লখনউ, 27 মে: শুক্রবারই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির পরিচালক সনোজ মিশ্রাকে তলব করেছে লালবাজার পুলিশ ৷ পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে নষ্ট করার অভিযোগে নোটিশ জারি করা হয়েছে ৷ এই ঘটনায় আগেই মুখ খুলেছিলেন পরিচালক ৷ এবার এই বিষয়ে মুখ খুলেছেন ছবির প্রযোজক ও নির্মাতারা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কথিত মুসলিম তুষ্টির বিরুদ্ধে কথা বলায় নিশানা করা হয়েছে বলে অভিযোগ জিতেন্দ্র কুমার ত্যাগীর ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কণ্ঠ রোধ করতে চান ৷
ইটিভি ভারতে এক সাক্ষাৎকারে ত্যাগী দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকে, মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী, 700টিরও বেশি হিন্দুকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ক্রমাগত অনুপ্রবেশ চলছে। জাল ভোটের তালিকা তৈরি হয়, জাল ভোট দেওয়া হয়। জাল আধার কার্ড তৈরি হয়। মুসলিম তুষ্টির প্রতীক হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"
'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের মধ্যেই আসন্ন হিন্দি ছবি 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। কলকাতা পুলিশের ডিসি (উত্তর) তরুণ হালদার বলেছেন যে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমহার্স্ট স্ট্রিট থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷ তার ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে কলুষিত করার চেষ্টা, পরিচালক সনোজকে তলব লালবাজারের
জিতেন্দ্র কুমার ত্যাগী ইটিভি ভারতের কাছে অভিযোগ করে বলেছেন যে, তাঁর কাছে থাকা তথ্য অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এখনও পর্যন্ত নির্বাচনে জয়ী হওয়ার পর বাংলায় 700 হিন্দুকে হত্যা করা হয়েছে। শত শত ধর্ষণের ঘটনা ঘটেছে । হিন্দুদের উপর অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে । পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে ৷ এখানে এনআরসির খুব প্রয়োজন । এই সব বিষয় নিয়ে যখন ছবি তৈরি হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কণ্ঠ রোধ করার চেষ্টা চালাচ্ছে।