ETV Bharat / entertainment

Pathaan leaked Controversy: টরেন্টে ফাঁস হয়ে গিয়েছে 'পাঠান'? জানুন আসল সত্যিটা

টরেন্টে ফাঁস হয়ে গিয়েছে 'পাঠান' (Pathaan leaked on Torrent ) ৷ খবর ছিল এমনটাই ৷ তবে জানা গেল তেমন কোনও কাণ্ডই ঘটেনি ৷

Pathaan leaked
টরেন্টে ফাঁস হয়ে গিয়েছে পাঠান
author img

By

Published : Jan 25, 2023, 11:55 AM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: প্রেক্ষাগৃহে মুক্তির আগেই টরেন্টে অনেক ছবিই আজকাল ফাঁস হয়ে যায় (Pathaan leaked ahead of release )৷ সামাজিক মাধ্যমে জানা যায় একই ঘটনা নাকি ঘটেছে পাঠান ছবির ক্ষেত্রেও ৷ অনেকেই দাবি করেছিলেন, এই ছবিও নেটদুনিয়ায় ফাঁস হয়ে গিয়েছে (Pathaan leaked ahead of release )৷ তবে খোঁজাখুঁজির পরেই জানা যায়, এই ছবিটি আদৌ ফাঁস হয়নি ৷ পুরো বিষয়টিই গুজব ।

যে স্পয়লারগুলি সোশাল মি়ডিয়ায় ঘোরা ফেরা করছে জানা গিয়েছে সেগুলি হল ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন-এর ৷ এই সংস্থাই পাঠান-কে 12এ রেটিং দিয়েছে ৷ অর্থাৎ কোনও 12 বছরের কম বয়সি কিশোর কিশোরী এই ছবি দেখা উচিত নয় বলে তারা মনে করে ৷ স্পাই থ্রিলার হওয়ায় এই ছবিতে গুলি চালানো থেকে শুরু করে ছুরিকাঘাত, শ্বাসরোধের চেষ্টা এমনকী বিস্ফোরণের দৃশ্যও দেখানো হয়েছে ৷ তাই 12 বছরের কম বয়সি কিশোর কিশোরীদের জন্য এই ছবিকে অনুপযুক্ত বলেই মনে করছে ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন ৷

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির টিকিট ইতিমধ্য়েই 4 লাখের বেশি বিক্রি হয়েছে ৷ সারা দেশ জুড়ে ছবিটি নিয়ে আলোড়নও রয়েছে যথেষ্ট ৷ 'পাঠান' ছবিতে তুলে ধরা হয়েছে এক গুপ্তচরের গল্প ৷ তিনি ভারতের হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মিশনে গিয়েছেন ৷ শেষে একটি মিশনে গিয়ে তিনি ধরাও পড়েন ৷ তারপরের কাহিনি নিয়েই শুরু এই গল্প ৷ এখানে অভিনয় করেছেন দীপিকা এবং জন আব্রাহামও ৷

আরও পড়ুন:অস্কার মঞ্চে 'নাতু নাতু', কীরাবাণীকে শুভেচ্ছা জানালেন জুনিয়র এনটিআর, রাম চরণ ও চিরঞ্জীবীরা

'পাঠান' ইতিমধ্য়েই বক্স অফিসে যাত্রা শুরু করবে প্রায় 50 কোটিরও বেশি টাকা দিয়ে ৷ এরপর আগামীতে কেমন লাভ করে এই ছবি সেটাই এখন দেখার ৷ ছবি নিয়ে বারবার তৈরি হয়েছে বিতর্ক ৷ 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' মুক্তি পেতে না পেতেই তা নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠে ৷ এমনকী দীপিকা যে পোশাক পড়েছিলেন তা নিয়েও বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে ৷ তবে সেই সব এখন অতীত ৷ প্রথমদিন বেশ ভালোই সাড়া পেয়েছে এই ছবি ৷

হায়দরাবাদ, 25 জানুয়ারি: প্রেক্ষাগৃহে মুক্তির আগেই টরেন্টে অনেক ছবিই আজকাল ফাঁস হয়ে যায় (Pathaan leaked ahead of release )৷ সামাজিক মাধ্যমে জানা যায় একই ঘটনা নাকি ঘটেছে পাঠান ছবির ক্ষেত্রেও ৷ অনেকেই দাবি করেছিলেন, এই ছবিও নেটদুনিয়ায় ফাঁস হয়ে গিয়েছে (Pathaan leaked ahead of release )৷ তবে খোঁজাখুঁজির পরেই জানা যায়, এই ছবিটি আদৌ ফাঁস হয়নি ৷ পুরো বিষয়টিই গুজব ।

যে স্পয়লারগুলি সোশাল মি়ডিয়ায় ঘোরা ফেরা করছে জানা গিয়েছে সেগুলি হল ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন-এর ৷ এই সংস্থাই পাঠান-কে 12এ রেটিং দিয়েছে ৷ অর্থাৎ কোনও 12 বছরের কম বয়সি কিশোর কিশোরী এই ছবি দেখা উচিত নয় বলে তারা মনে করে ৷ স্পাই থ্রিলার হওয়ায় এই ছবিতে গুলি চালানো থেকে শুরু করে ছুরিকাঘাত, শ্বাসরোধের চেষ্টা এমনকী বিস্ফোরণের দৃশ্যও দেখানো হয়েছে ৷ তাই 12 বছরের কম বয়সি কিশোর কিশোরীদের জন্য এই ছবিকে অনুপযুক্ত বলেই মনে করছে ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন ৷

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির টিকিট ইতিমধ্য়েই 4 লাখের বেশি বিক্রি হয়েছে ৷ সারা দেশ জুড়ে ছবিটি নিয়ে আলোড়নও রয়েছে যথেষ্ট ৷ 'পাঠান' ছবিতে তুলে ধরা হয়েছে এক গুপ্তচরের গল্প ৷ তিনি ভারতের হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মিশনে গিয়েছেন ৷ শেষে একটি মিশনে গিয়ে তিনি ধরাও পড়েন ৷ তারপরের কাহিনি নিয়েই শুরু এই গল্প ৷ এখানে অভিনয় করেছেন দীপিকা এবং জন আব্রাহামও ৷

আরও পড়ুন:অস্কার মঞ্চে 'নাতু নাতু', কীরাবাণীকে শুভেচ্ছা জানালেন জুনিয়র এনটিআর, রাম চরণ ও চিরঞ্জীবীরা

'পাঠান' ইতিমধ্য়েই বক্স অফিসে যাত্রা শুরু করবে প্রায় 50 কোটিরও বেশি টাকা দিয়ে ৷ এরপর আগামীতে কেমন লাভ করে এই ছবি সেটাই এখন দেখার ৷ ছবি নিয়ে বারবার তৈরি হয়েছে বিতর্ক ৷ 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' মুক্তি পেতে না পেতেই তা নিয়ে অশ্লীলতার অভিযোগ ওঠে ৷ এমনকী দীপিকা যে পোশাক পড়েছিলেন তা নিয়েও বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে ৷ তবে সেই সব এখন অতীত ৷ প্রথমদিন বেশ ভালোই সাড়া পেয়েছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.