ETV Bharat / entertainment

Prabhas to Play Lord Shiva: রামের পর শিবের চরিত্রে প্রভাস ,মুখ্য ভূমিকায় কৃতির বোন নূপূর শ্যানন ! - Prabhas New Film

Prabhas New Film: রামের পর এবার ভগবান শিবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রভাস ৷ সিনেমার নাম কান্নাপা ৷ তাঁর সঙ্গে দেখা যাবে কৃতি শ্যাননের বোন নুপুরকে ৷ প্রযোজক বিষ্ণু মাঞ্চু সোশাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করে এমনই ইঙ্গিত দিয়েছেন ।

Prabhas New Film
শিবের চরিত্রে প্রভাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 7:44 PM IST

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: আদিপুরুষে তাঁকে দেখা গিয়েছিল ভগবান রামের চরিত্রে ৷ এবার কি তাহলে প্রভাস আরেকটি মহাকাব্যিক পৌরাণিক চরিত্রে অভিনয় করতে চলেছেন ? হ্যাঁ সম্প্রতি এমনই খবর ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ ভারতের আকাশে বাতাসে ৷ কানা ঘুষো শোনা যাচ্ছে, এবার কান্নাপা নামের আসন্ন পিরিয়ড ড্রামা ছবিতে ভগবান শিবের চরিত্রে অভিনয় করবেন প্রভাস । আর এই খবর সামনে আসার পরই উত্তেজনা যেন বাধ মানছে না এই দক্ষিণী তারকার অনুরাগীদের ৷ তবে খবরটি যে একবারেই ভুল নয়, তা স্পষ্ট করেছেন প্রযোজক বিষ্ণু মাঞ্চু ৷ তিনি নিশ্চিত করেছেন যে সত্যিই প্রভাস শিবের চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ যদিও ছবিতে প্রভাসের চরিত্র সম্পর্কে এখনও কিছু খোলসা করে জানানো হয়নি ৷ তবে বিষ্ণু মাঞ্চু রহস্য রেখেই বলেন, "হর হর মহাদেব ৷"

জানা গিয়েছে, শীঘ্রই কান্নাপ্পা সিনেমাটি নির্মাণের কাজ শুরু হতে চলেছে এবং তার আগে একটি পুজোরও আয়োজন করা হয় ৷ মুকেশ সিং-এর পরিচালনায় তৈরি হবে কান্নাপ্পা । যার চিত্রনাট্য লিখেছেন প্রতিভাবান ত্রয়ী পারুচুরি গোপালকৃষ্ণ, বুরা সাই মাধব এবং থোটা প্রসাদ ৷ এছাড়াও, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যাননের বোন নূপুর । আভা এন্টারটেইনমেন্ট এবং 24 ফ্রেম ফ্যাক্টরির ব্যানারে ফিল্মটি নির্মিত হবে ৷ কান্নাপ্পায় সংগীত পরিচালনা করছেন মণি শর্মা এবং স্টিফেন দেবাসি ৷

আরও পড়ুন: শাহরুখকে 'ওয়াকওভার' দিয়ে সালার মুক্তির দিন পিছোলেন প্রভাস

তবে কান্নাপ্পার আগে সালার পার্ট 1 নিয়ে রূপালী পর্দায় আসতে চলেছেন প্রভাস । এই অ্যাকশন-প্যাকড ফিল্মে তাঁর সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ তবে পিছিয়ে নভেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে । এছাড়া প্রভাসকে দেখা যাবে কল্কি 2898এডি ছবিতে । যেখানে তাঁর সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো তাবড় অভিনেতারা ।

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: আদিপুরুষে তাঁকে দেখা গিয়েছিল ভগবান রামের চরিত্রে ৷ এবার কি তাহলে প্রভাস আরেকটি মহাকাব্যিক পৌরাণিক চরিত্রে অভিনয় করতে চলেছেন ? হ্যাঁ সম্প্রতি এমনই খবর ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ ভারতের আকাশে বাতাসে ৷ কানা ঘুষো শোনা যাচ্ছে, এবার কান্নাপা নামের আসন্ন পিরিয়ড ড্রামা ছবিতে ভগবান শিবের চরিত্রে অভিনয় করবেন প্রভাস । আর এই খবর সামনে আসার পরই উত্তেজনা যেন বাধ মানছে না এই দক্ষিণী তারকার অনুরাগীদের ৷ তবে খবরটি যে একবারেই ভুল নয়, তা স্পষ্ট করেছেন প্রযোজক বিষ্ণু মাঞ্চু ৷ তিনি নিশ্চিত করেছেন যে সত্যিই প্রভাস শিবের চরিত্রে অভিনয় করতে চলেছেন ৷ যদিও ছবিতে প্রভাসের চরিত্র সম্পর্কে এখনও কিছু খোলসা করে জানানো হয়নি ৷ তবে বিষ্ণু মাঞ্চু রহস্য রেখেই বলেন, "হর হর মহাদেব ৷"

জানা গিয়েছে, শীঘ্রই কান্নাপ্পা সিনেমাটি নির্মাণের কাজ শুরু হতে চলেছে এবং তার আগে একটি পুজোরও আয়োজন করা হয় ৷ মুকেশ সিং-এর পরিচালনায় তৈরি হবে কান্নাপ্পা । যার চিত্রনাট্য লিখেছেন প্রতিভাবান ত্রয়ী পারুচুরি গোপালকৃষ্ণ, বুরা সাই মাধব এবং থোটা প্রসাদ ৷ এছাড়াও, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যাননের বোন নূপুর । আভা এন্টারটেইনমেন্ট এবং 24 ফ্রেম ফ্যাক্টরির ব্যানারে ফিল্মটি নির্মিত হবে ৷ কান্নাপ্পায় সংগীত পরিচালনা করছেন মণি শর্মা এবং স্টিফেন দেবাসি ৷

আরও পড়ুন: শাহরুখকে 'ওয়াকওভার' দিয়ে সালার মুক্তির দিন পিছোলেন প্রভাস

তবে কান্নাপ্পার আগে সালার পার্ট 1 নিয়ে রূপালী পর্দায় আসতে চলেছেন প্রভাস । এই অ্যাকশন-প্যাকড ফিল্মে তাঁর সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ তবে পিছিয়ে নভেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে । এছাড়া প্রভাসকে দেখা যাবে কল্কি 2898এডি ছবিতে । যেখানে তাঁর সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মতো তাবড় অভিনেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.