হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: সুপারস্টার রজনীকান্ত এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ৷ 10 অগস্ট ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়েছে জেলার ৷ ছবি মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছে এই ছবি ৷ থালাইভার পাওয়ার প্যাকড পারফর্ম্যান্স প্রেক্ষাগৃহে ঝুলিয়েছে হাউসফুলের বোর্ড ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুসারে, শুধুমাত্র ভারতেই এই ছবির কালেকশন 328 কোটি টাকা ৷ মাত্র 22 দিনে গ্লোবালি জেলার ছবির ঝুলিতে এসেছে 650 কোটি টাকা ৷ বৃহস্পতিবার ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই সময়ে দাঁড়িয়ে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন রজনীকান্ত ৷
সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান একটি ছবি শেয়ার করেছেন ৷ যেখানে সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মরণের সঙ্গে দেখা গিয়েছে সুপারস্টার রজনীকান্তকে ৷ জানা গিয়েছে, সান গ্রুপের কর্ণধার তথা ছবির প্রযোজক কালানিথি থালাইভা রজনীকান্তকে একটি 100 কোটি টাকার চেক দিয়েছেন ৷ এই টাকাটা জেলার ছবির অতিরিক্ত যে আয় হয়েছে, তার থেকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এর আগে, ছবিতে কাজ করার জন্য রজনীকান্ত পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন 110 কোটি টাকা ৷ এবার পেলেন আরও 100 কোটি টাকা ৷ অর্থাৎ তাঁর মোট পারিশ্রমিক মূল্য দাঁড়াল 210 কোটি টাকা ৷ যে কারণেই ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় এক নম্বরে রয়েছেন সুপারস্টার থালাইভা ৷
-
Info coming in that, the envelope handed over by Kalanithi Maran to superstar #rajinikanth contains a single cheque amounting ₹1⃣0⃣0⃣ cr from City Union Bank, Mandaveli branch, Chennai.
— Manobala Vijayabalan (@ManobalaV) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
This is a #Jailer profit sharing cheque which is up & above the already paid… pic.twitter.com/I6TF6p4SvL
">Info coming in that, the envelope handed over by Kalanithi Maran to superstar #rajinikanth contains a single cheque amounting ₹1⃣0⃣0⃣ cr from City Union Bank, Mandaveli branch, Chennai.
— Manobala Vijayabalan (@ManobalaV) August 31, 2023
This is a #Jailer profit sharing cheque which is up & above the already paid… pic.twitter.com/I6TF6p4SvLInfo coming in that, the envelope handed over by Kalanithi Maran to superstar #rajinikanth contains a single cheque amounting ₹1⃣0⃣0⃣ cr from City Union Bank, Mandaveli branch, Chennai.
— Manobala Vijayabalan (@ManobalaV) August 31, 2023
This is a #Jailer profit sharing cheque which is up & above the already paid… pic.twitter.com/I6TF6p4SvL
শুধু তাই নয়, রয়েছে আরও চমক ৷ সান গ্রুপের প্রধান টাকার পাশাপাশি উপহার হিসাবে সুপারস্টারের হাতে তুলে দিয়েছেন ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ-গাড়ির চাবি ৷ 31 অগস্ট রাতে বিএমডব্লিউ এক্স সেভেন গাড়ির চাবি তুলে দেওয়া হয় রজনীকান্তের হাতে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
-
BREAKING:
— Manobala Vijayabalan (@ManobalaV) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kalanithi Maran gifts BMW X7 to superstar #Rajinikanth for the historic #Jailer success.pic.twitter.com/8IDGmFo2KV
||#600CrJailer||
">BREAKING:
— Manobala Vijayabalan (@ManobalaV) September 1, 2023
Kalanithi Maran gifts BMW X7 to superstar #Rajinikanth for the historic #Jailer success.pic.twitter.com/8IDGmFo2KV
||#600CrJailer||BREAKING:
— Manobala Vijayabalan (@ManobalaV) September 1, 2023
Kalanithi Maran gifts BMW X7 to superstar #Rajinikanth for the historic #Jailer success.pic.twitter.com/8IDGmFo2KV
||#600CrJailer||
আরও পড়ুন: রজনীর ছবির গানে নাচে মত্ত জাপানের রাষ্ট্রদূত, ভাইরাল ভিডিয়ো
অন্যদিকে, মনোবালা বিজয়াবালান পরিচালক নেলশন দিলীপকুমারের জেলার ছবির এই সাফল্যকে তুলনা করেছেন বিজয় অভিনীত বিস্ট ছবির সঙ্গে ৷ তিনি লিখেছেন, "অন্যদিকে, বিজয় অভিনীত বিস্ট বক্সঅফিসে ফ্লপ হয়েছে ৷ বিস্ট মুক্তির পর কোনও চেক অভিনেতা বিজয়কে দেওয়া হয়নি ৷ কিন্তু রজনীকান্ত জেলার ছবির সাফল্যের পর প্রফিট শেয়ার করেছেন 100 কোটি টাকার ৷ সত্যিকারের সাফল্য কী, তা প্রমাণ হয় এইভাবেই ৷ পাশাপাশি এটাও প্রমাণিত যে, নেলসন কীভাবে ছবির জগতে অসাধারণ কামব্যাক করেছেন ৷ একই পরিচালক কিন্তু ফলাফল ভিন্ন ৷"