কলকাতা, 4 জুলাই: 'দিদি নম্বর ওয়ান'-এর দৌলতে এখন তিনি সারা বাংলার দিদি । তাঁর হাসিতে নাকি জাদু আছে । সেই জাদুতে লুকিয়ে মন ভালো রাখার মন্ত্র। এমনটাই দাবি অনুরাগীদের ৷ সম্প্রতি 500 পর্ব পার করল 'দিদি নম্বর ওয়ান'। কিন্তু এরই মধ্যে অনুরাগীদের জন্য খানিকটা মন খারাপের কথাও শোনালেন রচনা। বিনোদন দুনিয়ায় পদার্পণ 1993 সালে। বাংলা সহ হিন্দি, তামিল, তেলুগু, ওড়িয়া, কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন । এহেন নায়িকাকে আর দেখা যাবে না বড়পর্দায় ৷ কিন্তু কেন? সে কথাই জানালেন ইটিভি ভারতকে।
একটা সময় প্রসেনজিৎ-রচনার জুটি ছিল সুপারহিট ৷ প্রায় 35টি ছবিতে তিনি অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে । 'সূর্যবংশম' ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও । আবার উপেন্দ্র এবং চিরঞ্জীবীর সঙ্গে তিনি অভিনয় করেন দক্ষিণ ভারতীয় ছবিতেও । মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলার পাশাপাশি ওড়িয়া ছবি 'কুরুক্ষেত্র'তে অভিনয় করেন। তাঁর সাম্প্রতিক বাংলা ছবির মধ্যে রয়েছে 'রামধনু' এবং 'বৌদি ডট কম' । এরপরে আর কোনও ছবিতেই অভিনয় করতে দেখা যায়নি বিগ বির নায়িকাকে । কেন?
সম্প্রতি সামনে এল অভিনেত্রীর কিছু নতুন বিউটি প্রোডাক্ট ৷ সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, "আমি আর অভিনয় করবই না । প্রশ্নই আসে না । সময়ই নেই এখন । আমি তো এখন বিজনেস ওম্যান হয়ে গিয়েছি । শাড়ি আর বিউটি প্রোডাক্ট নিয়ে এখন বেজায় ব্যস্ত । এই দু'টো আর দিদি নম্বর ওয়ান আমার জীবনের অনেকটা সময় নিচ্ছে তাই অভিনয় আর নয় । দিদি নম্বর ওয়ান আমাকে যা ভালোবাসা দিয়েছে তাতে আমি সমৃদ্ধ ।"
আরও পড়ুন: 'কেন বিয়ে করব?', ফ্যানের প্রশ্নে অকপট মিম
বাংলা ছবিতে তাঁকে আর পাওয়া যাবে না শুনে নিশ্চয়ই অনুরাগীদের মন খারাপ হবে ৷ শেষ দু'টি ছবিতেই কিন্তু তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল ৷ 'রামধনু' ছবিতেও তাঁর চরিত্রটি সমাজকে সচেতনত করার ভার নিয়েছিল ৷ এরপর 'বৌদি ডট কম' ছবিতেও নজর কেড়েছিলেন তিনি ৷ তবে এবার থেকে যে তাঁকে অন্যভাবেই দেখা যাবে তা একপ্রকার স্পষ্ট।