ETV Bharat / entertainment

Pop Kaun Makes Tribute to Satish: সতীশ কৌশিককে কুর্নিশ জানিয়ে ট্রেলার হাজির করল 'পপ কন' টিম - সতীশ কৌশিককে শ্রদ্ধা জানালেন পপ কন নির্মাতারা

তাঁর নতুন সিরিজের ট্রেলার সামনে এনে সতীশ কৌশিককে শ্রদ্ধা জানালেন 'পপ কন' নির্মাতারা । সতীশ কৌশিকের অসামান্য অভিনয় প্রতিভাকে কুর্নিশ জানালেন সকলেই (Pop Kaun Trailer Out)।

Pop Kaun Makes Tribute to Satish
সতীশ কৌশিককে শ্রদ্ধা জানালেন পপ কন নির্মাতারা
author img

By

Published : Mar 10, 2023, 8:14 PM IST

Updated : Mar 12, 2023, 10:49 PM IST

মুম্বই, 10 মার্চ: তাঁকে বলা হত কমেডির অন্যতম ওস্তাদ ৷ বৃহস্পতিবার সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন হাসির রাজা সতীশ কৌশিক ৷ মুম্বইয়ে তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ শিল্পী হারিয়ে গেলেও থেকে যায় তাঁর কাজ ৷ ঠিক সেভাবেই তাঁকে শ্রদ্ধা জানালেন 'পপ কন' নির্মাতারা ৷ ডিজনি প্লাস হটস্টারে আগামী 17 মার্চ আসতে চলেছে এই শো ৷ এই প্রজেক্টে রয়েছে হাসির ফোয়ারা ৷ কারণ একই জনি লিভার, তাঁর কন্যা, সৌরভ শুক্লা, রাজপাল যাদবের মতো অভিনেতা অভিনেত্রীরা স্ক্রিনশেয়ার করেছেন এই সিরিজে ৷ এই কাহিনির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা ছিলেন সতীশ কৌশিকও (Pop Kaun Trailer Out)৷

আর তাই এদিন ট্রেলার প্রকাশ্য়ে এনে তাঁকেই শুভেচ্ছা জানালেন নির্মাতারা ৷ তাঁরা লিখলেন, 'কমেডির কিংবদন্তি সতীশ কৌশিককে সেলাম ৷ যাঁর কাজ আমাদের বছরের পর বছর হাসিয়েছে ৷' নির্মাতারা এও জানিয়েছেন 17 মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের ৷ 'পপ কন' সিরিজে অভিনয় করেছেন কৃতি স্যাননের বোন নুপুর স্যানন এবং কুনাল কেমুও ৷

এমন একজন ঘিরে তৈরি হয়েছে এই গল্প যে তাঁর বাবার সঠিক পরিচয় জানে না । আর সেটাই তাঁর জীবনকে দুর্বিষহ করে তোলে কারণ তাঁর একের পর এক সমস্য়া তৈরি হয় এই পিতৃ পরিচয় নিয়ে । তাঁর প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই বড় হোঁচট খায় শুধু এই কারণে। কাহিনির পরতে পরতে রয়েছে হাসির বাতাবরণ । চোখা চোখা হাসির সংলাপ আপনার মনের চাপ কিছুটা কমতেই পারে ৷

আরও পড়ুন: পুরীর সমুদ্র সৈকতে প্রিয় অভিনেতাকে বিশেষ শ্রদ্ধা জানালেন সুদর্শন

প্রসঙ্গত, এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি । এই সামজির হাত ধরে খুব তাড়াতাড়ি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের ভাইজান সলমন খানও । সে ছবির নাম 'কিসি কা ভাই কিসি কা জান'। তবে তার আগে এই কমেডির অ্যাটমবোম কেমন ফাটে আর তা ওটিটি-তে কোনও শোরগোল তৈরি করতে পারে কি না, সেটাই দেখার ।

মুম্বই, 10 মার্চ: তাঁকে বলা হত কমেডির অন্যতম ওস্তাদ ৷ বৃহস্পতিবার সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন হাসির রাজা সতীশ কৌশিক ৷ মুম্বইয়ে তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ শিল্পী হারিয়ে গেলেও থেকে যায় তাঁর কাজ ৷ ঠিক সেভাবেই তাঁকে শ্রদ্ধা জানালেন 'পপ কন' নির্মাতারা ৷ ডিজনি প্লাস হটস্টারে আগামী 17 মার্চ আসতে চলেছে এই শো ৷ এই প্রজেক্টে রয়েছে হাসির ফোয়ারা ৷ কারণ একই জনি লিভার, তাঁর কন্যা, সৌরভ শুক্লা, রাজপাল যাদবের মতো অভিনেতা অভিনেত্রীরা স্ক্রিনশেয়ার করেছেন এই সিরিজে ৷ এই কাহিনির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা ছিলেন সতীশ কৌশিকও (Pop Kaun Trailer Out)৷

আর তাই এদিন ট্রেলার প্রকাশ্য়ে এনে তাঁকেই শুভেচ্ছা জানালেন নির্মাতারা ৷ তাঁরা লিখলেন, 'কমেডির কিংবদন্তি সতীশ কৌশিককে সেলাম ৷ যাঁর কাজ আমাদের বছরের পর বছর হাসিয়েছে ৷' নির্মাতারা এও জানিয়েছেন 17 মার্চ থেকে স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের ৷ 'পপ কন' সিরিজে অভিনয় করেছেন কৃতি স্যাননের বোন নুপুর স্যানন এবং কুনাল কেমুও ৷

এমন একজন ঘিরে তৈরি হয়েছে এই গল্প যে তাঁর বাবার সঠিক পরিচয় জানে না । আর সেটাই তাঁর জীবনকে দুর্বিষহ করে তোলে কারণ তাঁর একের পর এক সমস্য়া তৈরি হয় এই পিতৃ পরিচয় নিয়ে । তাঁর প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছনোর আগেই বড় হোঁচট খায় শুধু এই কারণে। কাহিনির পরতে পরতে রয়েছে হাসির বাতাবরণ । চোখা চোখা হাসির সংলাপ আপনার মনের চাপ কিছুটা কমতেই পারে ৷

আরও পড়ুন: পুরীর সমুদ্র সৈকতে প্রিয় অভিনেতাকে বিশেষ শ্রদ্ধা জানালেন সুদর্শন

প্রসঙ্গত, এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি । এই সামজির হাত ধরে খুব তাড়াতাড়ি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের ভাইজান সলমন খানও । সে ছবির নাম 'কিসি কা ভাই কিসি কা জান'। তবে তার আগে এই কমেডির অ্যাটমবোম কেমন ফাটে আর তা ওটিটি-তে কোনও শোরগোল তৈরি করতে পারে কি না, সেটাই দেখার ।

Last Updated : Mar 12, 2023, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.