ETV Bharat / entertainment

Priyanka Chopra: দীপাবলিতে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছুটি ঘোষণা, আনন্দে চোখে জল প্রিয়াঙ্কার - দীপাবলিতে পাবলিক স্কুলে ছুটি

নিউইয়র্ক সিটিতে (New York City) দীপাবলিতে পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে (Public school holiday on Diwali)৷ এতেই আনন্দে চোখে জল চলে এল প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)৷

Priyanka Chopra Jonas celebrates as New York City declares public school holiday on Diwali
নিউইয়র্ক সিটিতে দীপাবলিতে পাবলিক স্কুলে ছুটি ঘোষণা, আনন্দে চোখে জল প্রিয়াঙ্কার
author img

By

Published : Oct 23, 2022, 4:31 PM IST

নিউইয়র্ক, 23 অক্টোবর: নিউইয়র্ক সিটিতে (New York City) দীপাবলি উপলক্ষে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ সেই আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ তাঁর দেশের উৎসবের এই স্বীকৃতিতে আনন্দাশ্রু এল দেশি গার্লের চোখে (Public school holiday on Diwali)৷

বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির (New York City) মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন যে, 2023 সাল থেকে শহরে দীপাবলিতে পাবলিক স্কুল ছুটি থাকবে । এই ঘোষণার পরই আবেগে ভাসলেন অভিনেত্রী-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখলেন, "এত বছর পর ! কুইন্সে থাকা আমার কিশোরী মন আনন্দের অশ্রু কাঁদছে ।"

কিশোরী বয়সে প্রিয়াঙ্কা পড়াশোনার জন্য আমেরিকায় ছিলেন ৷ সেখানে তিনি তাঁর পিসির সঙ্গে থাকতেন । তিনি নিউটন, ম্যাসাচুসেটস ও আইওয়ার সিডার র‌্যাপিডস এবং নিউ ইয়র্কের কুইন্সের স্কুলে পড়াশোনা করেছেন । 40 বছর বয়সি অভিনেত্রী জেনিফার রাজকুমারের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান মহিলা হলেন জেনিফার যিনি নিউইয়র্কের রাষ্ট্রীয় অফিসে নির্বাচিত হয়েছেন ৷

আরও পড়ুন: কন্যা দিবসে মেয়েকে কোলে নিয়ে প্রয়াত বাবার স্মৃতিতে ডুব প্রিয়াঙ্কার

ওই এলাকায় কয়েক হাজার ভারতীয়ের বাস হওয়ায় নিউইয়র্ক সিটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন দীপাবলিতে স্কুলে ছুটি ঘোষণা করার জন্য বারবার তদ্বির করে আসছিলেন ৷ আইনটি পাশ হয়ে গেলে পরের বছর থেকে নিউইয়র্ক সিটিতে দীপাবলিতে স্কুল ছুটি থাকবে । বৃহস্পতিবারের একটি ইভেন্টে অ্যাডামস বলেন যে, নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলিতে দীপাবলিকে ছুটি ঘোষণা করার মাধ্যমে, "যে অগণিত সংখ্যক মানুষ মনে করেন যে এটা একটা সেলিব্রেশনের সময়, তাঁদের কাছে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাতে চেয়েছিলাম । একইসঙ্গে এটি একটি শিক্ষামূলক মুহূর্ত ৷ কারণ যখন আমরা দীপাবলিকে স্বীকার করছি, তখন আমরা শিশুদের দীপাবলি সম্পর্কে শিখতে উত্সাহিতও করছি ৷ তাঁদের আলোর উত্সব উদযাপনের অর্থ কী এবং কীভাবে তাঁরা নিজের মধ্যে আলো জ্বালাবে- সে সম্পর্কে আমরা কথা বলতে শুরু করব ৷"

জেনিফার রাজকুমার বলেন, গর্বিত যে "আমাদের সময় এসেছে । হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদের 2,00,000 নিউ ইয়র্কবাসীকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, যাঁরা আলোর উত্সব দিওয়ালি উদযাপন করেন । এ সপ্তাহে রাজকুমার দেশের রাজধানীতে একটি আইন প্রবর্তন করেছেন, যা স্কুলের ছুটির ক্যালেন্ডারে দীপাবলির জন্য জায়গা করে দিয়েছে ৷

নিউইয়র্ক, 23 অক্টোবর: নিউইয়র্ক সিটিতে (New York City) দীপাবলি উপলক্ষে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ সেই আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)৷ তাঁর দেশের উৎসবের এই স্বীকৃতিতে আনন্দাশ্রু এল দেশি গার্লের চোখে (Public school holiday on Diwali)৷

বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির (New York City) মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন যে, 2023 সাল থেকে শহরে দীপাবলিতে পাবলিক স্কুল ছুটি থাকবে । এই ঘোষণার পরই আবেগে ভাসলেন অভিনেত্রী-প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখলেন, "এত বছর পর ! কুইন্সে থাকা আমার কিশোরী মন আনন্দের অশ্রু কাঁদছে ।"

কিশোরী বয়সে প্রিয়াঙ্কা পড়াশোনার জন্য আমেরিকায় ছিলেন ৷ সেখানে তিনি তাঁর পিসির সঙ্গে থাকতেন । তিনি নিউটন, ম্যাসাচুসেটস ও আইওয়ার সিডার র‌্যাপিডস এবং নিউ ইয়র্কের কুইন্সের স্কুলে পড়াশোনা করেছেন । 40 বছর বয়সি অভিনেত্রী জেনিফার রাজকুমারের একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান মহিলা হলেন জেনিফার যিনি নিউইয়র্কের রাষ্ট্রীয় অফিসে নির্বাচিত হয়েছেন ৷

আরও পড়ুন: কন্যা দিবসে মেয়েকে কোলে নিয়ে প্রয়াত বাবার স্মৃতিতে ডুব প্রিয়াঙ্কার

ওই এলাকায় কয়েক হাজার ভারতীয়ের বাস হওয়ায় নিউইয়র্ক সিটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন দীপাবলিতে স্কুলে ছুটি ঘোষণা করার জন্য বারবার তদ্বির করে আসছিলেন ৷ আইনটি পাশ হয়ে গেলে পরের বছর থেকে নিউইয়র্ক সিটিতে দীপাবলিতে স্কুল ছুটি থাকবে । বৃহস্পতিবারের একটি ইভেন্টে অ্যাডামস বলেন যে, নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলিতে দীপাবলিকে ছুটি ঘোষণা করার মাধ্যমে, "যে অগণিত সংখ্যক মানুষ মনে করেন যে এটা একটা সেলিব্রেশনের সময়, তাঁদের কাছে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাতে চেয়েছিলাম । একইসঙ্গে এটি একটি শিক্ষামূলক মুহূর্ত ৷ কারণ যখন আমরা দীপাবলিকে স্বীকার করছি, তখন আমরা শিশুদের দীপাবলি সম্পর্কে শিখতে উত্সাহিতও করছি ৷ তাঁদের আলোর উত্সব উদযাপনের অর্থ কী এবং কীভাবে তাঁরা নিজের মধ্যে আলো জ্বালাবে- সে সম্পর্কে আমরা কথা বলতে শুরু করব ৷"

জেনিফার রাজকুমার বলেন, গর্বিত যে "আমাদের সময় এসেছে । হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদের 2,00,000 নিউ ইয়র্কবাসীকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, যাঁরা আলোর উত্সব দিওয়ালি উদযাপন করেন । এ সপ্তাহে রাজকুমার দেশের রাজধানীতে একটি আইন প্রবর্তন করেছেন, যা স্কুলের ছুটির ক্যালেন্ডারে দীপাবলির জন্য জায়গা করে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.