ETV Bharat / entertainment

Priyanka Chopra Wishes Her Mother : মায়ের জন্মদিনে দিদিমা-নাতনির ছবি শেয়ার করে শুভেচ্ছা প্রিয়াঙ্কার - Priyanka Chopra Wishes Her Mother on Birthday

মা মধু চোপড়ার জন্মদিনে দিদিমা-নাতনির একটি সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ তিন প্রজন্মের এই ছবিটি মুগ্ধ করেছে অনুরাগীদের (Priyanka Chopra Wishes Her Mother on Birthday) ৷

Priyanka Chopra Wishes Her Mother
মায়ের জন্মদিনে দিদিমা-নাতনির ছবি শেয়ার করে শুভেচ্ছা প্রিয়াঙ্কার
author img

By

Published : Jun 17, 2022, 4:01 PM IST

মুম্বই, 17 জুন : সারোগেসির মাধ্যমে কিছুদিন আগেই মা হয়েছেন হলি-বলির অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবার মেয়ে মালতি মারির একটি সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেত্রী, তাও আবার মা মধু চোপড়ার জন্মদিনে ৷ ছবিতে দেখা যাচ্ছে, মায়ের পাশে বসে রয়েছেন প্রিয়াঙ্কা । তাঁর মায়ের কোলে রয়েছে ছোট্ট মালতি মারি... তিন প্রজন্মের এই সুন্দর ছবিটি মুগ্ধ করেছে অনুরাগীদের (Priyanka Chopra Wishes Her Mother on Birthday) ৷

কথায় বলে 'নিজে মা হলেই মায়ের মর্ম বোঝা যায়', তা যে মরমে মরমে অনুভব করেছেন প্রিয়াঙ্কা তা বোঝা যায় তাঁর পোস্টের ক্যাপশন দেখলেই ৷ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "সবচেয়ে শুভ জন্মদিন মাম্মা ৷ সবর্দা যেন তুমি সেই হাসিটাই হাসতে পারে যা সংক্রমণের মত ছড়িয়ে পড়ে ৷ জীবনের প্রতিটি দিনের অভিজ্ঞতা এবং উদ্যম দিয়ে তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত কর ৷ তোমার সোলো ইউরোপ ট্যুরটাই ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর বার্থডে সেলিব্রেশন ৷"

আরও পড়ুন : মালদ্বীপে জলের তলায় স্কুবা গিয়ার সরিয়ে ঠোঁটে ঠোঁট ফারহান-শিবানীর

তবে দিদিমার থেকেও এদিন সকলের নজর বেশি কেড়েছে নাতনি মালতি মারি ৷ এর আগে মাদার্স ডে-তে তাঁর একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ NICU-তে একশোরও বেশিদিন থাকতে হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়েকে ৷ কী ভয়ংকর কঠিন ছিল সেই পরিস্থিতি, তা শেয়ার করতে গিয়ে রীতিমত আবেগী হয়েছিলেন অভিনেত্রী ৷

প্রিয়াঙ্কাকে আগামিদিনে দেখা যাবে ফরহান আখতারের 'জি লে জারা' ছবিতে । আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ এছাড়া একাধিক হলিউডি প্রোজেক্টও রয়েছে তাঁর হাতে ৷

মুম্বই, 17 জুন : সারোগেসির মাধ্যমে কিছুদিন আগেই মা হয়েছেন হলি-বলির অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবার মেয়ে মালতি মারির একটি সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেত্রী, তাও আবার মা মধু চোপড়ার জন্মদিনে ৷ ছবিতে দেখা যাচ্ছে, মায়ের পাশে বসে রয়েছেন প্রিয়াঙ্কা । তাঁর মায়ের কোলে রয়েছে ছোট্ট মালতি মারি... তিন প্রজন্মের এই সুন্দর ছবিটি মুগ্ধ করেছে অনুরাগীদের (Priyanka Chopra Wishes Her Mother on Birthday) ৷

কথায় বলে 'নিজে মা হলেই মায়ের মর্ম বোঝা যায়', তা যে মরমে মরমে অনুভব করেছেন প্রিয়াঙ্কা তা বোঝা যায় তাঁর পোস্টের ক্যাপশন দেখলেই ৷ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, "সবচেয়ে শুভ জন্মদিন মাম্মা ৷ সবর্দা যেন তুমি সেই হাসিটাই হাসতে পারে যা সংক্রমণের মত ছড়িয়ে পড়ে ৷ জীবনের প্রতিটি দিনের অভিজ্ঞতা এবং উদ্যম দিয়ে তুমি সবসময় আমাকে অনুপ্রাণিত কর ৷ তোমার সোলো ইউরোপ ট্যুরটাই ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর বার্থডে সেলিব্রেশন ৷"

আরও পড়ুন : মালদ্বীপে জলের তলায় স্কুবা গিয়ার সরিয়ে ঠোঁটে ঠোঁট ফারহান-শিবানীর

তবে দিদিমার থেকেও এদিন সকলের নজর বেশি কেড়েছে নাতনি মালতি মারি ৷ এর আগে মাদার্স ডে-তে তাঁর একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ NICU-তে একশোরও বেশিদিন থাকতে হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়েকে ৷ কী ভয়ংকর কঠিন ছিল সেই পরিস্থিতি, তা শেয়ার করতে গিয়ে রীতিমত আবেগী হয়েছিলেন অভিনেত্রী ৷

প্রিয়াঙ্কাকে আগামিদিনে দেখা যাবে ফরহান আখতারের 'জি লে জারা' ছবিতে । আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷ এছাড়া একাধিক হলিউডি প্রোজেক্টও রয়েছে তাঁর হাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.