চেন্নাই, 22 অগস্ট: অবশেষে শুরু হল পরিচালক নেলসন দিলীপ কুমারের বহু প্রতিক্ষীত ছবি 'জেলার'-এর শ্যুটিং ৷ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী কিংবদন্তি রজনীকান্ত (Jailer First Look)৷ সোমবার শুরু হল এই ছবির কাজ ৷ একইসঙ্গে ছবিতে রজনী আন্নার লুক ঠিক কেমন হতে চলেছে তাও সামনে এনেছেন নির্মাতারা ৷ প্রসঙ্গত এটি এই সুপারস্টারের 169তম ছবি (Rajinikanth begins shoot for 169th film)৷
সোমবার প্রযোজনা সংস্থা সান পিকচার্স জানিয়েছে, "জেলার আজ তার অ্যাকশন শুরু করল !" রজনীকে এখানে দেখা গিয়েছে তাঁর একেবারে পরিচিত দৃপ্ত মেজাজে ৷ তাঁর গম্ভীর চেহারাই তাঁর চরিত্রের কাঠিন্যের আভাস বহন করছে ৷ আর তাঁর ব্যাকগ্রাউন্ডে যে ঘরটিকে দেখানো হয়েছে তাতেও ফুটে উঠেছে কারাগারের সেলের হালকা আভাস (Rajinikanth Jailer First Look)৷
ছবির শ্যুটিং শুরুর কথা রবিবার রাতেই ঘোষণা করেছেন পরিচালক নেলসন (Rajinikanth film with Nelson Delipkumar) ৷ টুইটারে রজনী অনুরাগীদের এই সুখবর দিয়ে তিনি লেখেন, "জেলার ভারারু" অর্থাৎ জেলার আসছে ৷ সূত্রের খবর অনুযায়ী, আপাতত শহরের একটি থানায় শ্যুটিং করছেন তিনি ৷ কানাঘুষো এও শোনা গিয়েছে যে এই ছবির নায়িকা হিসাবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ৷ যদিও তিনি এখনও এই বিষয়ে মুখ খোলেননি ৷
আরও পড়ুন: শুরু হল পুষ্পরাজের গল্পের পরবর্তী অধ্যায়ের শ্যুটিং
এই মুহূর্তে এই ছবির জন্য একমাত্র যিনি রাজি হয়েছেন তিনি হলেন অভিনেত্রী রাম্যা কৃষ্ণান ৷ তিনি একটি সংবাদ মাধ্যমকে এও জানিয়েছেন, তিনি গত 10 অগস্ট থেকে এই ছবির কাজ শুরু করেছেন ৷ এছাড়া সুপরিচিত স্টাইলিস্ট আলিম হাকিমকেও বুক করা হচ্ছে এই ছবির জন্য ৷ রজনীর এই নতুন ছবি কবে পর্দায় আসছে তা অবশ্য় জানা যায়নি ৷ তবে এ কথা ঠিক যে এই ছবি নিয়ে আগ্রহ এখন তুঙ্গে ৷