কলকাতা, 23 মার্চ: শুরু হল 'দেবী চৌধুরানী' ছবির প্রস্তুতি । প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে ভবাণী পাঠক এবং শ্রাবন্তীকে দেবী চৌধুরানী হিসাবে তুলে ধরবে এই ছবি । শুভ্রজিৎ মিত্র সম্প্রতি আভাস দিয়েছিলেন তাঁর স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করে ফেলেছেন তিনি । আর আজ যাত্রা শুরুর ঘোষণা করে দিলেন ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বাদা । তাঁকে এদিন ক্যামেরার সামনে দেখা গেল স্ক্রিপ্ট হাতে । দেখা গেল বেশ মনোযোগ দিয়েই গল্পটা পড়ে নিচ্ছেন তিনি ।
আর তারপর সোশাল মিডিয়ার অনুুরাগীদের উদ্দেশ্য়ে তিনি লেখেন, 'জয় ভৈরবী... যাত্রা শুরু' (Prosenjit New Film Devi Chowdhurani)। তাঁর মুুখেও শোনা গেল একই সংলাপ । বুম্বাদার এই সংলাপই ইঙ্গিত দেয় কাজ শুরু করে দিলেন শুভ্রজিৎ । পরিচালক হিসাবে গতবছরই জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন । ছবির নাম ছিল 'অভিযাত্রিক' । আর এবার আরও একটি ঐতিহাসিক প্রোজেক্ট হাতে নিয়েছেন তিনি ।
দেবী চৌধুরানীকে তিনি দেখতে চান একটু অন্য় দৃষ্টিভঙ্গি থেকে । তাঁর মতে, অ্যাকশন সিকোয়েন্সের কোনও খামতি থাকবে না এই ছবিতে । তার জন্য় 'পদ্মাবত' ছবি খ্য়াত শ্যামজি এবং তাঁর দলকেও নিয়ে আসছেন তিনি । বঙ্কিমের উপন্য়াসকে অন্যভাবে ফুটিয়ে তুলতে চান তিনি । ইতিহাস নিয়ে শুরু থেকেই তাঁর আগ্রহ রয়েছে আর তাই এই প্রোজেক্ট হাতে নেওয়া ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন:গ্যাংস্টার থেকে থালাইভি, সেরা ছবিগুলি দিয়েই জন্মদিন উদযাপন হোক বলিউডের 'কুইন' এর
ছবির 'দেবী চৌধুরানী' অর্থাৎ শ্রাবন্তী অবশ্য এখন ব্যস্ত তাঁর নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী' ছবির শ্য়ুটিং নিয়ে । ছবির সেট থেকে কিছু ছবিও এদিন শেয়ার করেছেন তিনি । ছবিতে তাঁকে দেখা গিয়েছে সোনালি শাড়িতে । এখানে তিনি অভিনয় করবেন সাদা কালো মেশানো চরিত্রে । অন্যদিকে প্রসেনজিৎও এখন অপেক্ষায় রয়েছেন তাঁর নতুন ছবি 'শেষপাতা'র মুক্তির জন্য় । পয়লা বৈশাখে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি । অতনুর এই ছবির ট্রেলার ইতিমধ্য়েই সামনে এসেছে । ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পাশাপাশি অভিনয় করবেন গার্গী রায়চৌধুরীও ।