ETV Bharat / entertainment

Raj Kundra Separated Post: 'আমরা আলাদা হয়ে গিয়েছি'- শিল্পার সঙ্গে বিচ্ছেদ নাকি প্রোমোশনাল স্ট্র্যাটেজি রাজের ? - ইউটি69 ট্রেলার

ফের একবার সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন রাজ কুন্দ্রা ৷ স্ত্রী শিল্পার সঙ্গে একটি ছবি সোশাল মিডিয়ায় দিয়ে তিনি জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ এই পোস্ট সামনে আসতেই শিল্পার সঙ্গে রাজের সম্পর্কের অবনতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে ৷

Etv Bharat
শিল্পার সঙ্গে রাজের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 1:06 PM IST

Updated : Oct 20, 2023, 1:31 PM IST

হায়দরাবাদ, 20 অক্টোবর: বিচ্ছেদ হতে চলেছে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার ! সোশাল মিডিয়ায় সম্প্রতি এমনই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে রাজ কুন্দ্রা সোশাল অ্যাকাউন্ট এক্স (টুইটার)-এ জানিয়েছেন, শিল্পার সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে তাঁর ৷ অনেক অনুরাগীরা এই খবরে আশাহত হলেও অনেকে আবার এটাকে ছবি প্রোমোশনের স্ট্র্যাটেজি বলেই মনে করছে।

  • We have separated and kindly request you to give us time during this difficult period 🙏💔

    — Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ লিখেছেন, "আমরা আলাদা হয়ে গিয়েছে ৷ দয়া করে আমাদের এই কঠিন পরিস্থিতিতে সময় দিন, পাশে থাকুন ৷" এক্স হ্যান্ডেলের পাশাপাশি ইন্সটাগ্রাম স্টোরিতেও এই ম্যাসেজ শেয়ার করেছেন ৷ খবর প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে অনুরাগীদের থেকে ৷ অনেকেই ধরে নিয়েছেন ডিভোর্স হতে চলেছে রাজ-শিল্পার। আবার কেউ গভীরভাবে শোকাহত এই খবর জানতে পেরে ৷ আবার অনেকে মনে করছেন রাজের পরবর্তী ছবি ইউটি69 ছবির প্রোমোশনের জন্য এই ধরনের পোস্ট করেছেন অভিনেতা ৷ কেউ কেউ মনে করছেন, এখানে 'আমরা সেপারেটেড' মানে এতদিন রাজ যে মাস্ক পরে ঘুরে বেড়াত তাকে বিদায় জানানো হিসাবে একথা বলেছেন ৷ শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক অটুট রয়েছে ৷ যদিও অভিনেত্রী এমন কোনও পোস্ট নিজের সোশাল হ্যান্ডেলে করেননি ৷

  • Come on. Lame gimmick..

    — Amit Karn (@amitkarn99) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাজ অভিনীত ছবি ইউটি69-এর ট্রেলার ৷ কেমন ছিব রাজের জেল জীবন, কি হয়েছিল, কীভাবে হয়েছিল, সেই সব কিছু তুলে ধরতেই এই ছবি ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে রাজ কুন্দ্রাকেই ৷ পর্নোগ্রাফি মামলায় 2021 সালে পুলিশের হাতে গ্রেফতার হন রাজ ৷ মুম্বইয়ের আর্থার রোড জেলে তিনি প্রায় 2 মাস কাটিয়েছেন ৷ তারপর তিনি জামিন পেয়ে বাইরে আসেন ৷ তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয় ৷ তারমধ্য তথ্যপ্রযুক্তি আইন ভঙ্গ থেকে শুরু করে নারীদের অশালীন পরিস্থিতিতে উপস্থাপনার মতো একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ যদিও রাজের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিজের বক্তব্য ও সেই পরিস্থিতি, পরিবারের অবস্থা, সেই লড়াই ধরা পড়বে রাজের আপকামিং ছবি ইউটি 69- এ ৷ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে 3 নভেম্বর ৷ রাজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ছবির বানানোর কথা রাজ যখন শোনান শিল্পাকে তখন রাজি না হলেও পরবর্তী সময়ে, পাশে থাকেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: বিগ বস 17-এ সলমনের সঙ্গে এক মঞ্চে কঙ্গনা

হায়দরাবাদ, 20 অক্টোবর: বিচ্ছেদ হতে চলেছে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার ! সোশাল মিডিয়ায় সম্প্রতি এমনই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে রাজ কুন্দ্রা সোশাল অ্যাকাউন্ট এক্স (টুইটার)-এ জানিয়েছেন, শিল্পার সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে তাঁর ৷ অনেক অনুরাগীরা এই খবরে আশাহত হলেও অনেকে আবার এটাকে ছবি প্রোমোশনের স্ট্র্যাটেজি বলেই মনে করছে।

  • We have separated and kindly request you to give us time during this difficult period 🙏💔

    — Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ লিখেছেন, "আমরা আলাদা হয়ে গিয়েছে ৷ দয়া করে আমাদের এই কঠিন পরিস্থিতিতে সময় দিন, পাশে থাকুন ৷" এক্স হ্যান্ডেলের পাশাপাশি ইন্সটাগ্রাম স্টোরিতেও এই ম্যাসেজ শেয়ার করেছেন ৷ খবর প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে অনুরাগীদের থেকে ৷ অনেকেই ধরে নিয়েছেন ডিভোর্স হতে চলেছে রাজ-শিল্পার। আবার কেউ গভীরভাবে শোকাহত এই খবর জানতে পেরে ৷ আবার অনেকে মনে করছেন রাজের পরবর্তী ছবি ইউটি69 ছবির প্রোমোশনের জন্য এই ধরনের পোস্ট করেছেন অভিনেতা ৷ কেউ কেউ মনে করছেন, এখানে 'আমরা সেপারেটেড' মানে এতদিন রাজ যে মাস্ক পরে ঘুরে বেড়াত তাকে বিদায় জানানো হিসাবে একথা বলেছেন ৷ শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক অটুট রয়েছে ৷ যদিও অভিনেত্রী এমন কোনও পোস্ট নিজের সোশাল হ্যান্ডেলে করেননি ৷

  • Come on. Lame gimmick..

    — Amit Karn (@amitkarn99) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাজ অভিনীত ছবি ইউটি69-এর ট্রেলার ৷ কেমন ছিব রাজের জেল জীবন, কি হয়েছিল, কীভাবে হয়েছিল, সেই সব কিছু তুলে ধরতেই এই ছবি ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে রাজ কুন্দ্রাকেই ৷ পর্নোগ্রাফি মামলায় 2021 সালে পুলিশের হাতে গ্রেফতার হন রাজ ৷ মুম্বইয়ের আর্থার রোড জেলে তিনি প্রায় 2 মাস কাটিয়েছেন ৷ তারপর তিনি জামিন পেয়ে বাইরে আসেন ৷ তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয় ৷ তারমধ্য তথ্যপ্রযুক্তি আইন ভঙ্গ থেকে শুরু করে নারীদের অশালীন পরিস্থিতিতে উপস্থাপনার মতো একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ যদিও রাজের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিজের বক্তব্য ও সেই পরিস্থিতি, পরিবারের অবস্থা, সেই লড়াই ধরা পড়বে রাজের আপকামিং ছবি ইউটি 69- এ ৷ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে 3 নভেম্বর ৷ রাজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ছবির বানানোর কথা রাজ যখন শোনান শিল্পাকে তখন রাজি না হলেও পরবর্তী সময়ে, পাশে থাকেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: বিগ বস 17-এ সলমনের সঙ্গে এক মঞ্চে কঙ্গনা

Last Updated : Oct 20, 2023, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.