ETV Bharat / entertainment

PIL Filed Against Sourav-Aamir: ক্রিকেট-জুয়ায় উৎসাহ জোগাচ্ছেন সৌরভ-আমিররা, আইপিএলের মরশুমে দায়ের জনস্বার্থ মামলা - cricketers and actors over IPL in Bihar

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ দেশে এমনকী বিদেশেও জনপ্রিয় এই ক্রিকেট লিগ ৷ ক্রিকেটের তারকা-মহাতারকা থেকে শুরু করে তাবড় অভিনেতারা নানাভাবে জড়িয়ে এই লিগের সঙ্গে ৷ এবার তেমনই কয়েকজন তারকার বিরুদ্ধে মামলা দায়ের হল ।

IPL
আইপিএল নিয়ে মামলা
author img

By

Published : Apr 12, 2023, 8:03 AM IST

পটনা, 11 এপ্রিল: সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমির খান, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন বিহারের সমাজকর্মী তমন্না হাশমি ৷ তাঁর অভিযোগ, এই তারকারা পরোক্ষেভাবে জুয়া খেলায় মদত জোগাচ্ছেন ৷ তাই বিহারের মুজফফরপুরের এই বাসিন্দা একাধিক ক্রিকেটারদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা আমির খান থেকে শুরু করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে ৷

প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের আবেদনে সমাজকর্মীর দাবি, এই অভিনেতা ও খেলোয়াড়রা তরুণ প্রজন্মের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে খেলছেন ৷ এখন আইপিএল চলছে ৷ এ সংক্রান্ত বিভিন্ন অনলাইন গেমের জনপ্রিয়তা বেড়েছে ৷ তাতেই জড়িয়ে পড়ছে তরুণরা ৷ সমাজকর্মীর অভিযোগ, তাঁরা (খেলোয়াড়, অভিনেতা) দেশের তরুণদের ভুল পথে চালিত করছেন ৷ তাঁদের জুয়া খেলার দিকে ঠেলে দিচ্ছেন ৷ শুধু তাই নয়, তারকারা আকর্ষণীয় পুরস্কারের কথা ঘোষণা করছেন ৷ এতে তরুণরা জুয়ায় আসক্ত হয়ে পড়তে পারেন ৷

আইপিএল চলাকালীন বহু ক্রিকেট ও অভিনেতাদের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ৷ এঁদের মধ্যে অনেকেই ক্রীড়া ও অভিনেতা জগতের মহাতারকা ৷ সমাজকর্মীর দাবি, খুব স্বাভাবিকভাবেই তাঁদের দেখে তরুণরাও প্রলুব্ধ হচ্ছেন ৷ এই প্রসঙ্গে তমান্না হাশমি বলেন, "ক্রিকেট এবং ফিল্মি দুনিয়ার আইকনেরা বিভিন্ন গেমিং শো প্রোমোট করছেন ৷ তাঁরা অনলাইন গেমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের দল গঠনের জন্য উৎসাহ দিচ্ছেন ৷ অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে পুরস্কারও পেয়েছেন ৷ কিন্তু এর ফলে মানুষের মধ্যে জুয়ায় আসক্তি বৃদ্ধি পাচ্ছে ৷" এই মামলার পরবর্তী শুনানির 22 এপ্রিল ৷ এই সমাজকর্মী এর আগেও আইপএল নিয়ে বিভিন্ন ইস্যুতে মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: IPL 2023: দিল্লিতে স্বমহিমায় রোহিত, শেষ বলের থ্রিলারে দিল্লি 'বধ' মুম্বইয়ের

পটনা, 11 এপ্রিল: সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমির খান, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলা দায়ের করলেন বিহারের সমাজকর্মী তমন্না হাশমি ৷ তাঁর অভিযোগ, এই তারকারা পরোক্ষেভাবে জুয়া খেলায় মদত জোগাচ্ছেন ৷ তাই বিহারের মুজফফরপুরের এই বাসিন্দা একাধিক ক্রিকেটারদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা আমির খান থেকে শুরু করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে ৷

প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের আবেদনে সমাজকর্মীর দাবি, এই অভিনেতা ও খেলোয়াড়রা তরুণ প্রজন্মের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে খেলছেন ৷ এখন আইপিএল চলছে ৷ এ সংক্রান্ত বিভিন্ন অনলাইন গেমের জনপ্রিয়তা বেড়েছে ৷ তাতেই জড়িয়ে পড়ছে তরুণরা ৷ সমাজকর্মীর অভিযোগ, তাঁরা (খেলোয়াড়, অভিনেতা) দেশের তরুণদের ভুল পথে চালিত করছেন ৷ তাঁদের জুয়া খেলার দিকে ঠেলে দিচ্ছেন ৷ শুধু তাই নয়, তারকারা আকর্ষণীয় পুরস্কারের কথা ঘোষণা করছেন ৷ এতে তরুণরা জুয়ায় আসক্ত হয়ে পড়তে পারেন ৷

আইপিএল চলাকালীন বহু ক্রিকেট ও অভিনেতাদের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ৷ এঁদের মধ্যে অনেকেই ক্রীড়া ও অভিনেতা জগতের মহাতারকা ৷ সমাজকর্মীর দাবি, খুব স্বাভাবিকভাবেই তাঁদের দেখে তরুণরাও প্রলুব্ধ হচ্ছেন ৷ এই প্রসঙ্গে তমান্না হাশমি বলেন, "ক্রিকেট এবং ফিল্মি দুনিয়ার আইকনেরা বিভিন্ন গেমিং শো প্রোমোট করছেন ৷ তাঁরা অনলাইন গেমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের দল গঠনের জন্য উৎসাহ দিচ্ছেন ৷ অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে পুরস্কারও পেয়েছেন ৷ কিন্তু এর ফলে মানুষের মধ্যে জুয়ায় আসক্তি বৃদ্ধি পাচ্ছে ৷" এই মামলার পরবর্তী শুনানির 22 এপ্রিল ৷ এই সমাজকর্মী এর আগেও আইপএল নিয়ে বিভিন্ন ইস্যুতে মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: IPL 2023: দিল্লিতে স্বমহিমায় রোহিত, শেষ বলের থ্রিলারে দিল্লি 'বধ' মুম্বইয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.