কলকাতা, 15 অগস্ট: আসছে নতুন ওয়েব সিরিজ 'ভাগাড়'। বছর কয়েক আগে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা । পরিচালক রাজদীপ ঘোষ এবার ওয়েব সিরিজের গল্প হিসাবে বেছেন নিলেন সেদিনের সেই ফেলে আসা ঘটনাকেই ৷ চরিত্রদের লুক আগেই সামনে এসেছে । এবার হাজির সিরিজের মূল পোস্টার (New Web Series Bhagar Poster Launch)।
ছ'জন মূল চরিত্রকে নানান ক্রিয়াকর্মে ব্যস্ত থাকতে দেখবে দর্শক । কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার । সহযোগিতায় অসীম মুখোপাধ্যায় । কাহিনির দিকে তাকালে দেখা যায়, স্বামী পরেশের পুরুষত্বের বড় অভাব । তাই পাড়ার কানা বাপির সঙ্গে স্বামীর সামনেই শরীরিক সঙ্গমে কোনও দ্বিধাবোধ করে না পুষ্প । ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত পরেশ তাই একদিন আত্মহত্যার পথ বেছে নেয় ।
কিন্তু সে আবার ভিতুও বটে । ফলে মরার যাবতীয় চেষ্টা একের পর এক ব্যর্থ হতে থাকে । আর ঠিক তখনই খবরের কাগজের একটি খবর তার নজরে পড়ে, এক ব্যক্তি সুপারি কিলার লাগিয়ে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বেছে নিয়েছে যন্ত্রণাহীন মৃত্যু । এবার সে সেই সুপারি কিলারকে খুঁজতে থাকে । অন্যদিকে ইউটিউবার অনির্বাণ তার নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে এক জাল বেবিফুড ফ্যাক্টরির হদিস পায় । এর মালিক ইকবাল শাহেরিয়া । তার ছবি দেখে চমকে ওঠে অনির্বাণ । সে চিনতে পারে নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় অ্যারেস্ট হওয়া কুখ্যাত সমাজবিরোধী ইদ্রিস আলিকে । আজ যেমন সে সুপারি কিলার, তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা । এরপর ঘটনার জল কোথা থেকে কোথায় গড়ায় সেটাই দেখার এই সিরিজে ।
আরও পড়ুন: বাঙাল ঘটি মিলিয়ে দিলেন সোহম, পথশিশুদের নিয়ে ইলিশ চিংড়ি উৎসব বিধায়কের
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী, রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায় প্রমুখ । চিত্রগ্রহণে সুদীপ্ত মজুমদার, শিল্প নির্দেশনায় মৃদুল -শাশ্বতী, সহযোগী পরিচালনায় রোহিত দে, মেকআপ-এ রামচন্দ্র রজক, পোশাক পরিকল্পনায় মুনমুন- অনুস্কা,সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল দাস । ক্লিক প্ল্যাটফর্মে খুব শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।