ETV Bharat / entertainment

Pathaan Row: 'পাঠান'-এর পোস্টার ছেঁড়ার অভিযোগ, বজরং দলের বিরুদ্ধে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ - বজরং দলের বিরুদ্ধে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ

অভিযোগ ছিল পাঠান ছবির পোস্টার ছেঁড়ার সময় নবী মহম্মদকে নিয়েও উস্কানিমূলক স্লোগান দিয়েছে বজরং দলের কিছু কর্মী ৷ বুধবার তার বিরুদ্ধে এসপি কার্যালয়ের সামনে চলল প্রতিবাদ (protests erupt in mp over pathan movie) ৷

Pathaan Row
বুধবার বজরং দলের আপত্তিকর স্লোগানের বিরুদ্ধে এসপি কার্যালয়ের সামনে চলল প্রতিবাদ
author img

By

Published : Jan 26, 2023, 1:02 PM IST

মুম্বই, 26 জানুয়ারি: শহারুখ খানের 'পাঠান' নিয়ে একদিকে যেমন চলেছে আনন্দের উল্লাস, তেমনই চলেছে বিতর্কও ৷ বুধবারও বেশকিছু জায়গায় ছেঁড়া হল পোস্টার ৷ ইন্দোরের একটি ঘটনায় অভিযোগ ওঠে শুধু পোস্টার ছেঁড়াই নয়, নবী মহম্মদকে নিয়েও উস্কানিমূলক স্লোগানও দিয়েছেন বজরং দলের কিছু কর্মী (Right wing activists on Pathaan )৷ পরে সেই ঘটনার প্রতিবাদ জানাতে দেওয়াসের পুলিশ সুপার শিব দয়াল সিংয়ের কার্যালয়ের সামনে জড়ো হয় কিছু মানুষ ৷ কার্যালয়ের সামনের রাস্তা অবরোধও করা হয় ( Protests over Bajrang Dal objectionable slogan) ৷

একজন পুলিশ কর্মকর্তা বলেন, "এসপি কার্যালয়ের সামনে এই জমায়েতের খবর দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শত শত লোক এসে জড়ো হয় ৷ সন্ধ্যার নামাজের পর তারা এসপি অফিসে গিয়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে । ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ ৷"

বুধবার ইন্দোরে সকাল সকাল বেশকিছু তথাকথিত বজরং দলের কর্মী ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ শুরু করে ৷ এই ঘটনাটি ঘটার কয়েক ঘণ্টা পরেই এসপি অফিসের সামনে এই বিক্ষোভটি শুরু হয় ৷ বুধবার বিক্ষোভের জেরে মধ্য়প্রদেশের বেশকিছু জায়গায় বাতিল হয়ে যায় শাহরুখ-দীপিকার ছবির শো ৷

আরও পড়ুন: 'সম্মানিত!' পদ্মশ্রী প্রাপ্তির খবর পেয়ে লিখলেন কীরাবাণী

এর আগেই ছবির বেশরম রং গান নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গানে গেরুয়া রঙের বিকিনিতে দীপিকাকে দেখেই বিক্ষোভ শুরু করেন কেউ কেউ ৷ তাঁদের কথায় এভাবে গেরুয়া রঙের অসম্মান করা হয়েছে এই গানে ৷ একইসঙ্গে আঘাত করা হয়েছে হিন্দু ধর্মকেও ৷ আর তাই এই গান নিয়ে সরব হয় তারা ৷ ছবি বয়কটের স্লোগানও ওঠে ৷ যদিও সব ধরনের বিতর্ক সত্ত্বেও প্রথম দিনে সারা দেশ জুড়ে দর্শকদের মন ভালোই জয় করেছে এই ছবি ৷ মাল্টি প্লেক্সে প্রথম দিনেই যেভাবে ব্যবসা করেছে এই ছবি তাতেই রয়েছে এর প্রমাণ ৷ অনেকেই আশা করছেন এই ছবির হাত ধরে ফের ঘুরে দাঁড়াতে পারে বলিউড ৷

মুম্বই, 26 জানুয়ারি: শহারুখ খানের 'পাঠান' নিয়ে একদিকে যেমন চলেছে আনন্দের উল্লাস, তেমনই চলেছে বিতর্কও ৷ বুধবারও বেশকিছু জায়গায় ছেঁড়া হল পোস্টার ৷ ইন্দোরের একটি ঘটনায় অভিযোগ ওঠে শুধু পোস্টার ছেঁড়াই নয়, নবী মহম্মদকে নিয়েও উস্কানিমূলক স্লোগানও দিয়েছেন বজরং দলের কিছু কর্মী (Right wing activists on Pathaan )৷ পরে সেই ঘটনার প্রতিবাদ জানাতে দেওয়াসের পুলিশ সুপার শিব দয়াল সিংয়ের কার্যালয়ের সামনে জড়ো হয় কিছু মানুষ ৷ কার্যালয়ের সামনের রাস্তা অবরোধও করা হয় ( Protests over Bajrang Dal objectionable slogan) ৷

একজন পুলিশ কর্মকর্তা বলেন, "এসপি কার্যালয়ের সামনে এই জমায়েতের খবর দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শত শত লোক এসে জড়ো হয় ৷ সন্ধ্যার নামাজের পর তারা এসপি অফিসে গিয়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে । ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ ৷"

বুধবার ইন্দোরে সকাল সকাল বেশকিছু তথাকথিত বজরং দলের কর্মী ছবির পোস্টার ছিঁড়ে বিক্ষোভ শুরু করে ৷ এই ঘটনাটি ঘটার কয়েক ঘণ্টা পরেই এসপি অফিসের সামনে এই বিক্ষোভটি শুরু হয় ৷ বুধবার বিক্ষোভের জেরে মধ্য়প্রদেশের বেশকিছু জায়গায় বাতিল হয়ে যায় শাহরুখ-দীপিকার ছবির শো ৷

আরও পড়ুন: 'সম্মানিত!' পদ্মশ্রী প্রাপ্তির খবর পেয়ে লিখলেন কীরাবাণী

এর আগেই ছবির বেশরম রং গান নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ গানে গেরুয়া রঙের বিকিনিতে দীপিকাকে দেখেই বিক্ষোভ শুরু করেন কেউ কেউ ৷ তাঁদের কথায় এভাবে গেরুয়া রঙের অসম্মান করা হয়েছে এই গানে ৷ একইসঙ্গে আঘাত করা হয়েছে হিন্দু ধর্মকেও ৷ আর তাই এই গান নিয়ে সরব হয় তারা ৷ ছবি বয়কটের স্লোগানও ওঠে ৷ যদিও সব ধরনের বিতর্ক সত্ত্বেও প্রথম দিনে সারা দেশ জুড়ে দর্শকদের মন ভালোই জয় করেছে এই ছবি ৷ মাল্টি প্লেক্সে প্রথম দিনেই যেভাবে ব্যবসা করেছে এই ছবি তাতেই রয়েছে এর প্রমাণ ৷ অনেকেই আশা করছেন এই ছবির হাত ধরে ফের ঘুরে দাঁড়াতে পারে বলিউড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.