজনীকান্তের সঙ্গে আমার লখনউয়ের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ৷" অভিনেতার সঙ্গে বসে তাঁর 'জেলর' ছবিটিও দেখার কথা ছিল আদিত্যনাথের ৷ সেকথা নিজেই জানিয়েছিলেন রজনীকান্ত ৷

আরও পড়ুন: বডি শেমিং নিয়ে ট্রলড, সপাটে জবাব অভিনেত্রী স্বস্তিকার

অভিনয়ের কথা বলতে গেলে, অভিনেতার সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'জেলর' বেশ সাফল্য পেয়েছে ৷ রজনীকান্ত অনুরাগীদের খুশির প্রমাণ মিলেছে বক্স অফিস রিপোর্টেই ৷ প্রায় 500 কোটি টাকা ইতিমধ্যেই ঘরে তুলে ফেলেছেন নির্মাতারা ৷ নেলসন দীলিপ কুমার পরিচালিত এই ছবিতে রজনী আন্না ছাড়াও ছিলেন জ্যাকি শ্রফ এবং মোহনলালও ৷ বলিউডে এখন চলেছে গদর 2 ছবির দাপট ৷ যার জেরে ও মাই গড 2 এবং ঘুমর-এর মতো ছবির আয়েও বেশ প্রভাব পড়েছে ৷ তবে রজনীকান্তের ছবির ওপর এই দু'টি ছবির সাফল্যের বিন্দুমাত্র প্রভাব পড়েনি ৷ বরং নিজস্ব ঢঙেই ব্যাটিং করে চলেছেন তিনি ৷

হায়দরাবাদ, 22 অগস্ট: সুপারস্টার রজনীকান্ত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে চর্চা এখন তুঙ্গে উঠেছে ৷ লখনউতে কয়েকদিন আগেই সাক্ষাৎ হয় দু'জনের ৷ সেখানেই যোগীর পায়ে হাত দিয়ে তাঁকে প্রণাম করেন রজনী আন্না ৷ আর সেই ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল সমালোচনা ৷ এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷

রজনীকান্ত চেন্নাইয়ে আসতেই তাঁকে এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় ৷ সংবাদমাধ্যমকে জবাব দিতে গিয়ে অভিনেতা জানান, তাঁর কাছে বয়সে বড় বা ছোট এটা কোনও বিষয় নয় ৷ সাধারণত সন্ন্যাসী বা যোগীদের পাঁ ছুঁয়ে তিনি তাঁদের সম্মান জানান ৷ এটাই তাঁর রীতি ৷ তিনি বলেন, "যদি তাঁরা বয়সে ছোটও হন তাতেও আমি সবসময় যোগী বা সন্ন্যাসীদের পা ছুঁয়ে প্রণাম করি ৷ আর তাঁদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি ৷"

রজনীর এই বিতর্কিত ছবিটি সামনে এসেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের হাত ধরেই ৷ একটি টুইটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবিটি শেয়ার করে লেখেন, "বিখ্যাত অভিনেতা রজনীকান্তের সঙ্গে আমার লখনউয়ের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ৷" অভিনেতার সঙ্গে বসে তাঁর 'জেলর' ছবিটিও দেখার কথা ছিল আদিত্যনাথের ৷ সেকথা নিজেই জানিয়েছিলেন রজনীকান্ত ৷

আরও পড়ুন: বডি শেমিং নিয়ে ট্রলড, সপাটে জবাব অভিনেত্রী স্বস্তিকার

অভিনয়ের কথা বলতে গেলে, অভিনেতার সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'জেলর' বেশ সাফল্য পেয়েছে ৷ রজনীকান্ত অনুরাগীদের খুশির প্রমাণ মিলেছে বক্স অফিস রিপোর্টেই ৷ প্রায় 500 কোটি টাকা ইতিমধ্যেই ঘরে তুলে ফেলেছেন নির্মাতারা ৷ নেলসন দীলিপ কুমার পরিচালিত এই ছবিতে রজনী আন্না ছাড়াও ছিলেন জ্যাকি শ্রফ এবং মোহনলালও ৷ বলিউডে এখন চলেছে গদর 2 ছবির দাপট ৷ যার জেরে ও মাই গড 2 এবং ঘুমর-এর মতো ছবির আয়েও বেশ প্রভাব পড়েছে ৷ তবে রজনীকান্তের ছবির ওপর এই দু'টি ছবির সাফল্যের বিন্দুমাত্র প্রভাব পড়েনি ৷ বরং নিজস্ব ঢঙেই ব্যাটিং করে চলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.