ETV Bharat / entertainment

Pathaan in Russia: বাংলাদেশের পর এবার রাশিয়া, 3000 স্ক্রিনে মুক্তি পাচ্ছে 'পাঠান' - Pathaan in Russia

বাংলাদেশের পর এবার রাশিয়াতেও মুক্তি পেতে চলেছে 'পাঠান' ৷ আগামী মাসে রাশিয়ার মন জয় করতে পর্দায় আসছেন শাহরুখ ৷

Pathaan in Russia
রাশিয়াতেও মুক্তি পেতে চলেছে পাঠান
author img

By

Published : Jun 9, 2023, 2:32 PM IST

হায়দরাবাদ, 9 জুন: ভারতের পর বাংলাদেশেও বেশ প্রশংসা কুড়িয়েছে শাহরুখের শেষ ছবি 'পাঠান' ৷ এবার রাশিয়াতেও মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ শুক্রবার এমনটাই জানালেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ তিনি আরও জানান, ছবিটি রাশিয়ায় মুক্তি পেতে চলেছে জুলাই মাসেই ৷ এর আগে অনেক বাধা বিপত্তির পর বাংলাদেশে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ ওপার বাংলার শাহরুখ অনুরাগীরাও ভীষণ খুশি ছবির মুক্তিতে ৷ এবার আরও একটি দেশের দর্শকের মন জয় করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ছে 'পাঠান' ৷

পরপর ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ৷ ব্যক্তিগত জীবনের ছিল টানাপোড়েনও ৷ কিন্তু বলিউডের বেতাজ বাদশাহ বুঝিয়ে দিলেন পিচ যত কঠিন তিনি ব্যাটও করবেন ততটাই ঝড়ের গতিতে ৷ তাঁর হাত ধরেই কাটল বলিউডের খরাও ৷ বাহুবলী, কান্তারা-র মতো ছবির সাফল্যের দিনে শাহরুখ উপহার দিলেন এমন এক ছবি যা জায়গা করে নিল 1000 কোটির ক্লাবে ৷

এবার এই স্পাই থ্রিলারই এবার মুক্তি পেতে চলেছে রাশিয়ায় ৷ খবর অনুযায়ী প্রায় 3000 স্ক্রিন জুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ শাহরুখ-দীপিকা-জন অভিনীত এই ছবি ভারতে মুক্তি পেয়েছিল গত 25 জানুয়ারি ৷ তারপর থেকেই সকলের মুখে মুখে ফিরেছে একটাই নাম-'পাঠান' ৷ কিং খানকে এই ছবিতে দেখা গিয়েছে একজন স্পাইয়ের ভূমিকায় ৷ যে ভারতকে রক্ষা করতে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত ৷

আরও পড়ুন: 'সবচেয়ে কঠিন পর্ব ', ইনস্টা থেকে সব পোস্ট ডিলিট করে বিরতিতে কাজল

আগামী 13 জুলাই রাশিয়ায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে শাহরুখ-দীপিকার সঙ্গে অভিনয় করেছেন আশুতোষ রানা, ডিম্পেল কাপাডিয়ার মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷ শাহরুখ এখন ব্যস্ত রয়েছেন রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির শ্যুটিং নিয়ে ৷ এছাড়াও অ্যাটলি কুমারের সঙ্গে 'জওয়ান' ছবির কাজও করছেন তিনি ৷

হায়দরাবাদ, 9 জুন: ভারতের পর বাংলাদেশেও বেশ প্রশংসা কুড়িয়েছে শাহরুখের শেষ ছবি 'পাঠান' ৷ এবার রাশিয়াতেও মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ শুক্রবার এমনটাই জানালেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ তিনি আরও জানান, ছবিটি রাশিয়ায় মুক্তি পেতে চলেছে জুলাই মাসেই ৷ এর আগে অনেক বাধা বিপত্তির পর বাংলাদেশে মুক্তি পেয়েছিল এই ছবি ৷ ওপার বাংলার শাহরুখ অনুরাগীরাও ভীষণ খুশি ছবির মুক্তিতে ৷ এবার আরও একটি দেশের দর্শকের মন জয় করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ছে 'পাঠান' ৷

পরপর ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ৷ ব্যক্তিগত জীবনের ছিল টানাপোড়েনও ৷ কিন্তু বলিউডের বেতাজ বাদশাহ বুঝিয়ে দিলেন পিচ যত কঠিন তিনি ব্যাটও করবেন ততটাই ঝড়ের গতিতে ৷ তাঁর হাত ধরেই কাটল বলিউডের খরাও ৷ বাহুবলী, কান্তারা-র মতো ছবির সাফল্যের দিনে শাহরুখ উপহার দিলেন এমন এক ছবি যা জায়গা করে নিল 1000 কোটির ক্লাবে ৷

এবার এই স্পাই থ্রিলারই এবার মুক্তি পেতে চলেছে রাশিয়ায় ৷ খবর অনুযায়ী প্রায় 3000 স্ক্রিন জুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ শাহরুখ-দীপিকা-জন অভিনীত এই ছবি ভারতে মুক্তি পেয়েছিল গত 25 জানুয়ারি ৷ তারপর থেকেই সকলের মুখে মুখে ফিরেছে একটাই নাম-'পাঠান' ৷ কিং খানকে এই ছবিতে দেখা গিয়েছে একজন স্পাইয়ের ভূমিকায় ৷ যে ভারতকে রক্ষা করতে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত ৷

আরও পড়ুন: 'সবচেয়ে কঠিন পর্ব ', ইনস্টা থেকে সব পোস্ট ডিলিট করে বিরতিতে কাজল

আগামী 13 জুলাই রাশিয়ায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে শাহরুখ-দীপিকার সঙ্গে অভিনয় করেছেন আশুতোষ রানা, ডিম্পেল কাপাডিয়ার মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷ শাহরুখ এখন ব্যস্ত রয়েছেন রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবির শ্যুটিং নিয়ে ৷ এছাড়াও অ্যাটলি কুমারের সঙ্গে 'জওয়ান' ছবির কাজও করছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.