ETV Bharat / entertainment

Parnashavarir Shaap Trailer: ভূত চতুর্দশীতে অলৌকিক রহস্যের সমাধানে আসছেন ভাদুড়ী মশাই

সোমবার প্রকাশ্যে এল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'পর্ণশবরীর শাপ' সিরিজের ট্রেলার ৷ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিত ছাড়াও রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস, গৌরব চক্রবর্তী ও অর্ণ মুখোপাধ্যায় ৷

Etv Bharat
অলৌকিক রহস্যের সমাধানে ভাদুড়ী মশাই
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 7:23 PM IST

হায়দরাবাদ, 30 অক্টোবর: ফেলুদা, ব্যোমকেশ বা কর্নেল নীলাদ্রী সরকার যেমন গোয়েন্দা দুনিয়ায় নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন তেমনই হলেন ভাদুড়ী মশাই ৷ রহস্যের মোড়কে লুকিয়ে থাকা সত্যকে যিনি টেনে বের করে আনতে পারেন ৷ সেই ভাদুড়িমশাইকে এবার ওয়েব সিরিজে ফিরিয়ে আনছেন পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সোমবার মুক্তি পেয়েছে 'পর্ণশবরীর শাপ' সিরিজের ট্রেলার ৷ ভাদুড়ী মশাইয়ের চরিত্র হয়ে অনেকদিন পর পর্দায় আরও একবার চিরঞ্জিত চক্রবর্তী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হইচই-এর সোশাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "সন্ধ্যের পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না ৷ এক অলৌকিক শক্তির রহস্যভেদ করতে আসছেন ভাদুড়ী মশাই ৷" ভূতের গল্প পছন্দ করেন না এমন, একজনকে খুঁজে পাওয়া বেশ দুষ্কর ৷ আলো আঁধারি রাতে গা ছমছপে অলৌকিক গল্প অনেক সময় বিশ্বাসের শিকড়ও নাড়িয়ে দেয় ৷ সামনেই ভূত চতুর্দশী ৷ অর্থাৎ কালিপুজো ৷ আলোর রোশনাইয়ে যখন সেজে উঠবে চারিদিক, তখন কে বলতে পারে সেই আলোর নীচে অন্ধকারে লুকিয়ে নেই অদ্ভুতরে কিছু ৷ মানুষের মনে ভয়ের সেই কড়া নাড়তেই পরিচালক পরমব্রত নিয়ে হাজির হচ্ছেন নতুন ওয়েব সিরিজ ৷ সোমবার প্রকাশ্যে আনা হয়েছে সিরিজের ট্রেলার ৷

সৌভিক চক্রবর্তীর লেখা পর্ণশবরীর শাপ-এর গল্প অনেকে এর আগে শুনেছেন বা পড়েছেন ৷ তবে পরমব্রত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সিরিজটা আসলে দর্শকদের জন্য হতে চলেছে ভিজ্যুয়াল ট্রিট ৷ পাশাপাশি, নীরেন্দ্র নাথ ভাদুড়ীর চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তীকে দেখা, একটা বড় পাওয়া হবে দর্শকদের ৷ হইচই প্রতিমুহূর্তে একের পর এক চমক আনছে দর্শকদের জন্য ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷ এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিত ছাড়াও রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস, গৌরব চক্রবর্তী ও অর্ণ মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন: মুক্তির অপেক্ষায় 'থ্রি অফ আস', শেফালিকে শুভেচ্ছা বিগ বির

ট্রেলারে দেখা গিয়েছে, চার বন্ধু কোথাও ঘুরতে গিয়েছে ৷ তাঁদের মধ্যে দুই বান্ধবীর মনে হয় কেউ তাঁদের অনুসরণ করছে ৷ এর পর নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাঁদের সঙ্গে ৷ সেই বিপদ থেকে রক্ষা পেতে সকলেই শরণাপন্ন হন ভাদুড়ী মশাইয়ের ৷ তারপর কী হয়, যাঁরা গল্প পড়েননি, তাঁদের অবশ্যই দেখতে হবে ৷ কারণ ভাদুড়ী মশাইয়ের কথায়, "পৃথিবীতে অনেক জিনিস আছে, যেগুলো আমাদের স্বপ্নের অতীত তো বটেই, দুঃস্বপ্নেরও অতীত ৷"

হায়দরাবাদ, 30 অক্টোবর: ফেলুদা, ব্যোমকেশ বা কর্নেল নীলাদ্রী সরকার যেমন গোয়েন্দা দুনিয়ায় নিজেদের নাম প্রতিষ্ঠা করেছেন তেমনই হলেন ভাদুড়ী মশাই ৷ রহস্যের মোড়কে লুকিয়ে থাকা সত্যকে যিনি টেনে বের করে আনতে পারেন ৷ সেই ভাদুড়িমশাইকে এবার ওয়েব সিরিজে ফিরিয়ে আনছেন পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সোমবার মুক্তি পেয়েছে 'পর্ণশবরীর শাপ' সিরিজের ট্রেলার ৷ ভাদুড়ী মশাইয়ের চরিত্র হয়ে অনেকদিন পর পর্দায় আরও একবার চিরঞ্জিত চক্রবর্তী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হইচই-এর সোশাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "সন্ধ্যের পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না ৷ এক অলৌকিক শক্তির রহস্যভেদ করতে আসছেন ভাদুড়ী মশাই ৷" ভূতের গল্প পছন্দ করেন না এমন, একজনকে খুঁজে পাওয়া বেশ দুষ্কর ৷ আলো আঁধারি রাতে গা ছমছপে অলৌকিক গল্প অনেক সময় বিশ্বাসের শিকড়ও নাড়িয়ে দেয় ৷ সামনেই ভূত চতুর্দশী ৷ অর্থাৎ কালিপুজো ৷ আলোর রোশনাইয়ে যখন সেজে উঠবে চারিদিক, তখন কে বলতে পারে সেই আলোর নীচে অন্ধকারে লুকিয়ে নেই অদ্ভুতরে কিছু ৷ মানুষের মনে ভয়ের সেই কড়া নাড়তেই পরিচালক পরমব্রত নিয়ে হাজির হচ্ছেন নতুন ওয়েব সিরিজ ৷ সোমবার প্রকাশ্যে আনা হয়েছে সিরিজের ট্রেলার ৷

সৌভিক চক্রবর্তীর লেখা পর্ণশবরীর শাপ-এর গল্প অনেকে এর আগে শুনেছেন বা পড়েছেন ৷ তবে পরমব্রত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সিরিজটা আসলে দর্শকদের জন্য হতে চলেছে ভিজ্যুয়াল ট্রিট ৷ পাশাপাশি, নীরেন্দ্র নাথ ভাদুড়ীর চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তীকে দেখা, একটা বড় পাওয়া হবে দর্শকদের ৷ হইচই প্রতিমুহূর্তে একের পর এক চমক আনছে দর্শকদের জন্য ৷ এবারও তার ব্যতিক্রম নয় ৷ এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে চিরঞ্জিত ছাড়াও রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বোস, গৌরব চক্রবর্তী ও অর্ণ মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন: মুক্তির অপেক্ষায় 'থ্রি অফ আস', শেফালিকে শুভেচ্ছা বিগ বির

ট্রেলারে দেখা গিয়েছে, চার বন্ধু কোথাও ঘুরতে গিয়েছে ৷ তাঁদের মধ্যে দুই বান্ধবীর মনে হয় কেউ তাঁদের অনুসরণ করছে ৷ এর পর নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাঁদের সঙ্গে ৷ সেই বিপদ থেকে রক্ষা পেতে সকলেই শরণাপন্ন হন ভাদুড়ী মশাইয়ের ৷ তারপর কী হয়, যাঁরা গল্প পড়েননি, তাঁদের অবশ্যই দেখতে হবে ৷ কারণ ভাদুড়ী মশাইয়ের কথায়, "পৃথিবীতে অনেক জিনিস আছে, যেগুলো আমাদের স্বপ্নের অতীত তো বটেই, দুঃস্বপ্নেরও অতীত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.