ETV Bharat / entertainment

Aamir Khan: দয়া করে আমার ছবি বয়কট করবেন না, ট্রোলারদের অনুরোধ আমিরের - aamir khan latest updates

মিস্টার পারফেকশনিস্টের নতুন ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পেতে চলেছে 11 অগস্ট ৷ কিন্তু তার আগেই টুইটারে ট্রেন্ড করছে 'বয়কট লাল সিং চাড্ডা' স্লোগান ৷ এবার মুখ খুললেন আমির নিজেই ৷ (Aamir Khan on Boycott Laal Singh Chaddha trend)৷

Aamir Khan
দয়া করে আমার ছবি বয়কট করবেন না, ট্রোলারদের অনুরোধ আমিরের
author img

By

Published : Aug 1, 2022, 5:57 PM IST

মুম্বই, 1 অগস্ট: প্রায় চারবছর আগে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি 'ঠাগস অফ হিন্দুস্তান', তারপর এক লম্বা বিরতির পর ফের পর্দায় ফিরছেন আমির খান ৷ মিস্টার পারফেকশনিস্টের নতুন ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পেতে চলেছে 11 অগস্ট ৷ কিন্তু সেই ছবি পর্দায় আসার আগেই শুরু হয়ে গিয়েছে নেতিবাচক প্রচার ৷ টুইটারে ট্রেন্ড করছে 'বয়কট লাল সিং চাড্ডা' স্লোগান (Aamir Khan on Boycott Laal Singh Chaddha trend)৷

নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমিরের পুরোনো ভিডিয়ো ক্লিপিংস ৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা'-র কথা ৷ আর সেই প্রসঙ্গ টেনেই তাঁর ছবির উপর আরও ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা ৷ এবার এই সমস্ত দেখে মুখ খুললেন আমির নিজেই ৷ দর্শকদের কাছে তাঁর একটাই অনুরোধ তাঁর ছবিটি যেন তাঁরা দেখেন ৷

তিনি বলেন, "হ্যাঁ, আমি দুঃখিত। আমি আরও দুঃখিত কারণ কিছু মানুষ যাঁরা এই কথা বলছেন তাঁরা মনে মনে বিশ্বাস করেন আমি এমন একজন মানুষ যে ভারতকে ভালবাসে না ৷ তাঁদের অন্তরে এটাই তাঁদের বিশ্বাস ৷ কিন্তু এটা অসত্য ৷" তাঁর মতে, কিছু মানুষ যা বিশ্বাস করে বিষয়টা মোটেই তেমন নয় ৷ ট্রোলারদেরও এদিন অনুরোধ করে আমির বলেন, "দয়া করে আমার ছবি বয়কট করবেন না। দয়া করে আমার ছবি দেখুন।"

আরও পড়ুন: রুক্মিণীকে বিচারকের আসনে দেখতে চাননি দেব, কেন জানেন?

আমির-করিনার সঙ্গে ছবিতে রয়েছেন মোনা সিং, নাগা চৈতন্যের মত অভিনেতা অভিনেত্রীরা ৷ ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে অদ্বৈত চন্দনের উপর ৷ অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এরই হিন্দি রিমেক আমিরের এই কমেডি ড্রামা ৷ 1994 সালে মুক্তি পাওয়া টম হ্যাংক্সের এই বিখ্যাত ছবিকেই এবার অন্য়ভাবে পর্দায় আনার চেষ্টা করছেন আমির এবং তাঁর সহকারীরা ৷

মুম্বই, 1 অগস্ট: প্রায় চারবছর আগে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি 'ঠাগস অফ হিন্দুস্তান', তারপর এক লম্বা বিরতির পর ফের পর্দায় ফিরছেন আমির খান ৷ মিস্টার পারফেকশনিস্টের নতুন ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পেতে চলেছে 11 অগস্ট ৷ কিন্তু সেই ছবি পর্দায় আসার আগেই শুরু হয়ে গিয়েছে নেতিবাচক প্রচার ৷ টুইটারে ট্রেন্ড করছে 'বয়কট লাল সিং চাড্ডা' স্লোগান (Aamir Khan on Boycott Laal Singh Chaddha trend)৷

নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমিরের পুরোনো ভিডিয়ো ক্লিপিংস ৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা'-র কথা ৷ আর সেই প্রসঙ্গ টেনেই তাঁর ছবির উপর আরও ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা ৷ এবার এই সমস্ত দেখে মুখ খুললেন আমির নিজেই ৷ দর্শকদের কাছে তাঁর একটাই অনুরোধ তাঁর ছবিটি যেন তাঁরা দেখেন ৷

তিনি বলেন, "হ্যাঁ, আমি দুঃখিত। আমি আরও দুঃখিত কারণ কিছু মানুষ যাঁরা এই কথা বলছেন তাঁরা মনে মনে বিশ্বাস করেন আমি এমন একজন মানুষ যে ভারতকে ভালবাসে না ৷ তাঁদের অন্তরে এটাই তাঁদের বিশ্বাস ৷ কিন্তু এটা অসত্য ৷" তাঁর মতে, কিছু মানুষ যা বিশ্বাস করে বিষয়টা মোটেই তেমন নয় ৷ ট্রোলারদেরও এদিন অনুরোধ করে আমির বলেন, "দয়া করে আমার ছবি বয়কট করবেন না। দয়া করে আমার ছবি দেখুন।"

আরও পড়ুন: রুক্মিণীকে বিচারকের আসনে দেখতে চাননি দেব, কেন জানেন?

আমির-করিনার সঙ্গে ছবিতে রয়েছেন মোনা সিং, নাগা চৈতন্যের মত অভিনেতা অভিনেত্রীরা ৷ ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে অদ্বৈত চন্দনের উপর ৷ অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এরই হিন্দি রিমেক আমিরের এই কমেডি ড্রামা ৷ 1994 সালে মুক্তি পাওয়া টম হ্যাংক্সের এই বিখ্যাত ছবিকেই এবার অন্য়ভাবে পর্দায় আনার চেষ্টা করছেন আমির এবং তাঁর সহকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.