কলকাতা, 4 মার্চ: রাজ চক্রবর্তী মাঝেমধ্যেই ছেলের সঙ্গে নতুন নতুন ছবি শেয়ার করে থাকেন সোশাল মিডিয়ায় ৷ এমনই বাবার সঙ্গে শ্যুটিংয়ের সেটেও মাঝেমাঝেই হাজির হয় ছোট্ট ইউভান ৷ রাজ চক্রবর্তী পরিচালিত আসন্ন প্রজেক্ট 'আবার প্রলয়'-এর সেট থেকেও সামনে এসেছে এমনই কিছু ছবি ৷ এর আগেই দেখা গিয়েছিল পরিচালকের চেয়ারে বাবার জায়গায় বসেছে ইউভান ৷ শুধু তাই নয় মাইক্রোফোন হাতে তাঁকে নির্দেশ দেওয়ার ভঙ্গিতেও দেখা গিয়েছিল ৷ সেই ছবিগুলি বেশ মন কেড়েছিল দর্শকদের ৷ এবার শনিবারও সামনে এল তেমনই কিছু ছবি (Raj Subhashree Pics With Yuvaan) ৷
ইনস্টাগ্রামে রাজ আজ যে ছবিগুলি শেয়ার করেছেন তার একটিতে ধরা পড়েছে বাবা ছেলের একটি অত্যন্ত স্নেহের একটি মুহূর্ত ৷ অন্য আরেকটি ছবিতে ইউভানকে দেখা গিয়েছে মা শুভশ্রীর কোলে ৷ আর তৃতীয় ছবিতে দেখা গিয়েছে বাবার হেডফোন ইউভানের কানে ৷ শনিবার সকাল সকাল এমন ছবি দেখে রবি ঠাকুরের সেই অমোঘ লাইনটি মনে পড়ে যাবে অনেকেরই, 'যেদিন হব বাবার মতো বড়' ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: শুটিং করতে উপত্যকায়, আলিয়া যেন কাশ্মির কি কালি
অন্যদিকে রাজের এখন ব্যস্ত তাঁর 'আবার প্রলয়'-এর শ্য়ুটিং নিয়ে ৷ এর আগে বক্স অফিসে বেশ শোরগোল ফেলেছিল 'প্রলয় আসছে' ৷ এবার গল্পের এই নতুন পর্ব কেমন মন জয় করতে পারে দর্শকদের সেটাই দেখার ৷ এই প্রজেক্টের সঙ্গেও অবশ্য জড়িয়ে রয়েছেন শুভশ্রী ৷ কারণ তিনি এখানে সামলাবেন প্রযোজনার দায়িত্ব ৷