ETV Bharat / entertainment

Priyanka Chopra in It's All Coming Back to Me: তাঁর পরবর্তী হলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশ প্রিয়াঙ্কার - first look from Its All Coming Back out

তাঁর পরবর্তী আন্তর্জাতিক ছবি 'ইটস অল কামিং ব্যাক টু মি'-র (first look from It's All Coming Back out) ফার্স্ট লুক প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া (It's All Coming Back to Me first look)৷ সেখানে তাঁর সঙ্গে রয়েছেন স্যাম হিউগানও (Priyanka Chopra It's All Coming Back to Me first look)৷

priyanka-chopra-sam-heughans-first-look-from-its-all-coming-back-out
তাঁর পরবর্তী হলিউড ছবির ফার্স্ট লুক প্রকাশ প্রিয়াঙ্কার
author img

By

Published : Apr 20, 2022, 4:39 PM IST

ওয়াশিংটন, 20 এপ্রিল: তাঁর পরবর্তী হলিউডের প্রজেক্ট 'ইটস অল কামিং ব্যাক টু মি' (It's All Coming Back to Me first look)৷ এ বার প্রকাশ্যে এল সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার লুক ৷ সহ-অভিনেতা স্যাম হিউগানের সঙ্গে তাঁর ফাস্ট লুক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন পিগ্গি চপস ৷

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra It's All Coming Back to Me first look)৷ ছবিটিতে স্যামকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ প্রিয়াঙ্কার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন স্যাম (Priyanka Chopra film with sam heughan)৷ তিনি টুইটে লিখেছেন, "এখানে প্রি-কে দুরন্ত লাগছে ৷" সঙ্গে সঙ্গে তাঁকে জবাব দিয়ে দেশি গার্ল লিখেছেন, "ওয়াও...দেখুন কে বলছে, স্যাম হিউগান ! আমার মনে হয়, এটা একটা খুব সুন্দর ভ্যালেন্টাইস ডে মুভি হতে চলেছে !"

আরও পড়ুন: Gangubai Kathiawadi on Netflix : ডিজিটালে আসছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', সামনে এল প্রিমিয়ারের তারিখ

2016 সালে ক্যারোলিন হার্ফার্থের জার্মান ছবি এসএমএস ফার ডিচের উপর ভিত্তি করে ছবিটি (Priyanka Chopra upcoming Hollywood films) তৈরি হয়েছে ৷ প্রথমে এই ফিল্মের নাম রাখা হয়েছিল টেক্সট ফর ইউ ৷ একটি মেয়ে মৃত্যুর পথ থেকে তাঁর ফিয়ন্সের দিকে ফেরার জন্য কঠিন লড়াই চালাচ্ছে ৷ এই চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে ৷ পুরনো একটি ফোন নম্বরে মেসেজ করা শুরু করেন তিনি, যেই নম্বরটি তখন অন্য এক ব্যক্তির কাছে রয়েছে ৷ সেই ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন স্যাম ৷ 2023 সালের 10 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি (Priyanka Chopra, Sam Heughan's first look)৷

ওয়াশিংটন, 20 এপ্রিল: তাঁর পরবর্তী হলিউডের প্রজেক্ট 'ইটস অল কামিং ব্যাক টু মি' (It's All Coming Back to Me first look)৷ এ বার প্রকাশ্যে এল সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার লুক ৷ সহ-অভিনেতা স্যাম হিউগানের সঙ্গে তাঁর ফাস্ট লুক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন পিগ্গি চপস ৷

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra It's All Coming Back to Me first look)৷ ছবিটিতে স্যামকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷ প্রিয়াঙ্কার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন স্যাম (Priyanka Chopra film with sam heughan)৷ তিনি টুইটে লিখেছেন, "এখানে প্রি-কে দুরন্ত লাগছে ৷" সঙ্গে সঙ্গে তাঁকে জবাব দিয়ে দেশি গার্ল লিখেছেন, "ওয়াও...দেখুন কে বলছে, স্যাম হিউগান ! আমার মনে হয়, এটা একটা খুব সুন্দর ভ্যালেন্টাইস ডে মুভি হতে চলেছে !"

আরও পড়ুন: Gangubai Kathiawadi on Netflix : ডিজিটালে আসছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', সামনে এল প্রিমিয়ারের তারিখ

2016 সালে ক্যারোলিন হার্ফার্থের জার্মান ছবি এসএমএস ফার ডিচের উপর ভিত্তি করে ছবিটি (Priyanka Chopra upcoming Hollywood films) তৈরি হয়েছে ৷ প্রথমে এই ফিল্মের নাম রাখা হয়েছিল টেক্সট ফর ইউ ৷ একটি মেয়ে মৃত্যুর পথ থেকে তাঁর ফিয়ন্সের দিকে ফেরার জন্য কঠিন লড়াই চালাচ্ছে ৷ এই চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে ৷ পুরনো একটি ফোন নম্বরে মেসেজ করা শুরু করেন তিনি, যেই নম্বরটি তখন অন্য এক ব্যক্তির কাছে রয়েছে ৷ সেই ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন স্যাম ৷ 2023 সালের 10 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি (Priyanka Chopra, Sam Heughan's first look)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.