ETV Bharat / entertainment

KIFF 2022: চলচ্চিত্র উৎসবে প্রিয় মিঠুদাকে শ্রদ্ধা জ্ঞাপন! দেখানো হল তাঁর প্রথম ছবি 'পথভোলা' - pathbhola starring abhishek chatterjee screened today in kiff 2022

প্র‍য়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হল 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ। তাঁর অভিনীত প্রথম ছবি 'পথভোলা' দেখানো হল এদিন (Abhishek Chatterjee First Film Pathbhola)।

KIFF 2022
চলচ্চিত্র উৎসবে প্রিয় মিঠুদাকে শ্রদ্ধা জ্ঞাপন! দেখানো হবে তাঁর প্রথম ছবি 'পথভোলা'
author img

By

Published : Apr 27, 2022, 7:05 PM IST

কলকাতা, 27 এপ্রিল : অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে এবার 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে প্রয়াত তারকা অভিষেক চট্টোপাধ্যায়কেও । নন্দনের পাশেই গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালায় আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনীও ৷ অভিষেক চট্টোপাধ্যায়ের নানান ছবিতে সেজে উঠেছে প্রদর্শনী কক্ষ । আর তা দেখতে শুরুর দিনেই হাজির হন রাজ চক্রবর্তী, জয়া শীল, সুদেষ্ণা রায়, সন্দীপ রায়, হরনাথ চক্রবর্তী-সহ বিনোদন দুনিয়ার অগণিত মানুষ । আর এবার তাঁর অভিনীত প্রথম ছবিও দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে ।

অভিষেক চট্টোপাধ্যায়ের আকষ্মিক মৃত্যু আজও মেনে নিতে পারেনি টলিউড এবং তাঁর অগণিত অনুরাগীরা । তাঁকে হারিয়ে শোকস্তব্ধ বাঙালি দর্শকমহল । অভিনেতার চলচ্চিত্র জীবনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছিল কিংবদন্তি তরুণ মজুমদার পরিচালিত 'পথভোলা' (Abhishek Chatterjee First Film Pathbhola)। এদিন চলচ্চিত্র শতবর্ষ ভবনে দুপুর 1:30টার সময় প্রদর্শিত হয় এই ছবি । 1986 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে গুপীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক ।

KIFF 2022
প্র‍য়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হল 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ

আরও পড়ুন : ফ্লিম ফেস্টিভ্যালে এবার সুদেষ্ণা গোস্বামী পরিচালিত 'ব্লটিং পেপার', সায়কায়াট্রিস্টের ভূমিকায় জুন মালিয়া

অন্যান্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, উৎপল দত্ত, সন্ধ্যা রায়, নয়না দাস, মঞ্জু দে, হারাধন বন্দ্যোপাধ্যায়, নির্মল কুমার, শক্তি ঠাকুর প্রমুখ । একাধিক পুরস্কারেও ভূষিত হয় 'পথভোলা' । শুধু সিনে সমালোচকদের কাছে নয়, বরং বাংলার অগণিত সাধারণ দর্শকদের কাছে ছিল জনপ্রিয় ৷

কলকাতা, 27 এপ্রিল : অন্যান্য কিংবদন্তিদের সঙ্গে এবার 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে প্রয়াত তারকা অভিষেক চট্টোপাধ্যায়কেও । নন্দনের পাশেই গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালায় আয়োজিত হয়েছে এক বিশেষ প্রদর্শনীও ৷ অভিষেক চট্টোপাধ্যায়ের নানান ছবিতে সেজে উঠেছে প্রদর্শনী কক্ষ । আর তা দেখতে শুরুর দিনেই হাজির হন রাজ চক্রবর্তী, জয়া শীল, সুদেষ্ণা রায়, সন্দীপ রায়, হরনাথ চক্রবর্তী-সহ বিনোদন দুনিয়ার অগণিত মানুষ । আর এবার তাঁর অভিনীত প্রথম ছবিও দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে ।

অভিষেক চট্টোপাধ্যায়ের আকষ্মিক মৃত্যু আজও মেনে নিতে পারেনি টলিউড এবং তাঁর অগণিত অনুরাগীরা । তাঁকে হারিয়ে শোকস্তব্ধ বাঙালি দর্শকমহল । অভিনেতার চলচ্চিত্র জীবনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছিল কিংবদন্তি তরুণ মজুমদার পরিচালিত 'পথভোলা' (Abhishek Chatterjee First Film Pathbhola)। এদিন চলচ্চিত্র শতবর্ষ ভবনে দুপুর 1:30টার সময় প্রদর্শিত হয় এই ছবি । 1986 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে গুপীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক ।

KIFF 2022
প্র‍য়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হল 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ

আরও পড়ুন : ফ্লিম ফেস্টিভ্যালে এবার সুদেষ্ণা গোস্বামী পরিচালিত 'ব্লটিং পেপার', সায়কায়াট্রিস্টের ভূমিকায় জুন মালিয়া

অন্যান্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, উৎপল দত্ত, সন্ধ্যা রায়, নয়না দাস, মঞ্জু দে, হারাধন বন্দ্যোপাধ্যায়, নির্মল কুমার, শক্তি ঠাকুর প্রমুখ । একাধিক পুরস্কারেও ভূষিত হয় 'পথভোলা' । শুধু সিনে সমালোচকদের কাছে নয়, বরং বাংলার অগণিত সাধারণ দর্শকদের কাছে ছিল জনপ্রিয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.