কলকাতা, 27 এপ্রিল : অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে এবার 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে প্রয়াত তারকা অভিষেক চট্টোপাধ্যায়কেও । নন্দনের পাশেই গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালায় আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনীও ৷ অভিষেক চট্টোপাধ্যায়ের নানান ছবিতে সেজে উঠেছে প্রদর্শনী কক্ষ । আর তা দেখতে শুরুর দিনেই হাজির হন রাজ চক্রবর্তী, জয়া শীল, সুদেষ্ণা রায়, সন্দীপ রায়, হরনাথ চক্রবর্তী-সহ বিনোদন দুনিয়ার অগণিত মানুষ । আর এবার তাঁর অভিনীত প্রথম ছবিও দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে ।
অভিষেক চট্টোপাধ্যায়ের আকষ্মিক মৃত্যু আজও মেনে নিতে পারেনি টলিউড এবং তাঁর অগণিত অনুরাগীরা । তাঁকে হারিয়ে শোকস্তব্ধ বাঙালি দর্শকমহল । অভিনেতার চলচ্চিত্র জীবনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছিল কিংবদন্তি তরুণ মজুমদার পরিচালিত 'পথভোলা' (Abhishek Chatterjee First Film Pathbhola)। এদিন চলচ্চিত্র শতবর্ষ ভবনে দুপুর 1:30টার সময় প্রদর্শিত হয় এই ছবি । 1986 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে গুপীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক ।
![KIFF 2022](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kiff2022pathbholastarringabhishekchatterjeetobescreenedtoday_27042022113735_2704f_1651039655_1013.jpg)
অন্যান্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, উৎপল দত্ত, সন্ধ্যা রায়, নয়না দাস, মঞ্জু দে, হারাধন বন্দ্যোপাধ্যায়, নির্মল কুমার, শক্তি ঠাকুর প্রমুখ । একাধিক পুরস্কারেও ভূষিত হয় 'পথভোলা' । শুধু সিনে সমালোচকদের কাছে নয়, বরং বাংলার অগণিত সাধারণ দর্শকদের কাছে ছিল জনপ্রিয় ৷