ETV Bharat / entertainment

Rajamouli on Ray Stevenson: রে স্টিভেনসনের অকাল প্রয়াণে শোকাহত রাজামৌলি

রে স্টিভেনসনের প্রয়াণে মর্মাহত তাঁর 'আরআরআর' ছবির পরিচালক এসএস রাজামৌলি ৷ মাত্র 58 বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা ।

Rajamouli on Ray Stevenson
রে স্টিভেনসনের প্রয়াণে মর্মাহত এসএস রাজামৌলি
author img

By

Published : May 23, 2023, 10:23 AM IST

হায়দরাবাদ, 23 মে: প্রয়াত 'নাতু নাতু' গানের জন্য অস্কার জয়ী 'আরআরআর' ছবির অভিনেতা রে স্টিভেনসন ৷ রবিবার মাত্র 58 বছর বয়সে ইতালিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী ৷ রাজামৌলির ছবিতে অভিনেতা কাজ করেছিলেন দোর্দণ্ডপ্রতাপ নেগেটিভ চরিত্রে ৷ যদিও সারা বিশ্ব জুড়ে আগে থেকেই তিনি অত্যন্ত সুপরিচিত নাম ৷ তবে সম্প্রতি 'আরআরআর' তাঁকে ভারতের সিনে অনুরাগীদের আরও কাছের মানুষ করে তুলেছে ৷ তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া ৷ শোকস্তব্ধ এসএস রাজামৌলিও ৷

সোমবার গভীর রাতে আরআরআর টিমের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও অভিনেতার উদ্দেশ্যে শোকজ্ঞাপন করা হয় ৷ টিমের তরফে এদিন লেখা হয়, "গোটা টিমের জন্যই একটা বিষাদময় খবর ৷ চির শান্তিতে বিশ্রাম নিন রে স্টিভেনসন ৷ আপনি সর্বদা আমাদের হৃদয়ের মনিকোঠায় থাকবেন স্যার স্কট ৷"

  • What shocking news for all of us on the team! 💔

    Rest in peace, Ray Stevenson.

    You will stay in our hearts forever, SIR SCOTT. pic.twitter.com/YRlB6iYLFi

    — RRR Movie (@RRRMovie) May 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজামৌলিও মঙ্গলবার শোকজ্ঞাপন করেছেন প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে ৷ তিনি মঙ্গলবার টুইটে লেখেন,"মর্মান্তিক...এখনও খবরটা বিশ্বাসই করতেই পারছি না ৷ রে সেটে যে শক্তি এবং প্রাণবন্ততা নিয়ে আসতেন তা সকলের মধ্যে ছড়িয়ে পড়ত ৷ তাঁর সঙ্গে কাজ করার আনন্দটা একেবারে নির্মল ৷ তাঁর পরিবারের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ৷ তাঁর আত্মা যেন চির শান্তি লাভ করে ৷ "

মার্কিন সংবাদ সংস্থা ডেডলাইনের মতে, স্টিভেনসন কেরিয়ার শুরু করেছিলেন নয়ের দশকের শুরুর দিকে ৷ তাঁর জন্ম 1964 সালে নর্দান আয়ারল্যান্ডের লিসবার্নে ৷ হেলেনা বোনহাম কার্টারের সঙ্গে প্রথমবার পর্দায় এসেছিলেন তিনি ৷ সেই প্রজেক্টটির নাম ছিল 'দ্য থিয়োরি অফ ফ্লাইট' ৷ এরপর 2004 সালে 'কিং আর্থার'-এর মতো ছবিতে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল ৷

  • Shocking... Just can't believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.

    My prayers are with his family. May his soul rest in peace. pic.twitter.com/HytFxHLyZD

    — rajamouli ss (@ssrajamouli) May 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু 'কিং আর্থার' নয় লেক্সি আলেকজান্ডারের তৈরি 'পানিশার: দ্য থর', 'দ্য বুক অফ এলি' , অ্যাডাম ম্যাকের 'দ্য আদার গাইস'-এর মতো জনপ্রিয় কাজ গুলিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ 'পানিশার: দ্য থর' ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ভলসট্যাগ ৷ আর অন্যদিকে ওথিয়ার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন 'ভাইকিংস'-এ ৷ মৃত্যুর আগে ডিজনির আসন্ন অ্যাকশন অ্যাডভেঞ্চার সিরিজ 'অশোকা, এ স্পিন অফ দ্য ম্যান্ডালোরিয়ান'-তেও কাজ করছিলেন তিনি ৷

আরও পড়ুন: অতিরিক্ত মাদক সেবনই কি কাল হল? স্প্লিটসভিলা খ্যাত আদিত্যর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

হায়দরাবাদ, 23 মে: প্রয়াত 'নাতু নাতু' গানের জন্য অস্কার জয়ী 'আরআরআর' ছবির অভিনেতা রে স্টিভেনসন ৷ রবিবার মাত্র 58 বছর বয়সে ইতালিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী ৷ রাজামৌলির ছবিতে অভিনেতা কাজ করেছিলেন দোর্দণ্ডপ্রতাপ নেগেটিভ চরিত্রে ৷ যদিও সারা বিশ্ব জুড়ে আগে থেকেই তিনি অত্যন্ত সুপরিচিত নাম ৷ তবে সম্প্রতি 'আরআরআর' তাঁকে ভারতের সিনে অনুরাগীদের আরও কাছের মানুষ করে তুলেছে ৷ তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া ৷ শোকস্তব্ধ এসএস রাজামৌলিও ৷

সোমবার গভীর রাতে আরআরআর টিমের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও অভিনেতার উদ্দেশ্যে শোকজ্ঞাপন করা হয় ৷ টিমের তরফে এদিন লেখা হয়, "গোটা টিমের জন্যই একটা বিষাদময় খবর ৷ চির শান্তিতে বিশ্রাম নিন রে স্টিভেনসন ৷ আপনি সর্বদা আমাদের হৃদয়ের মনিকোঠায় থাকবেন স্যার স্কট ৷"

  • What shocking news for all of us on the team! 💔

    Rest in peace, Ray Stevenson.

    You will stay in our hearts forever, SIR SCOTT. pic.twitter.com/YRlB6iYLFi

    — RRR Movie (@RRRMovie) May 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজামৌলিও মঙ্গলবার শোকজ্ঞাপন করেছেন প্রয়াত অভিনেতার উদ্দেশ্যে ৷ তিনি মঙ্গলবার টুইটে লেখেন,"মর্মান্তিক...এখনও খবরটা বিশ্বাসই করতেই পারছি না ৷ রে সেটে যে শক্তি এবং প্রাণবন্ততা নিয়ে আসতেন তা সকলের মধ্যে ছড়িয়ে পড়ত ৷ তাঁর সঙ্গে কাজ করার আনন্দটা একেবারে নির্মল ৷ তাঁর পরিবারের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ৷ তাঁর আত্মা যেন চির শান্তি লাভ করে ৷ "

মার্কিন সংবাদ সংস্থা ডেডলাইনের মতে, স্টিভেনসন কেরিয়ার শুরু করেছিলেন নয়ের দশকের শুরুর দিকে ৷ তাঁর জন্ম 1964 সালে নর্দান আয়ারল্যান্ডের লিসবার্নে ৷ হেলেনা বোনহাম কার্টারের সঙ্গে প্রথমবার পর্দায় এসেছিলেন তিনি ৷ সেই প্রজেক্টটির নাম ছিল 'দ্য থিয়োরি অফ ফ্লাইট' ৷ এরপর 2004 সালে 'কিং আর্থার'-এর মতো ছবিতে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল ৷

  • Shocking... Just can't believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.

    My prayers are with his family. May his soul rest in peace. pic.twitter.com/HytFxHLyZD

    — rajamouli ss (@ssrajamouli) May 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু 'কিং আর্থার' নয় লেক্সি আলেকজান্ডারের তৈরি 'পানিশার: দ্য থর', 'দ্য বুক অফ এলি' , অ্যাডাম ম্যাকের 'দ্য আদার গাইস'-এর মতো জনপ্রিয় কাজ গুলিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ 'পানিশার: দ্য থর' ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ভলসট্যাগ ৷ আর অন্যদিকে ওথিয়ার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন 'ভাইকিংস'-এ ৷ মৃত্যুর আগে ডিজনির আসন্ন অ্যাকশন অ্যাডভেঞ্চার সিরিজ 'অশোকা, এ স্পিন অফ দ্য ম্যান্ডালোরিয়ান'-তেও কাজ করছিলেন তিনি ৷

আরও পড়ুন: অতিরিক্ত মাদক সেবনই কি কাল হল? স্প্লিটসভিলা খ্যাত আদিত্যর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.