ETV Bharat / entertainment

Raj Kundra Pornography Case: শিল্পা-পতির বিরুদ্ধে চার্জশিট পেশ, কী বলছেন রাজের আইনজীবী? - Raj Kundras Advocate Reaction on Charge sheet

অশ্লীল ভিডিয়ো তৈরি সংক্রান্ত মামলায় রাজ কুন্দ্রা-সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে মুম্বই সাইবার ক্রাইম বিভাগ ৷ এবার এই নিয়ে মুখ খুললেন মূল অভিযুক্ত রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল(Raj Kundra Pornography Case) ৷ প্রশান্ত জানিয়েছেন, তাঁরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন এবং আদালত থেকে চার্জশিটের অনুলিপি সংগ্রহ করবেন(Raj Kundras Advocate Reaction on Charge sheet) ৷

Raj Kundra Pornography Case
শিল্পা-পতির বিরুদ্ধে চার্জশিট পেশ, কী বলছেন রাজের আইনজীবী?
author img

By

Published : Nov 22, 2022, 12:09 PM IST

মুম্বই,22 নভেম্বর: অশ্লীল ভিডিয়ো তৈরি সংক্রান্ত মামলায় রাজ কুন্দ্রা-সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ৷ এবার এই নিয়ে মুখ খুললেন মূল অভিযুক্ত রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল ৷ প্রশান্ত জানিয়েছেন, তাঁরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন এবং আদালত থেকে চার্জশিটের অনুলিপি সংগ্রহ করবেন ৷ অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে এর আগেই এই মামলায় গ্রেফতার করেছিল পুলিশ ৷ পরে তিনি জামিন পান । অবশেষে এবার চার্জশিট দাখিল করল মুম্বই সাইবার ক্রাইম বিভাগ(Charge sheet on Raj Kundra Pornography Case) ৷

চার্জশিটে বলা হয়েছে, এই অশ্লীল ভিডিয়োগুলি মুম্বই শহরতলির দুটি পাঁচতারা হোটেলে শুট করা হয়েছিল ৷ এরপর সেগুলি টাকার বিনিময়ে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে ছড়িয়ে দেওয়া হয় ৷ এই মামালায় মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 450 পৃষ্ঠার যে চার্জশিট দাখিল করেছে তাতে নাম রয়েছে রাজ কুন্দ্রার ৷ মুম্বই পুলিশ চার্জশিটে জানিয়েছে, ব্যবসায়ী রাজ কুন্দ্রা, মডেল শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে, চলচ্চিত্র নির্মাতা মিতা ঝুনঝুনওয়ালা এবং একজন ক্যামেরাম্যান এই কাণ্ডে সরাসরি যুক্ত ৷ প্রত্য়েকেই এই কাণ্ডে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন (Raj Kundras Advocate Reaction on Charge sheet)৷

আরও পড়ুন: বাবা এবং মায়ের সঙ্গে জন্মদিন উদযাপন কার্তিকের

এর আগে পর্নোগ্রাফিক সিনেমা তৈরির অভিযোগে 2021-এর 19 জুলাই রাজ কুন্দ্রা-সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছিল ৷ ইডির তরফে অভিযোগ করা হয়েছিল, কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড নামের একটি কোম্পানি তৈরি করা হয় 2019 সালে ৷ সামনে আসে 'হটশটস' নামের একটি অ্যাপও ৷ এই অ্যাপটি পরে ব্রিটেনের কেনরিন কোম্পানিকে বেচে দিয়েছিলেন রাজ কুন্দ্রা ৷

প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের এই কোম্পানির সিইও ছিল প্রদীপ বক্সি রাজের শ্যালক ৷ এরপর হটশট অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজ কেনরিন-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন ৷ অভিযোগ ভিয়ান-এর 13টি অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছিল ৷ 20 সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট 50 হাজার টাকার জমানতে কুন্দ্রাকে জামিন দেয় ৷ যদিও রাজ তাঁর বিরুদ্ধ আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

মুম্বই,22 নভেম্বর: অশ্লীল ভিডিয়ো তৈরি সংক্রান্ত মামলায় রাজ কুন্দ্রা-সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ৷ এবার এই নিয়ে মুখ খুললেন মূল অভিযুক্ত রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল ৷ প্রশান্ত জানিয়েছেন, তাঁরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন এবং আদালত থেকে চার্জশিটের অনুলিপি সংগ্রহ করবেন ৷ অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে এর আগেই এই মামলায় গ্রেফতার করেছিল পুলিশ ৷ পরে তিনি জামিন পান । অবশেষে এবার চার্জশিট দাখিল করল মুম্বই সাইবার ক্রাইম বিভাগ(Charge sheet on Raj Kundra Pornography Case) ৷

চার্জশিটে বলা হয়েছে, এই অশ্লীল ভিডিয়োগুলি মুম্বই শহরতলির দুটি পাঁচতারা হোটেলে শুট করা হয়েছিল ৷ এরপর সেগুলি টাকার বিনিময়ে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে ছড়িয়ে দেওয়া হয় ৷ এই মামালায় মুম্বই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 450 পৃষ্ঠার যে চার্জশিট দাখিল করেছে তাতে নাম রয়েছে রাজ কুন্দ্রার ৷ মুম্বই পুলিশ চার্জশিটে জানিয়েছে, ব্যবসায়ী রাজ কুন্দ্রা, মডেল শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে, চলচ্চিত্র নির্মাতা মিতা ঝুনঝুনওয়ালা এবং একজন ক্যামেরাম্যান এই কাণ্ডে সরাসরি যুক্ত ৷ প্রত্য়েকেই এই কাণ্ডে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন (Raj Kundras Advocate Reaction on Charge sheet)৷

আরও পড়ুন: বাবা এবং মায়ের সঙ্গে জন্মদিন উদযাপন কার্তিকের

এর আগে পর্নোগ্রাফিক সিনেমা তৈরির অভিযোগে 2021-এর 19 জুলাই রাজ কুন্দ্রা-সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছিল ৷ ইডির তরফে অভিযোগ করা হয়েছিল, কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া লিমিটেড নামের একটি কোম্পানি তৈরি করা হয় 2019 সালে ৷ সামনে আসে 'হটশটস' নামের একটি অ্যাপও ৷ এই অ্যাপটি পরে ব্রিটেনের কেনরিন কোম্পানিকে বেচে দিয়েছিলেন রাজ কুন্দ্রা ৷

প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের এই কোম্পানির সিইও ছিল প্রদীপ বক্সি রাজের শ্যালক ৷ এরপর হটশট অ্যাপের রক্ষণাবেক্ষণের জন্য কুন্দ্রার কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিজ কেনরিন-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন ৷ অভিযোগ ভিয়ান-এর 13টি অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছিল ৷ 20 সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট 50 হাজার টাকার জমানতে কুন্দ্রাকে জামিন দেয় ৷ যদিও রাজ তাঁর বিরুদ্ধ আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.