মুম্বই, 13 মে: অজয় দেবগণের সঙ্গে এই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন আর মাধবন ৷ খবর অনুযায়ী, দৃশ্য়ম খ্যাত এই অভিনেতা তাঁর আসন্ন সুপার ন্য়াচারাল থ্রিলারে জুটি বাঁধবেন মাধবনের সঙ্গে ৷ ছবিটির পরিচালনা করতে চলেছেন বিকাশ বহাল ৷ যদিও ছবির নাম এখনও সামনে আনেনি নির্মাতারা ৷
ছবির গল্প নিয়েও মুখ খোলেননি নির্মাতারা । তবে সূত্র থেকে এটুকু জানা গিয়েছে যে অলৌকিক আবহের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এই কাহিনি ৷ বিকাশ এর আগে বানিয়েছেন 'সুপার 30', 'চিল্লার পার্টি', 'ক্যুইন', 'গুডবাই'-এর মতো জনপ্রিয় ছবি ৷ এর মধ্য়ে বেশ কয়েকটি ছবি বেশ সফলও হয়েছে বক্স অফিসে ৷ বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে 'গনপথ' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বিকাশ । এরপর তিনি বানাতে চলেছেন তাঁর এই প্রজেক্টটি ৷
অজয় এবং মাধবন ছাড়া ছবির আর কোনও অভিনেতা বা অভিনেত্রীর নাম অবশ্য় এখনও সামনে আসেনি ৷ তবে খবর অনুযায়ী আাগামী জুন মাসেই ছবির শ্য়ুটিংয়ের কাজ শুরু করে দেবেন নির্মাতারা ৷ ছবিটি মূলত মুম্বই এবং মুসৌরিতে শ্যুট করার কথা ৷ তবে খবর অনুযায়ী বেশ কিছুদিনের শ্য়ুটিং রয়েছে বিদেশেও ৷ যার জেরে লন্ডন যেতে হতে পারে ছবির ইউনিটকে ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে অজয় দেবগণ নিজেই ৷ আর তাঁর সঙ্গে হাত মেলাবেন অভিষেক পাঠক এবং কুমার মঙ্গত পাঠকও ৷
-
R MADHAVAN JOINS AJAY DEVGN FOR SUPERNATURAL THRILLER… #RMadhavan will share screen space for the first time with #AjayDevgn in #PanoramaStudios’ supernatural thriller, directed by #VikasBahl… The film - not titled yet - will go on floors in June 2023 and will be extensively… pic.twitter.com/KDOPGWxB2L
— taran adarsh (@taran_adarsh) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">R MADHAVAN JOINS AJAY DEVGN FOR SUPERNATURAL THRILLER… #RMadhavan will share screen space for the first time with #AjayDevgn in #PanoramaStudios’ supernatural thriller, directed by #VikasBahl… The film - not titled yet - will go on floors in June 2023 and will be extensively… pic.twitter.com/KDOPGWxB2L
— taran adarsh (@taran_adarsh) May 13, 2023R MADHAVAN JOINS AJAY DEVGN FOR SUPERNATURAL THRILLER… #RMadhavan will share screen space for the first time with #AjayDevgn in #PanoramaStudios’ supernatural thriller, directed by #VikasBahl… The film - not titled yet - will go on floors in June 2023 and will be extensively… pic.twitter.com/KDOPGWxB2L
— taran adarsh (@taran_adarsh) May 13, 2023
'দৃশ্যম 2' এবং 'ভোলা' ছবি 'ব্যাক টু ব্যাক' বক্স অফিস সাফল্যের পর অজয় আগামী দিনে পর্দায় ফিরতে চলেছেন ময়দান ছবির হাত ধরে ৷ 23 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ অন্য়দিকে, আর মাধবনকে শেষ দেখা গিয়েছে 'রকেট্রি' ছবিতে ৷ তাঁর এই ছবির জন্যও বেশ প্রশংসা কুড়িয়েছিলেন মাধবন ৷ এখন অজয়ের সঙ্গে কেমন জমে তাঁর রসায়ন সেটাই দেখার ৷
আরও পড়ুন: অসুস্থতার জেরে হাসপাতালে নন্দিতা রায়, ছুটি পেতে পারেন মঙ্গলবার