ETV Bharat / entertainment

Pushpa 2 Teaser Out: পর্দার শ্রীবল্লীর জন্মদিনে নিখোঁজ পুষ্পা, মুক্তি পেল ছবির পরবর্তী পর্বের টিজার - Pushpa 2 Teaser Out

রশ্মিকার জন্মদিনে শ্রীবল্লীর নতুন লুকের পাশাপাশি নয় 'পুষ্পা: দ্য় রাইজ' ছবির পরবর্তী পর্বের টিজারও শেয়ার করলেন নির্মাতারা ৷

Pushpa 2 Teaser Out
রশ্মিকার জন্মদিনে পুষ্পা 2 ছবির টিজার শেয়ার করলেন নির্মাতারা
author img

By

Published : Apr 5, 2023, 12:13 PM IST

হায়দরাবাদ, 5 এপ্রিল: রশ্মিকার জন্মদিনে শুধু শ্রীবল্লীর লুকই নয় 'পুষ্পা: দ্য় রুল' ছবির টিজারও শেয়ার করলেন নির্মাতারা ৷ এই ছবির প্রথম পর্বের বিপুল সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে ৷ আর সেই আগ্রহই আরও খানিকটা বাড়িয়ে দিল টিম পুষ্পা ৷ বুধবার পর্দার শ্রীবল্লীর 27তম জন্মদিনেই সুকুমার পরিচালিত এই ছবির প্রথম ঝলক সামনে এল অবশেষে ৷

টিজারে এদিন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন নির্মাতারা ৷ সোশাল মিডিয়ায় ছবির ঝলক শেয়ার করে তাঁরা লিখেছেন, "পুষ্পা কোথায়? খোঁজ শীঘ্রই শেষ হবে ৷ শাসনের আগে খোঁজ শেষ হবে 7 এপ্রিল বিকেল 4.05-এ ৷" অর্থাৎ 7 এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনের একদিন আগেই আসতে চলেছে আরও একটি বড় চমক ৷ বিগ বাজেট এই প্য়ান ইন্ডিয়া ছবির প্রথম পর্বে অ্যাকশন, সাসপেন্স এবং রোম্যান্স বক্স অফিসে মারাত্মক সাফল্য় পেয়েছিল ৷

বক্স অফিসে বিপুল সাড়া ফেলা এই ছবিটির দ্বিতীয় পর্বে যে আইপিএস অফিসার ভানওর সিং শেখায়তের সঙ্গে পুষ্পার লড়াই আরও জমে উঠবে তা বলাই বাহুল্য ৷ চন্দন কাঠের চোরা চালানের কাহিনিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ছবি এখন সারা ভারতে অন্য়তম ক্লাট ছবির তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে ৷ 'পুষ্পা: দ্য় রাইজ' ছিল 2021 সালের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ৷ বক্স অফিসে এই ছবি আয় করেছিল প্রায় 350-375 কোটি টাকা ৷

পুষ্পা টিম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আপাতত তিন মাসের জন্য় বন্ধ রাখা হতে পারে এই ছবির কাজ ৷ কারণ এই সপ্তাহের প্রথম দিকেই খবর এসেছিল সুকুমার হয়তো ছবির বেশকিছু অংশের আবার শ্য়ুটিং করতে পারেন ৷ কারণ ছবির বেশকিছু অংশের কাজ নিয়ে তিনি একেবারেই খুশি নন ৷ যদিও 'পুষ্পা 2' ছবির বিষয়ে এই ধরণের জল্পনা কোনও নতুন বিষয় নয় ৷ এই ছবিতে আল্লু এবং রশ্মিকা ছাড়াও থাকছেন ফাহাদ ফাসিল ৷

আরও পড়ুন: জন্মদিনে সামনে এল রশ্মিকার 'পুষ্পা: দ্য় রুল' ছবির লুক

হায়দরাবাদ, 5 এপ্রিল: রশ্মিকার জন্মদিনে শুধু শ্রীবল্লীর লুকই নয় 'পুষ্পা: দ্য় রুল' ছবির টিজারও শেয়ার করলেন নির্মাতারা ৷ এই ছবির প্রথম পর্বের বিপুল সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে ৷ আর সেই আগ্রহই আরও খানিকটা বাড়িয়ে দিল টিম পুষ্পা ৷ বুধবার পর্দার শ্রীবল্লীর 27তম জন্মদিনেই সুকুমার পরিচালিত এই ছবির প্রথম ঝলক সামনে এল অবশেষে ৷

টিজারে এদিন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন নির্মাতারা ৷ সোশাল মিডিয়ায় ছবির ঝলক শেয়ার করে তাঁরা লিখেছেন, "পুষ্পা কোথায়? খোঁজ শীঘ্রই শেষ হবে ৷ শাসনের আগে খোঁজ শেষ হবে 7 এপ্রিল বিকেল 4.05-এ ৷" অর্থাৎ 7 এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনের একদিন আগেই আসতে চলেছে আরও একটি বড় চমক ৷ বিগ বাজেট এই প্য়ান ইন্ডিয়া ছবির প্রথম পর্বে অ্যাকশন, সাসপেন্স এবং রোম্যান্স বক্স অফিসে মারাত্মক সাফল্য় পেয়েছিল ৷

বক্স অফিসে বিপুল সাড়া ফেলা এই ছবিটির দ্বিতীয় পর্বে যে আইপিএস অফিসার ভানওর সিং শেখায়তের সঙ্গে পুষ্পার লড়াই আরও জমে উঠবে তা বলাই বাহুল্য ৷ চন্দন কাঠের চোরা চালানের কাহিনিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ছবি এখন সারা ভারতে অন্য়তম ক্লাট ছবির তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে ৷ 'পুষ্পা: দ্য় রাইজ' ছিল 2021 সালের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ৷ বক্স অফিসে এই ছবি আয় করেছিল প্রায় 350-375 কোটি টাকা ৷

পুষ্পা টিম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আপাতত তিন মাসের জন্য় বন্ধ রাখা হতে পারে এই ছবির কাজ ৷ কারণ এই সপ্তাহের প্রথম দিকেই খবর এসেছিল সুকুমার হয়তো ছবির বেশকিছু অংশের আবার শ্য়ুটিং করতে পারেন ৷ কারণ ছবির বেশকিছু অংশের কাজ নিয়ে তিনি একেবারেই খুশি নন ৷ যদিও 'পুষ্পা 2' ছবির বিষয়ে এই ধরণের জল্পনা কোনও নতুন বিষয় নয় ৷ এই ছবিতে আল্লু এবং রশ্মিকা ছাড়াও থাকছেন ফাহাদ ফাসিল ৷

আরও পড়ুন: জন্মদিনে সামনে এল রশ্মিকার 'পুষ্পা: দ্য় রুল' ছবির লুক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.