হায়দরাবাদ, 27 মার্চ: বিটাউনে পরিণীতি চোপড়ার (Bollywood actor Parineeti Chopra) বিয়ের গুঞ্জন জোর চলছে ৷ আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডার (Raghav Chadha) সঙ্গে খুব শীঘ্রই বিয়ের বন্ধনে বাঁধা পড়বেন তিনি ৷ এমন চর্চায় রীতিমতো মেতে উঠেছেন পরিণীতির অনুরাগীরাও ৷ সেই জল্পনাকেই আরও উস্কে দিয়েছেন অভিনেত্রী ৷ বলি তারকাদের বিয়ের লহেঙ্গা বেশিরভাগ সময়ে যিনি নিজে দায়িত্ব নেন সেই ডিজাইনার মণীশ মালহোত্রার (Designer Manish Malhotra) বাড়িতে দেখা গেল ইশকজাদে তারকাকে ৷ ব্যস, আর যায় কোথায় ! বিয়ের বিষয়ে সিলমোহর মেরে দিয়েছেন পরিণীতি চোপড়ার অনুরাগীরাই ৷
জানা গিয়েছে, রবিবার বান্দ্রায় ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতে দেখা যায় পরিণীতিকে ৷ একটি কালো রঙের ওয়ান শোল্ডার মিডি পোশাকে দেখা যায় তাঁকে ৷ পাপারাৎজিদের দেখে মিষ্টি হাসি হেসে পোজও দেন অভিনেত্রী ৷ সেই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে ৷ আপ নেতা রাঘবের সঙ্গে যে বিয়ের দিন পাকা হতে চলেছে এমনই রটেছে খবর ৷ ক্যাটরিনা কাইফ থেকে কিয়ারা আদবানি সকলেই বিয়ের দিনে নিজের সেরা সাজ তুলে ধরেছিলেন মণীশ মলহোত্রার ডিজাইনার লহেঙ্গা পরেই ৷ সেই পথেই কী হাঁটতে চলেছেন পিগি চপসের তুতো বোন ? এক অনুরাগী তো লিখেই দিয়েছেন, "আশা করব পরিণীতির লহেঙ্গা গোলাপি রঙের হবে না ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
উল্লেখ্য, পরিণীতি চোপড়াকে দু'বার দেখা গিয়েছে আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে ডেটে ৷ পরবর্তী সময়ে আপ নেতাকে তাঁদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি লাজুক হয়ে পড়েন ৷ অভিনেত্রীও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ৷ দুঁদে রাজনীতিবিদ রাঘবের সঙ্গে বৃহস্পতিবার লাঞ্চ ডেটে গিয়েছিলেন অভিনেত্রী পরিণীতি ৷ চর্চিত এই 'লাভবার্ড'-কে দেখা গিয়েছিল মুম্বইয়ের ওয়েস্ট ইন হোটেলে ৷ এরপর তারা ডিনার ডেটে যান বান্দ্রার এক রেস্টুরেন্টে ৷ প্রসঙ্গত, 'দ্য গার্ল অন দ্য ট্রেন' খ্যাত অভিনেত্রী এই মুহূর্তে ব্যস্ত আছেন ইমতিয়াজ আলির 'চামকিলা' নিয়ে ৷ দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে দেখা যাবে তাঁকে ৷ শেষবার তাঁকে দেখা গিয়েছে, সূরজ বরজাতিয়ার 'উচাই' ছবিতে ৷
আরও পড়ুন: রাজনীতিবিদকে মন দিয়েছেন ! পরিণীতি কি তবে স্বরার দেখানো পথেই ?