ETV Bharat / entertainment

RagNeeti Wedding: চোখে জল পরিণীতির, মেয়ের বিদায়ে আবেগঘন চোপড়া পরিবার - বিদায় বেলায় চোখে জল পরিণীতির

বিদায়বেলায় চোখের জলে ভাসলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ৷ তাঁর সঙ্গে আবেগী হয়ে পড়লেন গোটা পরিবারও ৷ সোমবার সকালেই সামনে এসেছিল রাগনীতির বিয়ের প্রথম ঝলক ৷ মালা বদলের ছবি সোশালে শেয়ার করেছিলেন এই তারকা জুটি ৷

RagNeeti Wedding
বিদায় বেলায় চোখের জলে ভাসলেন পরিণীতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 4:10 PM IST

উদয়পুর, 25 সেপ্টেম্বর: বলিতারকা পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা রবিবার বাঁধা পড়েছেন বিবাহ বন্ধনে ৷ উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয় তাঁদের বিবাহের অনুষ্ঠান ৷ সোশালে মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল বিয়ের নানান ছবি ৷ আর এবার সামনে এল পরিণীতি চোপড়ার 'বিদায়ী' অনুষ্ঠান সংক্রান্ত কিছু খবরাখবর ৷ এই একটি মুহূর্তে আবেগে ভেঙে পড়েন যে কোনও দৃঢ় মনের নারীও ৷ নিজের ঘর ছেড়ে আগামী জীবনের জন্য় স্বামীর ঘরে গিয়ে নতুন সংসার শুরু করা ৷ কথাটা শুনতে সহজ হলেও বিষয়টা যে ভীষণ কঠিন সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ আর তাই সেই বিদায় বেলায় চোখ তো ছলছল করে ওঠেই ৷

ব্যতিক্রম হয়নি পরিণীতির ক্ষেত্রেও ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী 'ইশকজাদে' খ্যাত অভিনেত্রীও এদিন চোখের জল ধরে রাখতে পারেননি ৷ আর তাঁর চোখে জল দেখে আবেগ সামলাতে পারেননি পরিবারের বাকিরাও ৷ ফলতো স্বাভাবিকভাবেই ভারী হয়ে ওঠে পরিবেশ ৷ সোমবার সকালেই অবশ্য তাঁর বিবাহের ছবি সোশালে শেয়ার করেন পরিণীতি ৷ এক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রমী হলেন তিনি ৷

সাধারণত বিয়ের দিন রাতেই ছবি শেয়ার করে থাকেন তারকারা ৷ ক্যাটরিনা থেকে আলিয়া সবার ক্ষেত্রেই মান্যতা পেয়েছে একই নিয়ম ৷ তবে এখানেও ছক ভাঙলেন পরিণীতি-রাঘব ৷ তাঁরা ছবি শেয়ার করেন সোমবার সকালে ৷ অভিনেত্রী এই বিশেষ দিনের জন্য় বেছে নিয়েছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা ৷ আর সঙ্গে ছিল মানানসই অলংকারের সাজ ৷ অন্যদিকে রাজকীয় বেশে ক্যামেরার সামনে ধরা দিলেন রাঘব চাড্ডাও ৷

আরও পড়ুন: বিয়ের ছবি পোস্ট করলেন 'রাগনীতি', কেমন লাগছে বরকনে কে?

এই বিবাহের সাক্ষী হতে রবিবারই উদয়পুরে পৌঁছন মনীশ মালহোত্রা, সানিয়া মির্জা এবং হরভজন সিংয়ের মতো তারকারা ৷ বিয়েতে উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও ৷ সব মিলিয়ে বেশ রাজকীয় স্টাইলে সাত পাকে বাঁধা পড়লেন রাগনীতি ৷

উদয়পুর, 25 সেপ্টেম্বর: বলিতারকা পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা রবিবার বাঁধা পড়েছেন বিবাহ বন্ধনে ৷ উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয় তাঁদের বিবাহের অনুষ্ঠান ৷ সোশালে মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল বিয়ের নানান ছবি ৷ আর এবার সামনে এল পরিণীতি চোপড়ার 'বিদায়ী' অনুষ্ঠান সংক্রান্ত কিছু খবরাখবর ৷ এই একটি মুহূর্তে আবেগে ভেঙে পড়েন যে কোনও দৃঢ় মনের নারীও ৷ নিজের ঘর ছেড়ে আগামী জীবনের জন্য় স্বামীর ঘরে গিয়ে নতুন সংসার শুরু করা ৷ কথাটা শুনতে সহজ হলেও বিষয়টা যে ভীষণ কঠিন সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ আর তাই সেই বিদায় বেলায় চোখ তো ছলছল করে ওঠেই ৷

ব্যতিক্রম হয়নি পরিণীতির ক্ষেত্রেও ৷ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী 'ইশকজাদে' খ্যাত অভিনেত্রীও এদিন চোখের জল ধরে রাখতে পারেননি ৷ আর তাঁর চোখে জল দেখে আবেগ সামলাতে পারেননি পরিবারের বাকিরাও ৷ ফলতো স্বাভাবিকভাবেই ভারী হয়ে ওঠে পরিবেশ ৷ সোমবার সকালেই অবশ্য তাঁর বিবাহের ছবি সোশালে শেয়ার করেন পরিণীতি ৷ এক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রমী হলেন তিনি ৷

সাধারণত বিয়ের দিন রাতেই ছবি শেয়ার করে থাকেন তারকারা ৷ ক্যাটরিনা থেকে আলিয়া সবার ক্ষেত্রেই মান্যতা পেয়েছে একই নিয়ম ৷ তবে এখানেও ছক ভাঙলেন পরিণীতি-রাঘব ৷ তাঁরা ছবি শেয়ার করেন সোমবার সকালে ৷ অভিনেত্রী এই বিশেষ দিনের জন্য় বেছে নিয়েছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা ৷ আর সঙ্গে ছিল মানানসই অলংকারের সাজ ৷ অন্যদিকে রাজকীয় বেশে ক্যামেরার সামনে ধরা দিলেন রাঘব চাড্ডাও ৷

আরও পড়ুন: বিয়ের ছবি পোস্ট করলেন 'রাগনীতি', কেমন লাগছে বরকনে কে?

এই বিবাহের সাক্ষী হতে রবিবারই উদয়পুরে পৌঁছন মনীশ মালহোত্রা, সানিয়া মির্জা এবং হরভজন সিংয়ের মতো তারকারা ৷ বিয়েতে উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও ৷ সব মিলিয়ে বেশ রাজকীয় স্টাইলে সাত পাকে বাঁধা পড়লেন রাগনীতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.