ETV Bharat / entertainment

Pathaan New Song: হাজির 'পাঠান'-এর নতুন গান, রসায়নে মন কাড়লেন দীপিকা-শাহরুখ - Shah Rukh khan Pathaan New Song

সোমবার সামনে এল 'পাঠান' ছবির নতুন গান 'বেশরম রং' (Shah Rukh khan Pathaan New Song) ৷ গানে শাহরুখ এবং দীপিকার রসায়ন রীতিমতো আকর্ষণীয় ৷ দীপিকার লুক এবং তাঁর নাচও আগ্রহ বাড়িয়ে দিল দর্শকদের ৷

Pathaan New Song Besharam Rang is Out Now
হাজির পাঠান এর নতুন গান
author img

By

Published : Dec 12, 2022, 11:17 AM IST

মুম্বই, 5 ডিসেম্বর: তাঁর নতুন ছবি 'পাঠান'-এর জন্য বহুদিন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ খান অনুরাগীরা ৷ গত মাসে 'বাদশা'-র 57তম জন্মদিনে সামনে এসেছে বহু প্রতীক্ষিত সেই ছবির টিজার (Shah Rukh Khan unveils Pathaan teaser) ৷ সোমবার সামনে এল ছবির নতুন গান 'বেশরম রং' (Shah Rukh khan Pathaan New Song) ৷ 'জিরো' মুক্তির চার বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ যশরাজ ফিল্মসের তরফে আগেই জানানো হয়েছিল, পরের বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগুতেও একই দিনে মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023)৷

বিশাল এবং শেখরের সুরে সোমবার মুক্তি পাওয়া এই নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও এবং ক্যারালিসা মন্টিরো ৷ সঙ্গে রয়েছেন বিশাল এবং শেখরও ৷ গানের কথা লিখেছেন কুমার ৷ অন্যদিকে স্প্যানিশ লিরিক্সের দায়িত্বে রয়েছেন বিশাল দাদলানি ৷ গানে শাহরুখ এবং দীপিকার রসায়ন রীতিমতো আকর্ষণীয় ৷ দীপিকার লুক এবং তাঁর নাচও আগ্রহ বাড়িয়ে দিয়েছে দর্শকদের(Pathaan New Song Besharam Rang is Out Now) ৷

শুরুতেই অনুরাগীদের একটি দারুণ স্পাই থ্রিলার উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিং খান ৷ ছবির টিজারেও ছিল সেই প্রমাণ ৷ টিজারের শুরুতেই জানানো হয়েছিল বিদেশে একটি গোপন মিশনে গিয়ে ধরা পড়েছেন পাঠান ৷ তার উপরে চালানো হয়েছে চূড়ান্ত অত্যাচার ৷ তিনি বেঁচে আছেন কি না, তাও জানা নেই ৷ আর ঠিক তারপরেই শোনা যায় কিং খানের গলা ৷ তাঁর প্রথম সংলাপই ছিল 'জিন্দা হ্যায়' ৷ অর্থাৎ পাঠান মরেনি, বেঁচে আছে ৷ এরপরই ভিডিয়োতে দেখা গিয়েছিল জমজমাট অ্যাকশন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে ছবির টিজার শেয়ার করে এসআরকে লিখেছিলেন, "চেয়ারের সিটবেল্ট বেঁধে নিন ৷ পাঠানের টিজার এসে গিয়েছে ৷" এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনও ৷ গল্প নিয়ে বিশেষ তথ্য না মিললেও শাহরুখের এই ছবি যে দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ট্রফি উন্মোচনের জন্য দীপিকাকে বাছল ফিফা

বর্তমানে 'পাঠান' ছাড়াও বলিউডের 'বাদশা'র হাতে রয়েছে রাজকুমার হিরানির একটি ছবি ৷ শরণার্থীদের বিষয় নিয়ে তৈরি সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ সূত্রের খবর, একটি বাণিজ্যিক বিনোদনমূলক ফিল্ম এবং রাজ-ডিকের অ্যাকশন ফিল্মের কাজও রয়েছে কিং খানের হাতে ৷

মুম্বই, 5 ডিসেম্বর: তাঁর নতুন ছবি 'পাঠান'-এর জন্য বহুদিন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাহরুখ খান অনুরাগীরা ৷ গত মাসে 'বাদশা'-র 57তম জন্মদিনে সামনে এসেছে বহু প্রতীক্ষিত সেই ছবির টিজার (Shah Rukh Khan unveils Pathaan teaser) ৷ সোমবার সামনে এল ছবির নতুন গান 'বেশরম রং' (Shah Rukh khan Pathaan New Song) ৷ 'জিরো' মুক্তির চার বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' ৷ যশরাজ ফিল্মসের তরফে আগেই জানানো হয়েছিল, পরের বছর 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগুতেও একই দিনে মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023)৷

বিশাল এবং শেখরের সুরে সোমবার মুক্তি পাওয়া এই নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও এবং ক্যারালিসা মন্টিরো ৷ সঙ্গে রয়েছেন বিশাল এবং শেখরও ৷ গানের কথা লিখেছেন কুমার ৷ অন্যদিকে স্প্যানিশ লিরিক্সের দায়িত্বে রয়েছেন বিশাল দাদলানি ৷ গানে শাহরুখ এবং দীপিকার রসায়ন রীতিমতো আকর্ষণীয় ৷ দীপিকার লুক এবং তাঁর নাচও আগ্রহ বাড়িয়ে দিয়েছে দর্শকদের(Pathaan New Song Besharam Rang is Out Now) ৷

শুরুতেই অনুরাগীদের একটি দারুণ স্পাই থ্রিলার উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিং খান ৷ ছবির টিজারেও ছিল সেই প্রমাণ ৷ টিজারের শুরুতেই জানানো হয়েছিল বিদেশে একটি গোপন মিশনে গিয়ে ধরা পড়েছেন পাঠান ৷ তার উপরে চালানো হয়েছে চূড়ান্ত অত্যাচার ৷ তিনি বেঁচে আছেন কি না, তাও জানা নেই ৷ আর ঠিক তারপরেই শোনা যায় কিং খানের গলা ৷ তাঁর প্রথম সংলাপই ছিল 'জিন্দা হ্যায়' ৷ অর্থাৎ পাঠান মরেনি, বেঁচে আছে ৷ এরপরই ভিডিয়োতে দেখা গিয়েছিল জমজমাট অ্যাকশন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে ছবির টিজার শেয়ার করে এসআরকে লিখেছিলেন, "চেয়ারের সিটবেল্ট বেঁধে নিন ৷ পাঠানের টিজার এসে গিয়েছে ৷" এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনও ৷ গল্প নিয়ে বিশেষ তথ্য না মিললেও শাহরুখের এই ছবি যে দেশাত্মবোধ, অ্য়াকশন এবং সাসপেন্সের একটা জমজমাট পটবয়লার হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে ট্রফি উন্মোচনের জন্য দীপিকাকে বাছল ফিফা

বর্তমানে 'পাঠান' ছাড়াও বলিউডের 'বাদশা'র হাতে রয়েছে রাজকুমার হিরানির একটি ছবি ৷ শরণার্থীদের বিষয় নিয়ে তৈরি সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে ৷ সূত্রের খবর, একটি বাণিজ্যিক বিনোদনমূলক ফিল্ম এবং রাজ-ডিকের অ্যাকশন ফিল্মের কাজও রয়েছে কিং খানের হাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.