ক্যালিফোর্নিয়া, 20 জুন : হলি-বলি স্টার প্রিয়াঙ্কা চোপড়া সোশ্য়াল মিডিয়ায় তাঁর নানান পোস্টের মাধ্যমে জীবনের অন্যন্য মুহূর্তগুলিকে সাজিয়ে রাখতে ভালবাসেন ৷ কয়েকদিন আগেই মায়ের জন্মদিনে তাঁর পোস্ট মন ছুঁয়ে গিয়েছিল সকলের ৷ এবার ফার্দাস ডে-তেও মেয়ে মালতি মারি এবং স্বামী নিক জোন্সকে সঙ্গে নিয়ে একটি আবেগী পোস্ট করতে দেখা গেল তাঁকে ৷ রবিবার মোট দু'টি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা ৷
তার একটিতে দেখা যাচ্ছে, মাথায় ফুলের হেয়ারব্যান্ড পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে ছোট্ট মালতি মারিকে ৷ মা প্রিয়াঙ্কার কোলেই রয়েছে খুদে ৷ সঙ্গে রয়েছেন বাবা নিক ৷ অন্য় যে ছবিটি শেয়ার করেছেন পিগি চপস, তা আরও মনকাড়া ৷ তাতে দেখা যাচ্ছে, বাবার হাত ধরে হাঁটতে শিখছে ছোট্ট মালতি মারি ৷ বাবা-মেয়ে দু'জনের পায়েই রয়েছে একইরকম জুতো (Nick Jonas Picture with Daughter on Fathers Day ) ৷ বাবা নিকের স্নিকারে লেখা রয়েছে ড্যাড আর মালতির জুতোর লেখা রয়েছে এমএম ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন : মায়ের জন্মদিনে দিদিমা-নাতনির ছবি শেয়ার করে শুভেচ্ছা প্রিয়াঙ্কার
এই ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'হ্যাপি ফার্স্ট ফাদার্স ডে মাই লাভ...আমাদের ছোট্ট মেয়ের তোমায় দেখাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের... বাড়িতে ফিরে আসার জন্য় কি অসাধারণ একটা দিন...' কয়েকদিন পরেই 'জি লে জরা'-তে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধবেন তিনি ৷ স্বামী নিকের সঙ্গে 'চিকেন অ্যান্ড বিস্কিটস'-এও দেখা যাবে তাঁকে ৷