ETV Bharat / entertainment

Abar Proloy First Look: মারকাটারি শাশ্বত, আবার প্রলয়ের টিজার প্রকাশ রাজের

আবার প্রলয়ের প্রথম ঝলক প্রকাশ করলেন রাজ চক্রবর্তী ৷ এই টিজারে শাশ্বত চট্টোপাধ্যায়ের মারকাটারি অ্যাকশন তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের ৷

Abar Proloy First Look
Abar Proloy First Look
author img

By

Published : Jun 30, 2023, 7:52 PM IST

Updated : Jun 30, 2023, 8:04 PM IST

কলকাতা, 30 জুন: ঝড়ের পূর্বাভাস ছিলই ৷ তুফানের আভাস কবে মিলবে, তার দিনক্ষণও জানা গিয়েছিল আগেই ৷ সেই মতোই 'আবার প্রলয়' হাজির হল তার প্রথম ঝলক নিয়ে ৷ প্রকাশিত হল রাজ চক্রবর্তী পরিচালিত নয়া সিরিজের ফার্স্ট লুক ৷ যা দেখে দর্শকরা বেশ বুঝতে পারছেন যে, এই ঝড়ের তাণ্ডব মারাত্মক হতে চলেছে ৷

রাজ গতকালই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছিলেন যে, 30 জুন, অর্থাৎ আজ প্রকাশ পাবে আবার প্রলয়ের টিজার ৷ তিনি এই ঘোষণার জন্য সিরিজের যে পোস্টারটি পোস্ট করেছিলেন, তাতে অস্পষ্ট হলেও বোঝা গিয়েছে সিরিজের মূল চরিত্র শাশ্বত চট্টোপাধ্যায়ের লুক ৷ তাঁর পরনে ছিল লেদার জ্যাকেট আর জিন্স, পায়ে ভারী বুট আর চোখে কালো চশমা ৷ আর তা দেখেই দর্শকদের মনে আশার সঞ্চার হয়েছিল ৷ তাঁদের নিরাশ হতে হয়নি টিজার প্রকাশ্যে আসার পর ৷

আরও পড়ুন: আসছে আবার প্রলয় টিজারমুক্তির দিনক্ষণ জানালেন পরিচালক

পূর্ব ঘোষণা মতোই শুক্রবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে আবার প্রলয়ের ফার্স্ট লুক প্রকাশ করেন রাজ চক্রবর্তী ৷ 2.06 মিনিটের টিজার একেবারে মারমার-কাটকাট ৷ ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ইনস্পেক্টর অনিমেষ দত্ত এ বার পা রেখেছেন সুন্দরবনে ৷ টিজারের শুরুতেই তা স্পষ্ট করে দেওয়া হয় ৷ এরপর আর চোখের পলক ফেলা যায়নি ৷ একের পর এক অ্যাকশন দৃশ্যে চোখ ধাধিয়ে দিয়েছেন শাশ্বত ৷ টিজার থেকে জানা যায়, নারী পাচারের মতো অপরাধ রুখতে সুন্দরবনে পাঠানো হয়েছে অনিমেষ দত্তকে ৷ টিজারে ঋত্বিককে দেখা গিয়েছে সাধুবাবার বেশে ৷

খুব শিগগিরই জি ফাইভ ওটিটি'তে আসবে 'আবার প্রলয়' ৷ যদিও এর মুক্তির দিনক্ষণ এখনও জানা যায়নি ৷ এই সিরিজে শাশ্বত ছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সোহিনী সেনগুপ্তের মতো তারকারা ৷ উল্লেখ্য, এই সিরিজ দিয়েই প্রযোজনায় অভিষেক ঘটতে চলেছে রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৷

প্রসঙ্গত, এর আগে 'প্রলয়' ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছিল ৷ 2013 সালে মুক্তি পায় রাজ চক্রবর্তীর এই এপিক থ্রিলার ৷

কলকাতা, 30 জুন: ঝড়ের পূর্বাভাস ছিলই ৷ তুফানের আভাস কবে মিলবে, তার দিনক্ষণও জানা গিয়েছিল আগেই ৷ সেই মতোই 'আবার প্রলয়' হাজির হল তার প্রথম ঝলক নিয়ে ৷ প্রকাশিত হল রাজ চক্রবর্তী পরিচালিত নয়া সিরিজের ফার্স্ট লুক ৷ যা দেখে দর্শকরা বেশ বুঝতে পারছেন যে, এই ঝড়ের তাণ্ডব মারাত্মক হতে চলেছে ৷

রাজ গতকালই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছিলেন যে, 30 জুন, অর্থাৎ আজ প্রকাশ পাবে আবার প্রলয়ের টিজার ৷ তিনি এই ঘোষণার জন্য সিরিজের যে পোস্টারটি পোস্ট করেছিলেন, তাতে অস্পষ্ট হলেও বোঝা গিয়েছে সিরিজের মূল চরিত্র শাশ্বত চট্টোপাধ্যায়ের লুক ৷ তাঁর পরনে ছিল লেদার জ্যাকেট আর জিন্স, পায়ে ভারী বুট আর চোখে কালো চশমা ৷ আর তা দেখেই দর্শকদের মনে আশার সঞ্চার হয়েছিল ৷ তাঁদের নিরাশ হতে হয়নি টিজার প্রকাশ্যে আসার পর ৷

আরও পড়ুন: আসছে আবার প্রলয় টিজারমুক্তির দিনক্ষণ জানালেন পরিচালক

পূর্ব ঘোষণা মতোই শুক্রবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে আবার প্রলয়ের ফার্স্ট লুক প্রকাশ করেন রাজ চক্রবর্তী ৷ 2.06 মিনিটের টিজার একেবারে মারমার-কাটকাট ৷ ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ইনস্পেক্টর অনিমেষ দত্ত এ বার পা রেখেছেন সুন্দরবনে ৷ টিজারের শুরুতেই তা স্পষ্ট করে দেওয়া হয় ৷ এরপর আর চোখের পলক ফেলা যায়নি ৷ একের পর এক অ্যাকশন দৃশ্যে চোখ ধাধিয়ে দিয়েছেন শাশ্বত ৷ টিজার থেকে জানা যায়, নারী পাচারের মতো অপরাধ রুখতে সুন্দরবনে পাঠানো হয়েছে অনিমেষ দত্তকে ৷ টিজারে ঋত্বিককে দেখা গিয়েছে সাধুবাবার বেশে ৷

খুব শিগগিরই জি ফাইভ ওটিটি'তে আসবে 'আবার প্রলয়' ৷ যদিও এর মুক্তির দিনক্ষণ এখনও জানা যায়নি ৷ এই সিরিজে শাশ্বত ছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সোহিনী সেনগুপ্তের মতো তারকারা ৷ উল্লেখ্য, এই সিরিজ দিয়েই প্রযোজনায় অভিষেক ঘটতে চলেছে রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৷

প্রসঙ্গত, এর আগে 'প্রলয়' ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছিল ৷ 2013 সালে মুক্তি পায় রাজ চক্রবর্তীর এই এপিক থ্রিলার ৷

Last Updated : Jun 30, 2023, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.