হায়দরাবাদ, 2 অক্টোবর: বিয়ের মতোই কেমন ছিল 'রাগনীতি'র প্রি-ওয়েডিং অনুষ্ঠান তা জানতে আগ্রহী ছিলেন ভক্তরা ৷ এবার অনুরাগীদের জন্য বিশেষ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ৷ নবদম্পতি প্রি-ওয়েডিং অনুষ্ঠানে আয়োজিত স্পোর্টস ডে-র ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ যা ভাইরাল মুহূর্তে ৷
উদয়পুরে 24 সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন 'ইশকজাদে' অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা ৷ সেই ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ৷ এবার রাগনীতির স্পোর্টস ডে-র ছবি ৷ ছবিতে পরীকে দেখা গিয়েছে কমলা রঙের একটি গেঞ্জি পরে রয়েছেন, যাতে লেখা রয়েছে ব্রাইড ৷ অন্যদিকে, রাঘবকে দেখা গিয়েছে নীল রঙের গেঞ্জিতে, তাতে লেখা গ্রুম ৷ এরপর কেমন ছিল এই বিয়ের আগে এই রীতি, ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী ৷
তিনি বলেন, "ভারতীয় বিয়ের ঐতিহ্য শুরু করার আগে কিছু পারিবারিক ঐতিহ্য নিয়ে কথা বলার সময় এসে গিয়েছে ৷ মিউজিক্যাল চেয়ার যেখানে সকলেই চিট করে ৷ লেমন অ্যান্ড স্পুন রেস, যে খেলা দীর্ঘ সময় ধরে চলে আসা স্কুলের স্পোর্টস ডে শেখাতে পারেনি ৷ থ্রি-লেগড রেস, ক্রিকেটে সেঞ্চুরি করার থেকে অনেক বেশি কঠিন ৷ ক্রিকেট, যেখানে শেষ বলে একটা উইকেট পরতেই আমরা জিতে যাই ৷"
পরিণীতি আরও জানান, বিয়ের আগে এই রীতি হার-জিতের গল্প বলে না ৷ এখানে দুই পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোকে ধরে রাখা হয় ৷ সম্পর্কের বাঁধনগুলো আরও মজবুত হয় ৷ চাড্ডা-চোপড়ার এই লড়াইতে আসলে দুটি পরিবারই জিতেছে আর সকলের মন জয় করে নিয়েছে ৷
পরীর এই ছবিতে দেখা গিয়েছে ক্রিকেটার হরভজন সিংকেও ৷ যিনি রাঘবের দলের হয়ে খেলেছেন ৷ তিনি অভিনেত্রীর পোস্টে কমেন্ট করে বলেছেন, "সত্যিই খুব মজা হয়েছে ৷" ভালোবাসা জানিয়েছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রাও ৷ অন্যদিকে, রাঘব ছবি শেয়ার করে লিখেছেন, "আমাদের প্রি-ওয়েডিং রিচুয়ালস ৷ যার মধ্যে প্রত্যেকটা খেলা ছিল আনন্দে ঠাসা ৷ যদিও এই খেলায় চাড্ডারা জিতে পারেনি ৷ তবে আমরা চোপড়াদের মন জিতে নিয়েছি ৷ স্পেশালি পরীর, যে আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য ৷"
আরও পড়ুন: রূপোলি পর্দায় 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান, প্রকাশ্যে ট্রেলার
উল্লেখ্য, পাঁচ বছর আগেও পরীর মিমি দিদি অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াও তাঁর মেহেন্দি ও হলদির অনুষ্ঠানে পাত্রপক্ষদের জন্য ক্রিকেট ডে-র আয়োজন করেছিলেন ৷ প্রিয়াঙ্কার হাজব্যান্ড নিক জোনাস, তাঁর ভাইয়েরা, বন্ধুরা যোধপুরের লনে ক্রিকেট খেলায় মেতেছিলেন ৷