ETV Bharat / entertainment

Pop Singer Shakira: কর ফাঁকির অভিযোগ! জেলের ঘানি টানতে হতে পারে পপ গায়িকা শাকিরাকে - কর ফাঁকির অভিযোগ জেলের ঘানি টানতে হতে পারে পপ গায়িকা শাকিরাকে

কর ফাঁকি সংক্রান্ত একটি মামলায় 8 বছর পর্যন্ত জেল হতে পারে পপ গায়িকা শাকিরার ৷ 2012 থেকে 2014 সাল পর্যন্ত স্প্যানিশ ট্যাক্স অফিসে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে শাকিরার বিরুদ্ধে (Shakira Income Tax case) ৷

Pop singer Shakira
কর ফাঁকির অভিযোগ! জেলের ঘানি টানতে হতে পারে পপ গায়িকা শাকিরাকে
author img

By

Published : Jul 30, 2022, 12:23 PM IST

মাদ্রিদ, 30 জুলাই: আইনি জটিলতার ফাঁদে পড়ে জেলের ঘানি টানতে হতে পারে পপ গায়িকা শাকিরাকে ৷ খবর অনুযায়ী, কর ফাঁকি সংক্রান্ত একটি মামলায় 8 বছর পর্যন্ত জেল হতে পারে এই গায়িকার (Shakira income tax case)৷ 2012 থেকে 2014 সাল পর্যন্ত স্প্যানিশ ট্যাক্স অফিসে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে শাকিরার বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, এই ক্ষেত্রে স্প্যানিশ প্রসিকিউটরের তরফে এই নোটিশ আসার পর দু'টি পথ খোলা ছিল শাকিরার কাছে ৷ একটি হল জরিমানা দেওয়া এবং অন্যটি হল পুরো বিষয়টির নির্দিষ্ট তদন্ত ৷ তদন্তেরই সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা ৷

স্প্যানিশ প্রসিকিউটর শুক্রবার স্পষ্টভাবে বলেছেন যে তিনি গায়িকার বিরুদ্ধে 8 বছরের সাজার দাবি করবেন । কারণ গায়িকা কর ফাঁকির বিষয়টি উপেক্ষা করে একটি বড় ভুল করেছেন । এর পাশাপাশি তাঁর কাছ থেকে 45 মিলিয়ন ডলার জরিমানাও দাবি করা হবে । প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রায় 60 মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে শাকিরার ৷ তাঁর অবশ্য় দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ তাই নির্দিষ্ট তদন্ত চান ৷ এই কারণেই আদালতে আবেদনও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 'সিআইডি' খ্যাত অভিনেতা রসিক দাভে

শাকিরার আইনজীবীদের মতে তিনি সম্পূর্ণ নির্দোষ ৷ তাঁর আইনজীবীরা বলছেন, 2013-14 সালে তিনি আন্তর্জাতিক সফরে ছিলেন ৷ তাঁর বেশিরভাগ উপার্জনই ছিল সেই সফর থেকে ৷ এরপর 2015 সালে, তিনি সমস্ত কর পরিশোধ করতে স্পেনে গিয়েছিলেন। শাকিরার মতে, তিনি স্প্যানিশ কর কর্তৃপক্ষকে 17.2 মিলিয়ন ইউরো প্রদান করেছেন এবং ঋণমুক্ত।

মাদ্রিদ, 30 জুলাই: আইনি জটিলতার ফাঁদে পড়ে জেলের ঘানি টানতে হতে পারে পপ গায়িকা শাকিরাকে ৷ খবর অনুযায়ী, কর ফাঁকি সংক্রান্ত একটি মামলায় 8 বছর পর্যন্ত জেল হতে পারে এই গায়িকার (Shakira income tax case)৷ 2012 থেকে 2014 সাল পর্যন্ত স্প্যানিশ ট্যাক্স অফিসে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে শাকিরার বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, এই ক্ষেত্রে স্প্যানিশ প্রসিকিউটরের তরফে এই নোটিশ আসার পর দু'টি পথ খোলা ছিল শাকিরার কাছে ৷ একটি হল জরিমানা দেওয়া এবং অন্যটি হল পুরো বিষয়টির নির্দিষ্ট তদন্ত ৷ তদন্তেরই সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা ৷

স্প্যানিশ প্রসিকিউটর শুক্রবার স্পষ্টভাবে বলেছেন যে তিনি গায়িকার বিরুদ্ধে 8 বছরের সাজার দাবি করবেন । কারণ গায়িকা কর ফাঁকির বিষয়টি উপেক্ষা করে একটি বড় ভুল করেছেন । এর পাশাপাশি তাঁর কাছ থেকে 45 মিলিয়ন ডলার জরিমানাও দাবি করা হবে । প্রসঙ্গত, এখনও পর্যন্ত প্রায় 60 মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে শাকিরার ৷ তাঁর অবশ্য় দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ তাই নির্দিষ্ট তদন্ত চান ৷ এই কারণেই আদালতে আবেদনও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 'সিআইডি' খ্যাত অভিনেতা রসিক দাভে

শাকিরার আইনজীবীদের মতে তিনি সম্পূর্ণ নির্দোষ ৷ তাঁর আইনজীবীরা বলছেন, 2013-14 সালে তিনি আন্তর্জাতিক সফরে ছিলেন ৷ তাঁর বেশিরভাগ উপার্জনই ছিল সেই সফর থেকে ৷ এরপর 2015 সালে, তিনি সমস্ত কর পরিশোধ করতে স্পেনে গিয়েছিলেন। শাকিরার মতে, তিনি স্প্যানিশ কর কর্তৃপক্ষকে 17.2 মিলিয়ন ইউরো প্রদান করেছেন এবং ঋণমুক্ত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.