হায়দরাবাদ, 20 অগস্ট: মে মাসে সেরেছিলেন বাগদান পর্ব। বিয়ে কবে? তা নিয়ে এখনও মুখ খোলেননি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। অবশেষে ফাঁস হল বিয়ের দিন। ভক্তরাও তা জানার জন্য মুখিয়ে ছিলেন কবে রাজকীয় বিয়ের আসর বলতে চলেছে বলিউডে ৷ বি-টাউনে জোর গুঞ্জন, আগামী মাসেই তরুণ রাজনীতিবিদের সঙ্গে বিয়ে সারবেন বলিউডের 'ইশকজাদে' গার্ল। চলছে জোরকদমে প্রস্তুতি ৷ তাই হাতে আর মাত্র এক মাস। পরিণীতির টিম ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতিতে নেমে পড়েছে। যদিও বিয়ের আয়োজন নিয়ে মুখ কুলুপ সকলের।
গত 13 মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ এছাড়ও দুই পরিবারের সদস্য ছাড়া এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে, নিজেদের বাড়ি নয়, রাজস্থানের ধূ ধূ প্রান্তরকেই বিয়ের উপযুক্ত স্থল বলে মনে করেছেন রাঘব পরিণীতি। তাই আংটি বদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন পরিণীতি-রাঘব। সেখানেই একটি বিলাসবহুল হোটেলে চার হাত এক হওয়ার আয়োজন শুরু হতে চলেছে। শোনা যায়, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি।
উদয়পুরের 'দ্য ওবেরয় উদয়বিলাস'নামক হোটেলে বিয়ে করতে চলেছেন আপ সাংসদ ও বলি অভিনেত্রী বলে এমনটই খবর। আর শুভ দিন হিসেবে ধার্য করা হয়েছে সেপ্টেম্বর মাসের 25 তারিখটিকে। হ্যাঁ, সূত্রের খবর মানলে, সেদিনই রাঘব-পরিণীতির চারহাত এক হবে ৷ সে তো গেল শুধু মালা বদলের পর্ব। তারপর একে একে রয়েছে রিশেপশন পার্টি ৷ চলতি বছরের গোড়ার দিকেই শোনা যায় পরিণীতি ও রাঘবের প্রেমের কথা। একসঙ্গে ডিনারে দেখা গিয়েছিল তাঁদের, তারপর থেকেই তাঁরা যে প্রেম করছেন তার গুজব রটে যায় ৷
তারপর কখনও রাঘব উড়ে এসেছেন মুম্বই, আবার কখনও দিল্লিতে মনের মানুষের সঙ্গে দেখা করতে ছুটেছেন পরিণীতি। এরপর বাগদান পর্ব মেটে ৷ আর এবার অপেক্ষা জুটির চার হাত এক হওয়ার। অন্যদিকে, আপাতত অভিনেত্রীর হাতে রয়েছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। চলতি বছরের 5 অক্টোবর বড়পর্দায় মুক্তিপাবে ছবিটি ৷ এ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন তিনি।