উদয়পুর, 22 সেপ্টেম্বর: বাকি মাত্র কয়েকটা ঘণ্টা ৷ তারপর চার হাত এক হতে চলেছে রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার ৷ বলিউডের রীতি মেনেই ডেস্টিনেশন ওয়েডিং সারতে চলেছেন এই জুটিও ৷ আম আদমি পার্টির নেতার সঙ্গে বেশ কিছুদিন আগেই বাগদান পর্ব সেরে ফেলেছেন অভিনেত্রী ৷ এবার পঞ্জাবি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন ৷ এরই মাঝে শুক্রবার সকালেই উদয়পুরে পৌঁছলেন রাঘব-পরিণীতি ৷ 23 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে প্রাক বিবাহের অনুষ্ঠান ৷
-
#WATCH | AAP MP Raghav Chadha and actor Parineeti Chopra arrive in Udaipur. They will tie the knot in the city reportedly over this weekend. pic.twitter.com/MqJT3zV84x
— ANI (@ANI) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | AAP MP Raghav Chadha and actor Parineeti Chopra arrive in Udaipur. They will tie the knot in the city reportedly over this weekend. pic.twitter.com/MqJT3zV84x
— ANI (@ANI) September 22, 2023#WATCH | AAP MP Raghav Chadha and actor Parineeti Chopra arrive in Udaipur. They will tie the knot in the city reportedly over this weekend. pic.twitter.com/MqJT3zV84x
— ANI (@ANI) September 22, 2023
উদয়পুরের বিলাসবহুল লীলা প্যালেসে ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে ৷ প্যালেসটিকে সাজানো হয়েছে নববধূর মতোই ৷ বিমানবন্দরে অবতরণের পর দারুণ স্বাগত-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারকা জুটির জন্য ৷ রাজস্থানী ট্র্যাডিশনাল নৃত্যের মাধ্যমে উদয়পুরে তাঁদের স্বাগত জানানো হয় ৷
বিয়েতে রাজনৈতিক জগতের বিভিন্ন মানুষ যে উপস্থিত থাকবেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ৷ শোনা গিয়েছে, চার মুখ্যমন্ত্রী অতিথি হিসেবে হাজির হবেন ৷ তালিকায় রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও স্বস্ত্রীক উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷ পাশাপাশি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: মুখ গোঁফ দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক
অন্যদিকে, 23 সেপ্টেম্বর ভারতে আসার কথা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ারও ৷ তাঁর সঙ্গে নিক অবশ্য় থাকছেন না ৷ শুধু রাজনৈতিক জগত নয় বলিউডের বেশকিছু তারকাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷ অন্যদিকে., জানা গিয়েছে বর এবার আর ঘোড়ায় চড়ে আসবেন না । আসবেন জলপথে ৷ উদয়পুরের পিচোলা লেকে আয়োজিত হবে বিবাহের বিশেষ অনুষ্ঠান ৷ সারা দেশ থেকে প্রায় 200 জন অতিথি যোগ দেবেন এই অনুষ্ঠানে ৷ 23 সেপ্টেম্বর চুরা সেরিমনির মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান ৷ রয়েছে সঙ্গীত, হলদি, জয়মালার মতো অনুষ্ঠানও ৷ দু'দিন ধরে এই প্যালেসে পালিত হবে বিয়ের সমস্ত রীতি ৷