মুম্বই, 13 নভেম্বর: অনুমতি নিয়েই 'কারার ঐ লৌহ কপাট' গানের সুরে পরিবর্তন করা হয়েছে ৷ তবে বাঙালির আবেগে ধাক্কা লাগলে নির্মাতারা সেজন্য ক্ষমাপ্রার্থী ৷ ঠিক এভাবেই বিদ্রোহী কবির গান সংক্রান্ত বিতর্কের জবাব দিলেন 'পিপ্পা' নির্মাতারা ৷ প্রসঙ্গত, তাঁরা জানিয়েছেন প্রয়াত কল্যানী কাজী অর্থাৎ কবির পূত্রবধূর কাছে তাঁরা এই নিয়ে অনুমতিও নিয়েছেন ৷ আর এই অনুমতিপত্রের সাক্ষী ছিলেন কাজী অনির্বাণও ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুক্তি পায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি 'পিপ্পা' ছবির এই গান ৷ গানটিতে সুর দেন এআর রহমান ৷ তবে রহমানের দেওয়া সুর এই গানের প্রচলিত সুরের থেকে অনেকখানি আলাদা ৷ যার জেরে অনেক সঙ্গীতপ্রেমীরই এই সুর পছন্দ হয়নি ৷ তাই নিয়েই তৈরি হয় বিতর্ক ৷
বিতর্ক চলার বেশ কয়েকদিন পর তা নিয়ে মুখ খুললেন নির্মাতারা ৷ একটি দীর্ঘ বিজ্ঞপ্তি জারি করে তাঁরা লিখেছেন, "কারার ঐ লৌহ কপাট গানটি নিয়ে কয়েকদিন ধরে যে বিতর্ক চলেছে তা নিয়ে পিপ্পার নির্মতারা, পরিচালক তথা সঙ্গীত পরিচালক কিছু বিষয় স্পষ্ট করতে চান ৷ প্রয়াত কাজী নজরুল ইসলামের এই গানটির শৈল্পিক ইন্টারপ্রিটেশন-এর জন্য় প্রয়োজনীয় সত্ত্বাধিকার এবং সমস্তরকম অনুমতি নিয়েই গানটিতে পরিবর্তন করা হয়েছে ৷ "
তাঁরা আরও লেখেন, "কাজী নজরুল ইসলামের সুরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে ৷ এমনকী সুরের জগতে, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তাঁর যা অবদান তা পরিমাপ করাও অসম্ভব ৷ এই অ্যালবামটি তৈরি হয়েছে সেইসমস্ত মানুষকে স্মরণ করে যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন ৷ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাঁদের আবেগ, শান্তি ও ন্যায় বিচারের জন্য তাঁদের সংগ্রামকে স্মরণে রেখেই এই গান ৷"
-
Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7
— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7
— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7
— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023
তাঁদের দাবি, গানটি তৈরির জন্য় তাঁরা প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন প্রয়াত কল্যানী কাজীর কাছ থেকে ৷ আর সুরের পরিবর্তনের কথাও সেই চুক্তিপত্রে ছিল ৷ সাক্ষ্যদান করেছেন কাজী অনির্বাণ ৷ তবু কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত লাগলে তাঁরা দুঃখিত ৷ নির্মাতারা লেখেন, "এই গানের মৌলিক সুরের সঙ্গে মানুষের আবেগ কীভাবে জড়িয়ে রয়েছে তা আমরা বুঝি ৷ প্রতিটা শিল্পই ব্যক্তিবিশেষের কাছে অন্য অন্য অর্থ নিয়ে পৌঁছয় ৷ তাই আমাদের তৈরি গানটি কারও ভাবাবেগে আঘাত করলে আমারা ক্ষমাপ্রার্থী ৷"
যদিও, কয়েকদিন আগেই ইটিভি ভারতের কাছে কাজী অনির্বাণ দাবি করেছিলেন, "মা (কল্যাণী কাজী) কখনওই এই ছবির প্রযোজনা সংস্থাকে গানের সুর বদলানোর অনুমতি দেননি ।" তবে নির্মাতাদের দাবি, এই প্রসঙ্গে প্রয়োজনীয় সমস্ত অনুমতিই তাঁরা নিয়েছিলেন ৷
আরও পড়ুন: