ETV Bharat / entertainment

Priyanka on Jee Le Zaraa: কবে শুটিং শুরু 'জি লে জারা'র ? জানালেন প্রিয়াঙ্কা - কবে শুটিং শুরু জি লে জারার জানালেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীদিনে দেখা যাবে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে ৷ এবার এই ছবি নিয়ে মুখ খুললেন পিগিচপস (Priyanka Katrina Alia road trip film )৷

Priyanka on Jee Le Zaraa
কবে শুটিং শুরু তিন কন্যার 'জি লে জারা'-র, জানালেন প্রিয়াঙ্কা
author img

By

Published : Nov 5, 2022, 10:58 AM IST

মুম্বই, 5 নভেম্বর: প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীদিনে দেখা যাবে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে ৷ পরিচালক ফরহান আখতারের 'জি লে জারা' ছবিতে দেখা যাবে বলিউডের এই তিন সুন্দরীকে ৷ তিনি এই ছবি নিয়ে কতটা উৎসাহিত, আর কেনই বা রাজি হলেন এই প্রজেক্টের জন্য় তা নিয়ে মুখ খুলেছেন তিনি(Priyanka Katrina Alia road trip film) ৷

নিক জায়া বলেন, "আমি আমার কেরিয়ারে এমন একটা দীর্ঘ সময় কাটিয়েছি যেখানে আমরা সবসময় পুরুষদের কাছে গৌণ হয়ে থেকে গিয়েছি । নায়করা সিদ্ধান্ত নেয় কোথায় সিনেমার শুটিং হবে, কাকে কাস্ট করা হবে এবং কী ঘটবে । এটা বিরক্তিকর ।" তাঁর মতে আমরা এখন এমন একটা সময়ের মধ্য়ে দিয়ে চলেছি যেখানে নারীর পিছিয়ে থাকার কোনও জায়গা নেই ৷ তাঁদের নিজেদের জীবনের দায়িত্ব নিতে হবে(Priyanka Chopra on film with Katrina Alia ) ৷

প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, তিনি এই নিয়ে ক্য়াটরিনা এবং আলিয়ার সঙ্গে টেলিফোন চ্যাটও করেছিলেন ৷ তিনি বলেন,"আমি আলিয়া এবং ক্যাটরিনাকে ফোন করেছিলাম ৷ এমনকী ফারহান বা অন্য কেউ ছবির বোর্ডে আসার আগে আমি প্রথমে ওঁদের ডেকেছিলাম । আমি বাড়িতে বসে ছিলাম এবং একটি হিন্দি সিনেমা করতে চেয়েছিলাম ।" তিনি স্পষ্টতই জানিয়েছেন তাঁর শর্তবলী একটাই ছিল ছবির কেন্দ্রে থাকবেন নারীরা(Priyanka Alia Katrina film ) ৷

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে নৃত্যশিল্পী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন

এই রোড ট্রিপ ছবির শুটিং আগামী বছর শুরু বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷ ছবিটি প্রযোজনা করবে ফরহান আর রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট এবং টাইগার বেবি ৷ তিনি বলেন, "আমার প্রজন্মের অভিনেত্রীরা সত্যিই পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের জন্য পোস্টারে মুখ হয়ে ওঠার এবং সিনেমা বিক্রির ক্ষেত্রে প্রধান মুখ হয়ে ওঠার দরজা খুলে দিয়েছে ৷" তাঁর কথায়, "আমি সত্যিই আমার বন্ধুদের একত্রিত করতে চেয়েছিলাম ৷ আমার একটাই কথা এসো এমন একটি ছবি তৈরি করি যা বক্স অফিসে সফল হবে এবং সম্পূর্ণ আমাদের হবে...আশা করি, আমরা পরের বছর এটির শুটিং শুরু করব ৷"

মুম্বই, 5 নভেম্বর: প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীদিনে দেখা যাবে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে ৷ পরিচালক ফরহান আখতারের 'জি লে জারা' ছবিতে দেখা যাবে বলিউডের এই তিন সুন্দরীকে ৷ তিনি এই ছবি নিয়ে কতটা উৎসাহিত, আর কেনই বা রাজি হলেন এই প্রজেক্টের জন্য় তা নিয়ে মুখ খুলেছেন তিনি(Priyanka Katrina Alia road trip film) ৷

নিক জায়া বলেন, "আমি আমার কেরিয়ারে এমন একটা দীর্ঘ সময় কাটিয়েছি যেখানে আমরা সবসময় পুরুষদের কাছে গৌণ হয়ে থেকে গিয়েছি । নায়করা সিদ্ধান্ত নেয় কোথায় সিনেমার শুটিং হবে, কাকে কাস্ট করা হবে এবং কী ঘটবে । এটা বিরক্তিকর ।" তাঁর মতে আমরা এখন এমন একটা সময়ের মধ্য়ে দিয়ে চলেছি যেখানে নারীর পিছিয়ে থাকার কোনও জায়গা নেই ৷ তাঁদের নিজেদের জীবনের দায়িত্ব নিতে হবে(Priyanka Chopra on film with Katrina Alia ) ৷

প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, তিনি এই নিয়ে ক্য়াটরিনা এবং আলিয়ার সঙ্গে টেলিফোন চ্যাটও করেছিলেন ৷ তিনি বলেন,"আমি আলিয়া এবং ক্যাটরিনাকে ফোন করেছিলাম ৷ এমনকী ফারহান বা অন্য কেউ ছবির বোর্ডে আসার আগে আমি প্রথমে ওঁদের ডেকেছিলাম । আমি বাড়িতে বসে ছিলাম এবং একটি হিন্দি সিনেমা করতে চেয়েছিলাম ।" তিনি স্পষ্টতই জানিয়েছেন তাঁর শর্তবলী একটাই ছিল ছবির কেন্দ্রে থাকবেন নারীরা(Priyanka Alia Katrina film ) ৷

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে নৃত্যশিল্পী স্বপ্নার বিরুদ্ধে চার্জ গঠন

এই রোড ট্রিপ ছবির শুটিং আগামী বছর শুরু বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷ ছবিটি প্রযোজনা করবে ফরহান আর রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট এবং টাইগার বেবি ৷ তিনি বলেন, "আমার প্রজন্মের অভিনেত্রীরা সত্যিই পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের জন্য পোস্টারে মুখ হয়ে ওঠার এবং সিনেমা বিক্রির ক্ষেত্রে প্রধান মুখ হয়ে ওঠার দরজা খুলে দিয়েছে ৷" তাঁর কথায়, "আমি সত্যিই আমার বন্ধুদের একত্রিত করতে চেয়েছিলাম ৷ আমার একটাই কথা এসো এমন একটি ছবি তৈরি করি যা বক্স অফিসে সফল হবে এবং সম্পূর্ণ আমাদের হবে...আশা করি, আমরা পরের বছর এটির শুটিং শুরু করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.