উদয়পুর, 24 সেপ্টেন্বর: সম্পন্ন হল সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম চর্চিত বিয়ে ৷ মরুভূমির রাজ্যে চার হাত এক হল অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডার ৷ মিডিয়ার অগোচরে রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠদের উপস্থিতি নতুন জীবনে প্রবেশ করলেন দুই সেলেব ৷ লীলা প্যালেসে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল রবিবার দুপুরে ৷ সেইমতোই হয়ে গেল মালাবদল ৷ দু'জনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও না-আসলেও বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে পরিণীতি এখন অফিসিয়ালি মিসেস চাড্ডা ৷ অনুরাগীরা আদর করে যাঁদের ডাকছেন 'রাগনীতি' বলে ৷
দু'জনের বিয়ের অনুষ্ঠানের ছবি এখনও সামনে আসেনি ৷ স্বাভাবিকভাবেই ইন্টারনেটে এখনও হা-পিত্যেশ জারি অনুরাগীদের ৷ তবে বিভিন্ন সূত্র দাবি করছে, মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ইশকজাদে-অভিনেত্রী ৷ সেই অর্থে বিবাহ অনুষ্ঠানের কোনও ছবি বা ভিডিয়ো সামনে না-এলেও সংবাদসংস্থা এএনআই'য়ের কাছে একটি ভিডিয়ো এসেছে, 'ইয়ে জাওয়ানি হ্য়ায় দিওয়ানি' ছবির 'কবিরা' ট্র্যাকটি বাজতে শোনা গিয়েছে ৷
আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান রাজনৈতিক সতীর্থ রাঘব চাড্ডার বিয়েতে যোগ দিতে গতকালই পৌঁছে গিয়েছিলেন রাজস্থানে ৷ এদিন দুপুরে সুসজ্জিত নৌকায় চেপে পরিণীতির গলায় মালা দিতে বিবাহ আসরে পৌঁছন রাঘব ৷ যা খবর, তাতে রাজস্থানের মেওয়ার সম্প্রদায়ের বিভিন্ন রীতিনীতি মেনেই সাত পাকে ঘুরেছেন 'রাগনীতি' ৷
আরও পড়ুন: আর মাত্র কিছুক্ষণ, দুপুরেই পরিণীতির গলায় মালা দেবেন রাঘব
টেনিস সুন্দরী সানিয়া মির্জা, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, ডিজাইনার মনীশ মালহোত্রা সকলেই উদয়পুরের লীলা প্যালেসে তাঁদের উপস্থিতি সোশাল মিডিয়ায় জানান দিয়েছেন ৷ সন্ধে 8টা 30 মিনিট নাগাদ রিসেপশন পার্টি শুরুর কথা ৷ তবে এত সবকিছুর মধ্যেও পরিণীতির তুতো বোন অর্থাৎ গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার অনুপস্থিতি নিয়ে চর্চা চলছে ৷ সিটাডেল-অভিনেত্রীর অনুপস্থিতির কারণটা এখনও স্পষ্ট না-হলেও বোনকে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন প্রিয়াঙ্কা ৷ যদিও পরিণীতির বিয়ের অনুষ্ঠানে রয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ৷