ETV Bharat / entertainment

Prosenjit-Srijit New Film: 'দশম অবতার' শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি সৃজিত-প্রসেনজিৎ জুটি - Prosenjit Shares Glimpses Of Dawshom Awbotaar

শুরু হয়ে গিয়েছে সৃজিত-প্রসেনজিৎ জুটির নতুন ছবি 'দশম অবতার'-এর কাজ ৷ এবার শুটিংয়ের ফাঁকেই একটি ঝলক শেয়ার করলেন বুম্বাদা ৷

Prosenjit Srijit New Film
নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন সৃজিত বুম্বা
author img

By

Published : Jul 29, 2023, 9:40 PM IST

কলকাতা, 29 জুলাই: হিন্দিতে আগেই 'কপ ইউনিভার্স' তৈরি করে রাস্তা দেখিয়েছেন রোহিত শেট্টি ৷ এবার বাংলায় সৃজিতও করতে চলেছেন একই কাজ ৷ প্রবীর এবং ডিসিপি পোদ্দারদের নিয়ে এবার একটি নয়া পুলিশি দুনিয়া তৈরি করতে চাইছেন পরিচালক ৷ বোঝাই যাচ্ছে থাকবে টান টান উত্তেজনা আর রহস্য ৷ ছবিটি আসছে পুজোয় ৷ নাম 'দশম অবতার' ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিংয়ের কাজও ৷ এবার সেট থেকেই একটি ছবি শেয়ার করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

সাদা-কালো এই ছবিটিতে পাশাপাশি দেখা গিয়েছে সৃজিত ও প্রসেনজিৎকে ৷ ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুরো হাওড়া ব্রিজ ৷ বোঝাই যায় এই ছবিতে বড় করে উঠে আসতে চলেছে কলকাতার কাহিনি ৷ ছবি শেয়ার করে বুম্বাদা লিখেছেন, "এবার পুজোয় ৷" দেখে বোঝাই যাচ্ছে কোন ছবি নিয়ে কথা বলছেন তিনি ৷ সৃজিতের সঙ্গে এর আগেও অসংখ্য কাজ করেছেন প্রসেনজিৎ ৷ প্রসেনজিৎ কখনও তাঁর হাত ধরে হয়েছেন সুভাষচন্দ্র তো কখনও কাকাবাবু ৷ তাই এই জুটিকে খুব ভালোই চেনে বাংলার সিনে অনুরাগীরা ৷

আর এবার শুধু বুম্বাদা নয় সৃজিতের সঙ্গে থাকছেন আরও এক ঝাঁক তারকা ৷ তালিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ তাই স্বাভাবিকভাবেই পুজোয় এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে ৷ অবশ্য় শুধু 'দশম অবতার' নয় সৃজিতের আরও একটি ওয়েব প্রজেক্টও মুক্তি পেতে চলেছে আগামী পুজোয় ৷ ফেলুদার পর এবার ব্যোমকেশের কাহিনিতে হাত দিয়েছেন পরিচালক ৷ তাঁর হাত ধরেই আগামীতে মুক্তি পাবে 'দুর্গ রহস্য' সিরিজটি ৷

আরও পড়ুন:সাজন থেকে মুন্না ভাই, সঞ্জুবাবার জীবনে অঘটনই 'বাস্তব'

তাই সৃজিতের কাজগুলির জন্য এখন রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে ৷ অন্যদিকে প্রসেনজিৎকেও আগামীতে দেখা যাবে নতুন অবতারে ৷ শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের সঙ্গে 'দেবী চৌধুরানী' ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন ভবানী পাঠকের চরিত্রে ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভ্রজিৎ মিত্র ৷

কলকাতা, 29 জুলাই: হিন্দিতে আগেই 'কপ ইউনিভার্স' তৈরি করে রাস্তা দেখিয়েছেন রোহিত শেট্টি ৷ এবার বাংলায় সৃজিতও করতে চলেছেন একই কাজ ৷ প্রবীর এবং ডিসিপি পোদ্দারদের নিয়ে এবার একটি নয়া পুলিশি দুনিয়া তৈরি করতে চাইছেন পরিচালক ৷ বোঝাই যাচ্ছে থাকবে টান টান উত্তেজনা আর রহস্য ৷ ছবিটি আসছে পুজোয় ৷ নাম 'দশম অবতার' ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিংয়ের কাজও ৷ এবার সেট থেকেই একটি ছবি শেয়ার করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

সাদা-কালো এই ছবিটিতে পাশাপাশি দেখা গিয়েছে সৃজিত ও প্রসেনজিৎকে ৷ ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুরো হাওড়া ব্রিজ ৷ বোঝাই যায় এই ছবিতে বড় করে উঠে আসতে চলেছে কলকাতার কাহিনি ৷ ছবি শেয়ার করে বুম্বাদা লিখেছেন, "এবার পুজোয় ৷" দেখে বোঝাই যাচ্ছে কোন ছবি নিয়ে কথা বলছেন তিনি ৷ সৃজিতের সঙ্গে এর আগেও অসংখ্য কাজ করেছেন প্রসেনজিৎ ৷ প্রসেনজিৎ কখনও তাঁর হাত ধরে হয়েছেন সুভাষচন্দ্র তো কখনও কাকাবাবু ৷ তাই এই জুটিকে খুব ভালোই চেনে বাংলার সিনে অনুরাগীরা ৷

আর এবার শুধু বুম্বাদা নয় সৃজিতের সঙ্গে থাকছেন আরও এক ঝাঁক তারকা ৷ তালিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ তাই স্বাভাবিকভাবেই পুজোয় এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে ৷ অবশ্য় শুধু 'দশম অবতার' নয় সৃজিতের আরও একটি ওয়েব প্রজেক্টও মুক্তি পেতে চলেছে আগামী পুজোয় ৷ ফেলুদার পর এবার ব্যোমকেশের কাহিনিতে হাত দিয়েছেন পরিচালক ৷ তাঁর হাত ধরেই আগামীতে মুক্তি পাবে 'দুর্গ রহস্য' সিরিজটি ৷

আরও পড়ুন:সাজন থেকে মুন্না ভাই, সঞ্জুবাবার জীবনে অঘটনই 'বাস্তব'

তাই সৃজিতের কাজগুলির জন্য এখন রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে ৷ অন্যদিকে প্রসেনজিৎকেও আগামীতে দেখা যাবে নতুন অবতারে ৷ শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের সঙ্গে 'দেবী চৌধুরানী' ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন ভবানী পাঠকের চরিত্রে ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভ্রজিৎ মিত্র ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.