ETV Bharat / entertainment

Raja Chanda New Film: 'বিয়ে বিভ্রাট ছবির কোনায় কোনায় প্রেম ছুটছে', জানালেন রাজা চন্দ - Raja Chanda on His New Film

নতুন বাংলা ছবি 'বিয়ে বিভ্রাট' নিয়ে মুখ খুললেন পরিচালক রাজা চন্দ ৷ 14 জুলাই মুক্তি পাবে এই ছবি ৷

Raja Chanda  New Film
বিয়ে বিভ্রাট ছবি নিয়ে মুখ খুললেন রাজা চন্দ
author img

By

Published : Jun 10, 2023, 8:27 PM IST

কলকাতা, 10 জুন: পরমব্রত চট্টোপাধ্যায়ের লেখনীতে পরিচালক রাজা চন্দ বানালেন তাঁর নতুন বাংলা ছবি 'বিয়ে বিভ্রাট' । শুক্রবার সামনে এসেছে এই ছবির পোস্টার ৷ পোস্টারে রয়েছেন আবির চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং নায়িকা লহমা ভট্টাচার্য ৷ তিনজনকেই দেখা গিয়েছে বিয়ের পোশাকে ৷ আবির-পরমের পরনে রয়েছে ধুতি এবং পঞ্জাবি ৷ চোখে চশমা, মুখে মোটাসোটা গোঁফ, মাথায় টোপর এবং গলায় মালা মিলিয়ে পরমের গোবেচারা লুকটি রীতিমতো নজর কেড়েছে ৷ নজর কেড়েছে আবিরের অবতারও ৷ এবার ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক রাজা চন্দ ৷

ইটিভি ভারতের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয় 'বিয়ে বিভ্রাট' কি ত্রিকোণ প্রেমের ছবি? তিনি বলেন, "শুধু ত্রিকোণ প্রেম নয় । এই ছবিতে প্রেম কোনে কোনে ছুটছে। কোনায় কোনায় প্রেম রয়েছে। ছবির শুটিং হয়েছে কলকাতায়।" ছবিতে লহমা ভট্টাচার্য রয়েছেন নায়িকার ভূমিকায় । তাঁর লুকও বেশ নজর কেড়েছে ৷ কনের সাজে লাল টুকটুকে বেনারসি শাড়িতে ক্যামেরাের সামনে এসেছেন তিনি ৷ এই চরিত্রের জন্য কি এরকম নতুন মুখই খুঁজেছিলেন? রাজা চন্দ বলেন, "যাকে দেখলে মিষ্টি মনে হবে কিন্তু ভিতরে একটা আগ্নেয়গিরি আছে সেরকম একজনকে খুঁজছিলাম এই চরিত্রের জন্য। লহমা তেমনই একজন। তাই নেওয়া ।"

এই ছবিতে হাসিই যে হতে চলেছে মন জয়ের ফরমুলা তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ যদিও গল্প নিয়ে তেমন কিছুই সামনে আসেনি ৷ ছবির শ্য়ুটিং শেষ হয়েছিল গত বছরই ৷ সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন লহমাও ৷ ছবিতে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও ৷ তবে স্বস্তিকাকে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে ৷ 14 জুলাই মুক্তি পাবে 'বিয়ে বিভ্রাট'৷

আরও পড়ুন: সুদীপ্ত সেনের পরিচালনায় রূপোলি পর্দায় সাহারা কর্তা সুব্রত রায়ের গল্প

এই ধরনের ছবি মানুষকে রোজকার টেনশন থেকে বেশ খানিক্ষণ হলেও দূরে রাখে। এ বছরে পরবর্তী প্ল্যান কি আছে এরকম কিছু আপনার? পরিচালক বলেন, "প্রচুর প্ল্যান আছে। প্ল্যানচেট নিয়েও ছবি আসছে 'চন্দ্রবিন্দু'। মাথায় গিজগিজ করছে আরও অনেক কিছু। দেখা যাক কবে এগোতে পারি।"

কলকাতা, 10 জুন: পরমব্রত চট্টোপাধ্যায়ের লেখনীতে পরিচালক রাজা চন্দ বানালেন তাঁর নতুন বাংলা ছবি 'বিয়ে বিভ্রাট' । শুক্রবার সামনে এসেছে এই ছবির পোস্টার ৷ পোস্টারে রয়েছেন আবির চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং নায়িকা লহমা ভট্টাচার্য ৷ তিনজনকেই দেখা গিয়েছে বিয়ের পোশাকে ৷ আবির-পরমের পরনে রয়েছে ধুতি এবং পঞ্জাবি ৷ চোখে চশমা, মুখে মোটাসোটা গোঁফ, মাথায় টোপর এবং গলায় মালা মিলিয়ে পরমের গোবেচারা লুকটি রীতিমতো নজর কেড়েছে ৷ নজর কেড়েছে আবিরের অবতারও ৷ এবার ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক রাজা চন্দ ৷

ইটিভি ভারতের তরফে তাঁর কাছে জানতে চাওয়া হয় 'বিয়ে বিভ্রাট' কি ত্রিকোণ প্রেমের ছবি? তিনি বলেন, "শুধু ত্রিকোণ প্রেম নয় । এই ছবিতে প্রেম কোনে কোনে ছুটছে। কোনায় কোনায় প্রেম রয়েছে। ছবির শুটিং হয়েছে কলকাতায়।" ছবিতে লহমা ভট্টাচার্য রয়েছেন নায়িকার ভূমিকায় । তাঁর লুকও বেশ নজর কেড়েছে ৷ কনের সাজে লাল টুকটুকে বেনারসি শাড়িতে ক্যামেরাের সামনে এসেছেন তিনি ৷ এই চরিত্রের জন্য কি এরকম নতুন মুখই খুঁজেছিলেন? রাজা চন্দ বলেন, "যাকে দেখলে মিষ্টি মনে হবে কিন্তু ভিতরে একটা আগ্নেয়গিরি আছে সেরকম একজনকে খুঁজছিলাম এই চরিত্রের জন্য। লহমা তেমনই একজন। তাই নেওয়া ।"

এই ছবিতে হাসিই যে হতে চলেছে মন জয়ের ফরমুলা তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ যদিও গল্প নিয়ে তেমন কিছুই সামনে আসেনি ৷ ছবির শ্য়ুটিং শেষ হয়েছিল গত বছরই ৷ সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন লহমাও ৷ ছবিতে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও ৷ তবে স্বস্তিকাকে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে ৷ 14 জুলাই মুক্তি পাবে 'বিয়ে বিভ্রাট'৷

আরও পড়ুন: সুদীপ্ত সেনের পরিচালনায় রূপোলি পর্দায় সাহারা কর্তা সুব্রত রায়ের গল্প

এই ধরনের ছবি মানুষকে রোজকার টেনশন থেকে বেশ খানিক্ষণ হলেও দূরে রাখে। এ বছরে পরবর্তী প্ল্যান কি আছে এরকম কিছু আপনার? পরিচালক বলেন, "প্রচুর প্ল্যান আছে। প্ল্যানচেট নিয়েও ছবি আসছে 'চন্দ্রবিন্দু'। মাথায় গিজগিজ করছে আরও অনেক কিছু। দেখা যাক কবে এগোতে পারি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.