Parineeti Chopra: রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন পরিণীতি ? - পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে সর্বত্র ৷ এই নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ৷
হায়দরাবাদ, 19 এপ্রিল: সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায় ৷ কারণ এই দুজনকে প্রায়শই এক সঙ্গে দেখা যাচ্ছে, ফলে তাঁরা ডেট করছেন বলে মনে করছেন অনুগামীরা ৷ শুরু হয়েছে তাঁদের বিয়ে নিয়ে জল্পনা ৷ আর এরই মধ্যে পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু তথা কোড নেম: তিরাঙ্গায় তাঁর সহ-অভিনেতা হার্ডি সান্ধু নিশ্চিত করেছেন যে, অভিনেত্রী এ বার সেটল করতে আগ্রহী । তাহলে কি জল্পনা সত্যি করে শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই ৷ তবে এ বার এই নিয়ে মুখ খুলেছেন স্বয়ং পরিণীতি ৷
তাঁর ব্যক্তিগত জীবন গুজব প্রসঙ্গে পরিণীতি বলেন, "যখন প্রত্যেকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী হয় তখন বিশ্রী বোধ হয় ৷" তিনি আরও বলেন, "যতক্ষণ না পর্যন্ত কেউ অনুপযুক্ত বা অসম্মানজনক আচরণ করছেন, ততক্ষণ আমি আমার সম্পর্কের অবস্থা স্পষ্ট করার প্রয়োজন বোধ করি না ।"
মিডিয়ার তাঁর জীবন নিয়ে আলোচনা করা এবং খুব ব্যক্তিগত বা অসম্মানজনক আচরণের লাইনটি অতিক্রম করার মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে বলে মনে করেন পরিণীতি ৷ তিনি কীভাবে ব্য়ক্তিগত ও পাবলিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলেন, এই প্রশ্ন করা হলে পরিণীতি বলেন, "প্রয়োজন হলে আমি যে কোনও ভুল বোঝাবুঝি দূর করব । যদি তা করার প্রয়োজন না হয় তবে আমি তা করব না ৷"
ঘন ঘন তাঁকে বিমানবন্দরে কেন দেখা যাচ্ছে সেই প্রশ্নের জবাবে পরিণীতি বলেন, "আমি কখনওই আমার জীবনকে কাজের জন্য বা আমার জীবনের জন্য কাজকে বিসর্জন দেব না । আমি সবসময় এই দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি । লোকেরা আমার অবস্থান এবং কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করত যখন আমি প্রায়শই যাতায়াত করতাম এবং যখন আমায় বিমানবন্দরে দেখা যেত ৷ কিন্তু তাঁরা কখনওই বুঝতে পারেননি যে আমি কীভাবে স্বাস্থ্যকর ভাবে কর্ম ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পেরেছি । তবে কোভিড 19-এর পর অবশেষে অনেকেই তা বুঝতে পেরেছিলেন ৷"
দীর্ঘ সময় ধরে একে-অপরকে চেনেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা ৷ তাঁরা একসঙ্গে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন । ইন্সটাগ্রামেও একে অপরকে ফলো করেন তাঁরা । প্রথমে তাঁদের একসঙ্গে একটি রেস্তোরাঁয় যেতে দেখা যায় । রাঘব এরপরে দিল্লি বিমানবন্দরে তাঁকে নিতে এসেছিলেন ৷ এর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷
আরও পড়ুন: ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রভাস-কতির 'আদিপুরুষ' ছবির