হায়দরাবাদ, 21 জুলাই: ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে প্রভাসের 'প্রজেক্ট কে' ছবির টিজার ৷ আর টিজার সামনে আসতে না-আসতেই উন্মাদনার বাঁধ ভেঙেছে সকলের ৷ কারণ ঠিক যে অ্যাকশন হিরোকে তাঁরা দেখতে চেয়েছিলেন পর্দায়, ঠিক সেভাবেই কামব্যাক করেছেন প্রভাস ৷ ভারতের এই নতুন সুপারহিরোকে নিয়ে তাই যথেষ্ট খুশি ফ্য়ানেরা ৷ এরই মাঝে সেই উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন প্রভাস নিজেই ৷ কারণ 'আরআরআর' স্টার রামচরণের সঙ্গে তাঁর পরবর্তী কাজ নিয়ে বড় আপডেট দিলেন এই সুপারস্টার ৷
সম্প্রতি সামনে এসেছে এমন একটি ভিডিয়ো যেখানে প্রভাসকে রামচরণের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে ৷ ভিডিয়োতে তিনি বলেন, "রামচরণ আমার বন্ধু ৷ ওরা সবাই আমার বন্ধু ৷ তাই আমরা নিশ্চয়ই একদিন একসঙ্গে কাজ করব ৷" এই ভিডিয়ো ক্লিপিং সামনে আসার পর থেকেই তা নিয়ে রীতিমতো উৎসাহিত ফ্যানেরা ৷ তাঁদের একজন লেখেন, "যদি এটা হয় তাহলে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় জোট হতে চলেছে ৷" আরেকজন লেখেন, "এই কম্বোটির জন্য় অপেক্ষা করে আছি ৷"
-
😍 waiting for this combo.. #Prabhas #DilRaju50thBirthdayBash #Adipurush #RadheShyam #DilRaju50thbdaybash #RamCharan #rrr #prabhasramcharan #BheemforRamaraju pic.twitter.com/Kp2ZMWewl3
— Rebel 🦁 (@Setti_Tweetz) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">😍 waiting for this combo.. #Prabhas #DilRaju50thBirthdayBash #Adipurush #RadheShyam #DilRaju50thbdaybash #RamCharan #rrr #prabhasramcharan #BheemforRamaraju pic.twitter.com/Kp2ZMWewl3
— Rebel 🦁 (@Setti_Tweetz) December 18, 2020😍 waiting for this combo.. #Prabhas #DilRaju50thBirthdayBash #Adipurush #RadheShyam #DilRaju50thbdaybash #RamCharan #rrr #prabhasramcharan #BheemforRamaraju pic.twitter.com/Kp2ZMWewl3
— Rebel 🦁 (@Setti_Tweetz) December 18, 2020
অনেকেই আবার এও দাবি করছেন 'প্রজেক্ট কে' ছবিতেই নাকি একটি ক্য়ামিয়ো চরিত্রে দেখা যেতে পারে রামচরণকে ৷ কেউ মনে করছেন এই ভিডিয়োতে সেই আভাসই দিয়েছেন প্রভাস ৷ আবার কারও দাবি, আরও একটি নতুন ছবির পরিকল্পনা করছেন ৷ এই সমস্ত প্রজেক্ট থেকে নাকি তা একেবারে আলাদা হতে চলেছে ৷ যদিও কোনওপক্ষের তরফেই স্পষ্ট কোনও খবর এখনও সামনে আসেনি ৷
-
Arey
— DHRUVA 01 (@saikalyanmorla1) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Prahbas Anna Charan Anna
Inta close ha
Nenu asalu expect cheyaledhu
Tq Prabhas Anna❤
Prabhas-Ram charan
Bahubali-Ramaraju#Prabhas𓃵 #RamCharan #ProjectKGlimpse #ProjectK #rangastalam @PrabhasRaju @AlwaysRamCharan pic.twitter.com/xjUqHRGHAU
">Arey
— DHRUVA 01 (@saikalyanmorla1) July 21, 2023
Prahbas Anna Charan Anna
Inta close ha
Nenu asalu expect cheyaledhu
Tq Prabhas Anna❤
Prabhas-Ram charan
Bahubali-Ramaraju#Prabhas𓃵 #RamCharan #ProjectKGlimpse #ProjectK #rangastalam @PrabhasRaju @AlwaysRamCharan pic.twitter.com/xjUqHRGHAUArey
— DHRUVA 01 (@saikalyanmorla1) July 21, 2023
Prahbas Anna Charan Anna
Inta close ha
Nenu asalu expect cheyaledhu
Tq Prabhas Anna❤
Prabhas-Ram charan
Bahubali-Ramaraju#Prabhas𓃵 #RamCharan #ProjectKGlimpse #ProjectK #rangastalam @PrabhasRaju @AlwaysRamCharan pic.twitter.com/xjUqHRGHAU
আরও পড়ুন: রাস্তায় নগ্ন 'মনিপুরের মা' প্রতিবাদে সরব প্রিয়াঙ্কা আলিয়ারাও
প্রভাসের কথা বলতে গেলে তাঁর হাতে এখন রয়েছে দু'টি বড় ছবির কাজ ৷ তাঁর 'সালার' ছবির ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে ৷ আর নাগ অশ্বিন পরিচালিত 'কলকি 2898এডি' বা 'প্রজেক্ট কে' ছবির টিজারও মুক্তি পেল বৃহস্পতবার ৷ আগামী বছর 12 জানুয়ারি এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ অন্যদিকে রামচরণকে আগামীতে দেখা যাবে 'গেম চেঞ্জার' ছবিতে ৷