হায়দরাবাদ, 26 এপ্রিল: নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার রসায়ন বরাবরই নজরকাড়া। সোশাল মিডিয়ায় 'কাপল ফটোশ্যুটে' হামেশাই নজর কাড়েন তাঁরা। মুম্বই, লন্ডন, রোমে সাফল্যের পর, প্রিয়াঙ্কা সিটাডেলের প্রচারে ব্যস্ত লস এঞ্জেলেসে ৷ সঙ্গী স্বামী নিক জোনাস। এর আগে রোমের রাস্তায় রোমান্টিক মুডে ধরা দিয়েছেন তারকা দম্পতি ৷ সদ্য প্রিয়াঙ্কা শেয়ার করে নিয়েছেন তাঁর ছুটি কাটানোর কিছু মুহূর্ত ৷ রোমের মনোরম সৌন্দর্য্যে একে অপরের প্রেমে যেন ডুবেছে দম্পতি ৷ সেখানেই নিক জোনাস বলছেন যে, প্রিয়াঙ্কার সবচেয়ে বড় ভক্ত তিনিই। তাই তো তিনি সারাদিন ফ্যালফ্যাল করে পিগি চপসের দিকে তাকিয়ে থাকেন ৷ উত্তরে প্রিয়াঙ্কা কী বললেন, তা জেনে নিন...
দেশি গার্ল বর্তমানে রুশো ব্রাদার্সের আসন্ন আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিরিজ সিটাডেল-এর মুক্তির জন্য মুখিয়ে রয়েছেন ৷ লস এঞ্জেলেসে প্রচারে যাওয়ার অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পরনে ছিল গোলাপি এক পালক দেওয়া পোশাক ৷ অন্যদিকে নিক ছিল আপাদমস্তক কালোয় ঢাকা ৷ প্রিয়াঙ্কাকে সিটাডেলের লস অ্যাঞ্জেলেস প্রিমিয়ারে সাংবাদিকদেরা নিকের এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন, উত্তরে প্রিয়াঙ্কা বলেন এমন একজন জীবনসঙ্গীর জন্য তিনি কৃতজ্ঞ ৷ প্রিয়াঙ্কার দিকে অপলক এই দৃষ্টি দেওয়ার জন্য আবার ভিন্নমত পোষণ করেছেন নেটিজেনরা।
অনেকে লিখেছেন, এভাবে কী দেখছেন? প্রিয়াঙ্কাকে আগে কখনও দেখেননি?' অনেকে আবার লিখেছেন, 'নিকের এই তাকিয়ে থাকা বড় বেশিই আদরের।' তবে নিক বা প্রিয়াঙ্কা কাউকেই এর উত্তর দিতে হয়নি। উত্তর দিয়েছেন তাঁদের অনুরাগীরাই। তাঁরা লিখেছেন, 'একে বলে ভালবাসা, স্নেহ। প্রিয়াঙ্কা-নিকের জীবনের একমাত্র প্রেম। প্রিয়াঙ্কা শুধুমাত্র নিকের। সঙ্গীতশিল্পীর চোখই যেন প্রমাণ দিচ্ছে, বছর পেরিয়েও প্রিয়াঙ্কার প্রতি তাঁর ভালোবাসা কেবল গাঢ় হচ্ছে বইকি!'
আরও পড়ুন: সুস্মিতা টু কাজল, 2023-এ নজরে কোন কোন নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ ? রইল বিস্তারিত
উল্লেখ্য, সদ্য ভারতে এসেছিলেন নিক ও প্রিয়াঙ্কা। বিয়ের পরে এই প্রথম ভারতে এসেছিলেন নিক জোনাস। সেই সঙ্গে মেয়ে মালতীরও এই প্রথম ভারত সফর। মেয়েকে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। নিকের সঙ্গে মায়ানগরীর রাস্তায় ফটোশ্যুটও করেছিলেন পিগি চপস। 'নীতা ও মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর দু'দিনব্যাপী অনুষ্ঠানে এসে মায়ানগরীর টুকরো সফর সেরে ফেলেছিলেন দম্পতি।