ETV Bharat / entertainment

Priyanka-Nick Relationships: নিকের প্রাক্তনদের নিয়ে কী মনোভাব প্রিয়াঙ্কার ? জানালেন নিজেই - নিক জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া একটি সাম্প্রতিক কথোপকথনে তাঁর হাবি মার্কিন গায়ক নিক জোনাসের অতীত প্রেম নিয়ে মুখ খুললেন ৷ দেশি গার্লের কথায়, তিনি অতীত নয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন ৷

Priyanka-Nick Relationships
Priyanka-Nick Relationships
author img

By

Published : May 10, 2023, 7:56 PM IST

লস অ্যাঞ্জেলেস, 10 মে: তাঁর হাবি নিক জোনাসের অতীত প্রেম নিয়ে তিনি আদৌ চিন্তিত নন ৷ জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ জানা যায়, আগে সেলেনা গোমেজ, মাইলি সাইরাস এবং অলিভিয়া কুলপোর মতো হাই-প্রোফাইল সেলেবদের সঙ্গে রোম্যান্সে জড়িয়েছিলেন নিক জোনাস । কল হার ড্যাডি পডকাস্টে দেশি গার্ল হোস্ট অ্যালেক্স কুপারকে বলেন, "তিনি (নিক) কার সঙ্গে ডেটিং করেছেন, তাতে আমি গুরুত্ব দিই না ৷"

ফিমেইলফার্স্ট ডট কো ডট ইউকের রিপোর্ট অনুযায়ী প্রিয়াঙ্কা বলেছেন, "আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি... আমি সবসময়ই এই কথা বলি - আমি আমার বই পিছন দিকে গিয়ে পড়ি না । আমি বিশ্বাস করি আপনি আপনার অধ্যায়ে এগিয়ে যাবেন ৷" 2018 সালের মে মাস থেকে ডেটিং শুরু করেছিলেন নিকইয়াঙ্কা ৷ তার দু মাসের মধ্যেই প্রোপোজ, আর সাত মাসের মধ্যেই বিয়ে ৷ কিন্তু যখন তাঁরা প্রথম একে অপরের জীবনে আসেন, তখন প্রিয়াঙ্কা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন ।

সিটাডেল স্টার তাঁর জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেন, "আমি সেই সময়ে নিকের সঙ্গেও ডেট করিনি কারণ আমি ঠিক করেছিলাম যে, 'আমার জানতে হবে কেন আমি আমার ভুলগুলি পুনরাবৃত্তি করতে থাকি ৷' এবং ভুলের পুনরাবৃত্তিতে সবসময় মনে হচ্ছিল যে আমার আরও সচেতন হওয়া দরকার । সর্বদা অনুভব করি যে, আমার চাকরি বা আমার কাজ বা আমার মিটিং বাতিল করে ঠিক করেছি... আমি আমার সম্পর্কের মধ্যে অদৃশ্য বোধ করতে শুরু করেছিলাম । (কিন্তু) আমার স্বামী আমাকে খুব সহযোগিতা করেছে ৷"

দ্য সাকার স্টার প্রথম পদক্ষেপটি করেছিলেন ৷ তিনি প্রিয়াঙ্কাকে খুব সরাসরি বার্তা দিয়েছিলেন । প্রিয়াঙ্কা সে কথা জানাতে গিয়ে বলেন, "আক্ষরিক অর্থে, তাঁর মেসেজ ছিল, 'আমাকে বলা হয়েছে যে আমাদের দেখা করা উচিত'।" একবার গুগলে নিক ও তাঁর ট্র্যাক 'ক্লোজ'-এর মিউজিক ভিডিয়ো দেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবং তারপরই তিনি সিদ্ধান্ত নেন যে নিককে একটা সুযোগ দেবেন ৷

প্রিয়াঙ্কা জানান, "(আমি ভেবেছিলাম), 'সেই শরীরটি অন্তত একটি ডেটের যোগ্য ।' তিনি যখনই আমার জন্য স্টেজে সেই গানটি গেয়েছেন, আমি দুর্বল হয়ে পড়ি... আমি সেই ভিডিয়োটি দেখেছি এবং আমাকে জানালা খোলার কথা ভাবতে হয়েছিল ৷" নিককে পালটা মেসেজ করেন প্রিয়াঙ্কা ৷ তিনি বলেন, "তাঁর প্রতি আমার প্রতিক্রিয়া ছিল, 'আপনি আমাকে টেক্সট করেন না কেন ? আমার দল আমার ডিএম দেখতে পারে ।'"

পাঁচ বছর পরে প্রিয়াঙ্কা ব্যাখ্যা করেন যে, তাঁর প্রতি নিকের সমর্থন তাঁদের সম্পর্ককে মজবুত রাখতে সাহায্য করে । তিনি বলেন, "আমি যে শোগুলি করছি সে সম্পর্কে তিনি সবচেয়ে উত্তেজিত ৷ আমি কার্পেটে থাকলেও তিনি সবচেয়ে উত্তেজিত থাকেন ৷ তিনি সরে যান এবং তিনিও আমার মতো ছবি তুলবেন । আপনার এটাই প্রয়োজন ৷ আপনি সবসময় চাইবেন যে আপনার মানুষটি আপনার চ্যাম্পিয়ন হোন ।"

আরও পড়ুন: রাজস্থানে রহস্যভেদে মন মজেছে দর্শকের, 25 দিনে বক্স অফিসে তিন কোটির ক্লাবে একেন

লস অ্যাঞ্জেলেস, 10 মে: তাঁর হাবি নিক জোনাসের অতীত প্রেম নিয়ে তিনি আদৌ চিন্তিত নন ৷ জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ জানা যায়, আগে সেলেনা গোমেজ, মাইলি সাইরাস এবং অলিভিয়া কুলপোর মতো হাই-প্রোফাইল সেলেবদের সঙ্গে রোম্যান্সে জড়িয়েছিলেন নিক জোনাস । কল হার ড্যাডি পডকাস্টে দেশি গার্ল হোস্ট অ্যালেক্স কুপারকে বলেন, "তিনি (নিক) কার সঙ্গে ডেটিং করেছেন, তাতে আমি গুরুত্ব দিই না ৷"

ফিমেইলফার্স্ট ডট কো ডট ইউকের রিপোর্ট অনুযায়ী প্রিয়াঙ্কা বলেছেন, "আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি... আমি সবসময়ই এই কথা বলি - আমি আমার বই পিছন দিকে গিয়ে পড়ি না । আমি বিশ্বাস করি আপনি আপনার অধ্যায়ে এগিয়ে যাবেন ৷" 2018 সালের মে মাস থেকে ডেটিং শুরু করেছিলেন নিকইয়াঙ্কা ৷ তার দু মাসের মধ্যেই প্রোপোজ, আর সাত মাসের মধ্যেই বিয়ে ৷ কিন্তু যখন তাঁরা প্রথম একে অপরের জীবনে আসেন, তখন প্রিয়াঙ্কা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন ।

সিটাডেল স্টার তাঁর জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেন, "আমি সেই সময়ে নিকের সঙ্গেও ডেট করিনি কারণ আমি ঠিক করেছিলাম যে, 'আমার জানতে হবে কেন আমি আমার ভুলগুলি পুনরাবৃত্তি করতে থাকি ৷' এবং ভুলের পুনরাবৃত্তিতে সবসময় মনে হচ্ছিল যে আমার আরও সচেতন হওয়া দরকার । সর্বদা অনুভব করি যে, আমার চাকরি বা আমার কাজ বা আমার মিটিং বাতিল করে ঠিক করেছি... আমি আমার সম্পর্কের মধ্যে অদৃশ্য বোধ করতে শুরু করেছিলাম । (কিন্তু) আমার স্বামী আমাকে খুব সহযোগিতা করেছে ৷"

দ্য সাকার স্টার প্রথম পদক্ষেপটি করেছিলেন ৷ তিনি প্রিয়াঙ্কাকে খুব সরাসরি বার্তা দিয়েছিলেন । প্রিয়াঙ্কা সে কথা জানাতে গিয়ে বলেন, "আক্ষরিক অর্থে, তাঁর মেসেজ ছিল, 'আমাকে বলা হয়েছে যে আমাদের দেখা করা উচিত'।" একবার গুগলে নিক ও তাঁর ট্র্যাক 'ক্লোজ'-এর মিউজিক ভিডিয়ো দেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ এবং তারপরই তিনি সিদ্ধান্ত নেন যে নিককে একটা সুযোগ দেবেন ৷

প্রিয়াঙ্কা জানান, "(আমি ভেবেছিলাম), 'সেই শরীরটি অন্তত একটি ডেটের যোগ্য ।' তিনি যখনই আমার জন্য স্টেজে সেই গানটি গেয়েছেন, আমি দুর্বল হয়ে পড়ি... আমি সেই ভিডিয়োটি দেখেছি এবং আমাকে জানালা খোলার কথা ভাবতে হয়েছিল ৷" নিককে পালটা মেসেজ করেন প্রিয়াঙ্কা ৷ তিনি বলেন, "তাঁর প্রতি আমার প্রতিক্রিয়া ছিল, 'আপনি আমাকে টেক্সট করেন না কেন ? আমার দল আমার ডিএম দেখতে পারে ।'"

পাঁচ বছর পরে প্রিয়াঙ্কা ব্যাখ্যা করেন যে, তাঁর প্রতি নিকের সমর্থন তাঁদের সম্পর্ককে মজবুত রাখতে সাহায্য করে । তিনি বলেন, "আমি যে শোগুলি করছি সে সম্পর্কে তিনি সবচেয়ে উত্তেজিত ৷ আমি কার্পেটে থাকলেও তিনি সবচেয়ে উত্তেজিত থাকেন ৷ তিনি সরে যান এবং তিনিও আমার মতো ছবি তুলবেন । আপনার এটাই প্রয়োজন ৷ আপনি সবসময় চাইবেন যে আপনার মানুষটি আপনার চ্যাম্পিয়ন হোন ।"

আরও পড়ুন: রাজস্থানে রহস্যভেদে মন মজেছে দর্শকের, 25 দিনে বক্স অফিসে তিন কোটির ক্লাবে একেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.